![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু যদি নেপথ্যে শত্রুতা করে, তাহলে তার সঙ্গেও লড়া যায় ।
প্রিয়তমা যদি কথা না রাখে, তার হাতও ছুঁড়ে ফেলা অসম্ভব নয় ।
কিন্তু বিশ্বাস ভঙ্গ করার মানুষটি যদি হয় আপনার আদরের বোন, ইজ্জত নষ্ট করার পেছনে যদি ভূমিকা রাখে আপনার মমতাময়ী মা, কোথায় যাবেন তখন আপনি ?
নারী কিন্তু নারীই । নারীরা ছলনাময়ী হয় । কোমলতার আড়ালে ভয়ঙ্কর বিষদন্ত লুকিয়ে রাখে । ক্ষণে ক্ষণে রূপ বদলায় বলে তাকে আপনি বলুন না বহুরূপী । কিন্তু সত্যি করে বলুন তো, মাথায় হাত রেখে বলুন, আপনার মা'কে বা বোনকে কি আপনি নারী মনে করেছেন কখনো ? পুরুষের চোখ দিয়ে দেখেন তাদের । মানুষের চেয়েও অনেক বেশি মহিয়ান মহামহিয়সী, অতিমানবী অথবা মনীষা, কিংবা স্নিগ্ধ পবিত্র এক একটি সত্ত্বা মনে হয় না আপনার ? আমার কিন্তু হয় । অন্তত একটা সময় ঠিকই হতো । এখন আর কেন যেন হয় না, জানেন ?
একটি মেয়েকে, অথবা মেয়েদেরকে বিশ্বাস করার মতো বোকা আমি কখনোই ছিলাম না । তার কারণও আছে । মেয়েরা যে কী পারে, কতটা কূটিলতার বহ্নি জ্বেলে রেখে নাগিনীসম দংশনকাঙ্ক্ষি হয়ে তক্কে তক্কে থাকে, খুব ছোটবেলা থেকেই বারবার দেখে এসেছি । সত্যি বলছি, ভার্চুয়াল জগতে তো কেউ কারো কথা ঠিক বিশ্বাসের জায়গা থেকে দেখে না, তাই সত্যি শব্দটা বললাম, বহু নারীর প্রিয়তম হবার প্রস্তাবনাকে থুথুর মতো ঘেন্না ভরে প্রত্যাখ্যান করেছি সব সময় । তবু একটা মেয়ের প্রেমে আমাকে পড়তে হয়েছে ।
আমি তাকে মেয়ে মনে করি নি । অন্তত মেয়েদের মতো মনে হয় নি ওকে । সন্দেহ নেই ও-ও একজন নারী বৈ নয় । নারী বললাম কারণ, মেয়ের তুলনায় নারী শব্দটা আমার কাছে একটু বেশি শ্রদ্ধাজাগানিয়া মনে হয় । না, ভুল বুঝবেন না । ও কখনো আমার সঙ্গে ছলনা, প্রতারণা কিংবা বিশ্বাস ঘাতকতা করে নি । করেছে আমার মা ও বোন । তারা দু'জন মিলে যা করেছে, তা কী করে যে বলবো.....আমি ততটা সাহসী হয়ে উঠতে পারি নি । কখনো পারবো কি না, তাও জানি না ।
কী বলবো ? এই সমাজ, এই নিজেদের বানানো নীতি-নৈতিকতা, কে তার সামনে হাঁটু মুড়ে ইজ্জত বাঁচানোর প্রার্থনা জপে না, বলুন ।
আমার বিধবা বোনের জন্য যখন কোনো অবিবাহিত ছেলের তরফ হতে বিয়ের পয়গাম আসে, বিজয়ের আনন্দে একমুহূর্ত বিবাহে দেরি সয় না মোটেই । আর আপনি যদি তেমনই একবাচ্চার মাকে বিয়ে করতে যান, রাখবে আপনাকে ? বাবা ত্যাজ্য করে দেবে না ? আর মায়ের চোখের জল ঝরঝর করে ঝরবে না ? "আমার ভাইরে ওই কূলটায় খাইলো" বলে বোনের চিৎকারে সমাজ ছ্যা ছ্যা করে একদলা কফ ছুঁড়ে মারবে না ?
