নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

কেন হুজুরদের বিরুদ্ধে বলা যাবে না ? বোবা হলেই সবাই বেহেশতে চলে যাবে ?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

কেন বলা যাবে না ? আপনারা আমাকে বলুন কেন তাদের বিরুদ্ধে বলা যাবে না । ‘‘লা তুশমিত বিয়ালআ’দা” আয়াত, শত্রুরা আমাদের কাণ্ড দেখে হাসবে, উপরে থু থু ফেললে নিজেদের গায়েই পড়বে− এমন যুক্তি দিয়ে কতকাল আর আমাদের দমিয়ে রাখবেন ?



কেন ? আমাদের স্বজাতি ভাইয়েরা, এই যে আমাদের উস্তাদ-মুরুব্বি-হুজুরেরা− তারা কি ভণ্ডামি কম করেন ? আমাদেরকে বলতে নিষেধ করে তাদেরকে তো কেউ শুধরে যাবার নসিহত করেন না ? আজ যদি আমি ইসলামি কোনো দলের বিরুদ্ধে যুক্তিসঙ্গত কথা বলি, যদি কোনো মাদরাসার অপকর্মের তথ্যবহুল আলোচনা করি, যদি কোনো ‘বড় হুজুরের শয়তানি’ প্রকাশ করে দিই, তাহলে যে আমাকে বেয়াদব বলে চোখরাঙানি দিচ্ছেন, কেন বলুন তো ? নাকি আপনারা এসব কিছুই দেখেন না ? নাকি বদমাশি করার থেকে সেটা প্রকাশের অপরাধ বেশি ? তাহলে এসব অনৈতিক কাজের সমাধান কি ? বোবা হলেই সবাই বেহেশতে চলে যাবে ?



আমরা হেফাজতকে নিয়ে যতটুকু ভাবি, সত্যিকার অর্থে কি হেফাজত আমাদের নিয়ে ততটুকু ভাবে ? লিখনীতে তো দেখলাম, বাচ্চাদেরকে ফেলে নেতৃবৃন্দ পালিয়ে যাওয়াটা কেমন হলো− এ ধরণের প্রশ্নে ফয়জুল্লাহ সাহেব ভীষণ বিব্রত । তার মতে, এটা যুদ্ধের কৌশল । এমন নাকি নবীজী-সাহাবিরা করেছেন । কোন যুদ্ধে নবীজী সা. সাহাবিদের শত্রুর মুখে ফেলে পালিয়ে যাবার কৌশল গ্রহণ করেছেন কে জানে ? ৫মে যে শাপলা চত্বরে লোকজন জড়ো হয়েছে, সেটা কি আসলে সরকারের বিরুদ্ধে যুদ্ধে বা জিহাদে এসেছে সবাই ? তাহলে তাদের অস্ত্র কই ? যারা পালালো, তাদেরকে ওয়াজিবুল কতল বলা উচিত নয় ?



হেফাজতের মাথায় তো তাদেরকেই দেখি, যারা একাংশের-দ্বিতীয়াংশের-তৃতীয়াংশের-চতুর্থাংশের− এমন ছয়ভাগে বিভক্ত ঐক্যজোটের একেকজন চেয়ারম্যান । সেখানে, সেই রাজনীতির মাঠে তো তাদের এখনও কোনো মিলন হলো না । হবে সে আশাও দুরূহ । তারা হেফাজতকে না ভেঙে কতটা যে কাঁঠালের আঁঠা হয়ে থাকবেন, বোঝাই যায় । শুধু বললেই দোষ ।



ফেসবুকে সবাই প্রথমে আসে নিত্যদিনের হাসি-কান্না জীবন যন্ত্রণার খুঁটিনাটি আর দশজনের সঙ্গে শেয়ার করতে । সেটাও এখন আপনাদের মতে পলিটিক্যাল প্লট হয়ে গেছে । মাদরাসার জীবনের যেমন হুজুরদের চুলাচুলি দেখছি, আর ইলমে লাদুন্নি থেকে মাহরূম হবার শঙ্কায় মুখ বেঁধে সয়ে গেছি, আজও সেই অবরোধবাসী হয়েই আছি । ঠিক আছে বললাম না ফেসবুকে, যেহেতু আপনাদের জাত যাবে । তাহলে কোথায় বলবো বলেন ? একটা নিভৃত প্লাটফর্ম দিন । নয়তো আমাদের বক্তব্যগুলো তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন । সাধারণ মানুষ যে তাদের নাম ধরে ধরে আমাদেরকে রাস্তাঘাটে টিজ-টিটকারি করে, সেগুলো একটু বুঝিয়ে বলার বন্দোবস্ত করেন । তাও যদি না পারেন, তাইলে আমাদের চুপ করায়েন না । আপনি আপনার কথা বলেন, আমরা আমাদের কথা বলি ।



নয়তো…. থাক… ভালো থাকবেন ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

ভ্রমণেচ্ছুক বলেছেন: ধর্ম মানেই বিশ্বাস। বিশ্বাস কে নিয়ে প্রশ্ন করতে নেই। --

এই ফাঁকা বুলি দিয়ে ১৫০০ বছর পার হতে চলেছে। দেখা যাক কত দিন যায় ?

আপনি নাস্তিক সবাই ধরে নিয়েছে এরই মধ্যে। প্রশ্নকর্তা মাত্রই নাস্তিক।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

মনযূরুল হক বলেছেন: পনের বছর মাদরাসায় জীবন পার করার পরও এখন যদি কেউ নাস্তিক বলে অন্য কোন স্বাদ দিতে চায়, দিক না..প্রতিবাদে কুণ্ঠিত হবো না...

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

কালাভীমরুল বলেছেন: প্রাপক ভ্রমণেচ্ছুক, ১৫০০ বছরের ধর্মটি শেষ ধর্ম ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

মনযূরুল হক বলেছেন: শেষধর্ম বলাটা কেমন যেন লাগে, বরং বলা উচিত একমাত্র ধর্ম,.....প্রাপককে এড়িয়ে মন্তব্য করেছি বলে ক্ষমা চাচ্ছি..

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১২

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: ভ্রমণেচ্ছুক বলেছেন: প্রশ্নকর্তা মাত্রই নাস্তিক। সত্য বচন।

সকল প্রশ্নকর্তাকেই মনে করা হয় তার বিশ্বাসে গরবর আছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২০

মনযূরুল হক বলেছেন: হ্যাঁ, তবে প্রশ্নটা যৌক্তক হলে নিজের দায় থাকে না...

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: হুজুররা কেন সমালোচনার উর্ধ্ধে হবেন? উনারা কি প্রধানমন্ত্রী নাকি জাতির কর্নধার? সারা জীবনই তো হুজুরদের নিয়ে ঠাট্টা মশকরা শুনছি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩

মনযূরুল হক বলেছেন: প্রধানমন্ত্রী কি তাহলে আপনার মতে সমালোচনার উর্ধ্বে ?

“সারা জীবনই তো হুজুরদের নিয়ে ঠাট্টা মশকরা শুনছি। ” হোয়াট ডু ইউ মিন ?

৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২২

উড়োজাহাজ বলেছেন: আপনার কাছে এ সব ব্যাপারে আরো লেখা আশা করছি। কারণ আপনি তাদের মাঝে ছিলেন। সত্য প্রকাশ করে দিন, যা হয় হবে।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

মনযূরুল হক বলেছেন: সব সময়ই সত্যটা বলেছি এবং বলবোও....তাতে আমি একেবারেই পরোয়া করি না............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.