![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি বাংলাদেশি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো...যদি একাত্তরের শহীদদের বিচারে এত কাতরতা হয় তোমার...যদি দেশরক্ষার প্রশ্নে আবার অস্ত্র হাতে নেয়ার প্রতিজ্ঞাও তোমার হয়ে থাকে...তাহলে...
তাহলে আজ থেকে অন্তত সবগুলি হিন্দি চ্যানেল বন্ধ করবে তুমি...
ইন্ডিয়ান পণ্য দেখলে আজ হতে নাকসিঁটকে দূরে ছুঁড়ে ফেলবে তুমি...
ভারতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে তুমি...
এই ‘তুমি’ হয়তো আমার দেশের প্রধানমন্ত্রীও হতে পার...
হতে পার বলিউডের স্টুডিওতে গিয়ে নেচে আসা নায়ক...
হতে পার ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফ্যান...
অথবা আমার যে কোনো স্বজন কিংবা শুভানুধ্যায়ী...
কিন্তু যদি মনে কর-
"আবার রক্ত লেগে থাকুক কাঁটাতারে
বিজয়ের হাসি হাসুক শুয়োরের বাচ্চারা
পাশে বাজুক উর্দু, হিন্দি বা ভিনদেশি কথা
কীবোর্ড বলুক গল্প শুনানো ফেলানির কথা.."
তোমার সঙ্গে আমার রক্তের বাঁধন হলেও সেটা ছিন্ন করবো আমি...
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩
মনযূরুল হক বলেছেন: অন্তত আমাদের বেলায় কথাটা ১০০% সত্য..
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৮
বীরেনদ্র বলেছেন: Bangladesh should severe diplomatic tie with India
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫
মনযূরুল হক বলেছেন: শুধু ডিপ্লমেটিক টাই তে সারবে না...
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
দীপ্তপন বলেছেন: এই রায়ের মাধ্যমে বিএসএফ সদস্যকে হত্যার জন্য কোন দায় নিতে হয়নি। ফলে সীমান্তে আরো হত্যাকান্ড বেড়ে যাবে বলে আমি আশংকা করছি। প্রহসনের বিচার মানি না।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭
মনযূরুল হক বলেছেন: আমাদের প্রতিবাদ কি তারা মানে..বা গুরুত্ব দেয় ? সরকার নিজেই তো ইন্ডিয়ার তিলক বিবি...
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আবেগ থাকা ভালো, তাই বলে অনর্থক কথা বলে লাভ নাই। ইন্ডিয়ান গরু ছাড়া দুইদিন পর কোরবানীর ঈদ পার হবে কেমনে সেই চিন্তা করেন!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯
মনযূরুল হক বলেছেন: এই চিন্তায় হিন্দি চ্যানেল খুইলা মোকাবেলা কইয়া নাচেন...
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
দি সুফি বলেছেন: ভারতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে তুমি...
বেশি আবেগী হয়ে গেল। ইন্ডিয়ান কালচার এড়য়ে চলা দরকার। কিন্তু সব সম্পর্ক ছিন্ণ করলে অর্থনৈতিকভাবে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হব!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১
মনযূরুল হক বলেছেন: আর যে প্রতিদিন ফেলানীর মতো দু’দশজন সীমান্তে মরছে, তাতে আমাদের খুউব উপকার হচ্ছে, তাই না ! আমাদের এই দুর্বলতা ওরা ঠিকই বোঝে..আর তাই এভাবেই মারবে আমাদের....আর আমরা ক্ষতি চিন্তা করতে করতে একদিন ভারতের করদ রাজ্যে পরিণত হবো...
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
রাজীব দে সরকার বলেছেন: এগুলা কিছুই হবে না
কারন আমার-আপনার মা-বোনরাই ওদের দেখানো সিরিয়াল আর টিভি প্রোগ্রাম ছাড়া একদিনও থাকতে পারেন নাই, আমি আপনিও ওদের তৈরী প্রসাধনী ছাড়া দাঁড়ি কামাতে পারি না, ওদের তৈরী কাপড় ছাড়া আমাদের ফরমাল ড্রেস হয় না, বাজারে গিয়ে আমরা কি আদৌ 'মেইড ইন বাংলাদেশ' কিছু খুঁজি? একটু তাকিয়ে দেখি আমরা যে আমাদের ঘর ভরা ওদের কতো কিছু!
সুতরাং পালটাতে হলে আগে পালটাতে হবে নিজেকে!
'ফেলানী'রা আগেও মরেছে, সামনেও মরবে
আমাদের আগেও কিছু যায় আসে নি, দুই দিনের জন্য লাফালাফি
দুই দিন পরে আমাদের কিছুই যায় আসবে না
দুইদিন পর সব ভুলে গিয়ে য়ামি-আপনিই ওদের স্পোর্টস চ্যানেলে খেলা দেখতে বসে যাবো
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩
মনযূরুল হক বলেছেন: এবার বদলাবার শপথ নেবো....
কথাগুলো আপনি যেমন জানেন, আমিও...সুতরাং আসুন আপনি-আমি দু’জন থেকে দিন বদলের শপথ নিই...
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
তারেক বলেছেন: রাজীব দে সরকার - এর সাথে ১০০% সহমত। এসবই আবেগী লাফালাফি।
@ লেখক এতই যদি ভারতকে খারাপ লাগে , তাহলে ভারতের চ্যানেল,পোশাক, নায়ক-নায়িকা , সর্বোপরি সকল ভারতীয় পন্য বর্জন করুন। এতই যথেষ্ট । আমরা বাংলাদেশের ৬০% মানুষ যদি ভারতীয় সকল পন্য থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে ভারত এমনই সোজা হয়ে যাবে, যা কিনা আমাদের পক্ষে প্রায় অসম্ভব।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬
মনযূরুল হক বলেছেন: ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন- এটা প্রথম পদক্ষেপ....এরই সাথে আন্তর্জাতিকভাবে বয়কটের আহ্বান এবং ওদের অপকর্ম বিশ্বের সামনে তুলে ধরতে হবে....অন্তত ওদের চ্যানেলগুলো বন্ধ করলেই তো আমাদের রুটি-রুজি বন্ধ হয়ে যাবে না....
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫০
তারেক বলেছেন: লেখক আপনি ঠিক বলেছেন , চ্যানেলগুলো বন্ধ করতে হবে।তবে এটাই তো সবচেয়ে কঠিন কাজ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩
মনযূরুল হক বলেছেন: কয়েক হাজার ফেলানী মারা যাওয়ার চেয়েও কঠিন ?
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫২
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: ইন্ডিয়ানরা ব্লাডি বাস্টার্ড ....