বিশ্বাস করুন, আমি তো কখনো বেগানা মেয়ের হাত অবধি ছুঁই নি । তদুপরি আমি হুজুর-মোল্লাদের কাতারের মানুষ । মা আর বোন উপাধীভুক্ত দু'জনের নির্বুদ্ধিতার ফলে এখন একদিকে যেমন আমার বন্ধু-স্বজন থেকে শুরু করে সবার কাছে কেমন যে তাচ্ছিল্যের পাত্র গেছি । তেমনি মেয়েটাও, শুধু মেয়েটা নয়, ওদের পুরো পরিবার থানা-পুলিশের কাছে জিম্মি হয়ে পড়েছে । কী করবো আমি ?
প্রেম করেছি বলে কি পচে গেছি ? আমি তো চাইও নি, কীভাবে যে হলো তাও এখন বুঝতে পারছি না । কেন মা, অসহায় অবলা মেয়ের কাহিনী শুনে তুমি হায় হায় করো না ? বলো না, নারীদের জীবন বান্দী-দাসীর জীবন ? কেন রে আপু, তোর ভাই কি তোদের হক মেরে খেয়েছে ? তুই তো রাশি রাশি উপন্যাস পড়ে কত বক্তৃতা ঝারিস । বুঝিস না, যাতনা কী ? তোদেরকেও তাহলে সেই নারীই ভাবতে হবে ? মানুষের চেয়ে অনেক নিচু তোরা, তাই না ?
কিছু বললেই তো বলবেন, মা..দশমাস দশদিন, খোদার পরের আসন...আরো কত কি ! বোনও মায়ের জাত ! আমি তো অশ্রদ্ধা করছি না । কিন্তু এই শ্রদ্ধার আড়ালেও যে কত নির্যাতন চলে, মায়ের চোখের জলের চাবুক খেয়ে যে কত ছেলে নষ্ট হয়, সে ইতিহাস বলতে পারবো না.... মাফ করবেন....
অথচ মা আমাকে ভালোবাসেন । ভালোবাসে বোনও । আমাকে একনজর দেখতে তাদের আকুলতা ফুরায় না । আমি বলি কি, তারা আমার দু:খে দু:খ পেতে পারেন, আমার কষ্টে অশ্রু ঝরাতে পারেন. কিন্তু আমার ব্যথা তো তাদেরকে স্পর্শ করে না । কারণ তারা আমার জীবন ধারণ করেন না ।
আমারটা তা-ই আমাকেই বয়ে বেড়াতে হবে । আমাকেই পুড়তে হবে । অন্তত সমাজের চোখ যতদিন শুদ্ধ না হবে ....ধর্মের আগলটা না থাকলে কবে যে সুইসাইডে শান্তি খুঁজতাম !....
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫১
মনযূরুল হক বলেছেন: জীবনের ভেতরে প্রবেশ করার শিক্ষা পেয়েছি বহুদিন আগেই । এবার বাস্তবের ভেতরে ঢুকে পড়েছি....দোয়া চাই...
২| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
বাবুল হোসাইন বলেছেন: হাতে পায়ে পোড়াটাই সোনার শিকলে মোড়া থাকলে তাকে গহনা বলা যায় না। পরিমিত মাত্রায় তা থাকতে হয়।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
মনযূরুল হক বলেছেন: সোনার শিকল..! .বেশ বলেছেন....
৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
জুয়েল বলেছেন: আপনার কথা শুনে কষ্ট লাগল। ধৈর্যধারণ করুন। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...
৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫
জনাব মাহাবুব বলেছেন: কঠিন সত্য তুলে ধরেছেন।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮
মনযূরুল হক বলেছেন: সতৗ যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম..
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০০
মো কবির বলেছেন: সত্যি ভাই এ এক বিচিত্র অর্জন ।
আসলে ভাই আমরা আজ এমন হয়ে গেছি যে নিজের ভুল হলে সরি আর অন্যের ভুল হলে গালি ।যাইহোক মাথা গরম না করে ধৈয্য সহকারে সবাইকে যুক্তি দিয়ে বুঝান , বলতে পারেন এইটা আপনার যুক্তির পরিক্ষা । যদি ব্যর্থ হন তবে মনে করবেন আপনার যুক্তি ভাল নয় । এই জন্য কারো উপর রাগ করবেন না এমনকি নিজের জীবনের উপরেও নয় । ভাল থাকুন । আসলে জীবনে কষ্ট আছে বলেই সুখকে চেনা যায় ।এটা মনে রাখবেন। এই সমস্যা কেটে যাওয়ার পর অতীত আপনাকে হাসাবে কষ্টের আড়ালে আপনাদের দুজনের মধ্যে ভালবাসা আরো গভীর করবে ।
কার জয় হল জানাবেন ।