নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির সর্বশেষ টপসিক্রেট..

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

সমস্যা হলো, হজম করতে পারবেন তো ?



প্রথমেই শুনুন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেছেন, বেহুলার বাসর ঘরে তো তবু একটা ছিদ্র ছিলো, কিন্তু আমি সেই ছিদ্রটুকুও রাখতে চাই না । বর্তমান সেনাপ্রধানকে দাবার গুটির মতো নাচানোর জন্যে তিনি আগেভাগেই রাষ্ট্রপতির স্বাক্ষরসহ সেনাপ্রধানের বরখাস্তপত্র প্রস্তুত রেখেছেন ।



কারণও আছে । এ পর্যন্ত দুইবার সেনাবাহিনীকে মাঠে নামানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন সেনাপ্রধান । বলেছেন, সেনাবাহিনী মাঠে নামলে বর্তমান পরিস্থিতিতে আর ব্যারাকে ফিরিয়ে নেয়া সম্ভব হবে না ।



আন্তর্জাতিকভাবে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দিনকে দিন । দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণের জন্যে বাংলাদেশ আমেরিকার কাছে পারফেক্ট প্লেস । এদিকে ভারতও ক্রমশ পরাশক্তি হয়ে উঠতে চায় । সুতরাং এ অঞ্চলে আধিপত্য বজায় রাখতে বাংলাদেশে তাদের তাবেদার গোষ্ঠীকে পাওয়ারে রাখার বিকল্প নেই । তারা যেমন উপমহাদেশে আমেরিকার চোখ রাঙানিকে ভালো চোখে দেখে না । তেমনি ভারতকে বিশ্ব রাজনীতিতে মাথা উঁচিয়ে দাঁড়াতে দিতে চায় বর্তমান সুপার পাওয়ার । অতএব বুঝতেই পারছেন ।



এতদিনে ফেইসে এসেছে চীন । পাকিস্তান তার অকৃত্রিম বন্ধু । সুতরাং ভারত খানিকটা উপেক্ষিত । ভবিষ্যত সুপার পাওয়ার হওয়ার দৌড়ে সবচে বেশি এগিয়ে আছে গণচীন । সাথে আছে রাশিয়ান খবরদারি । যেহেতু পাকিস্তান-ভারতের মতো রাশিয়া-আমেরিকা আদায় কাচকলায় সম্পর্ক । তাছাড়া এদেশের কম্যুনিষ্ট ধ্যান-ধারণার রাজনীতিকদের মধ্যে চীন-রাশিয়া উভয়পন্থীরাই বিদ্যমান ।



এর সঙ্গে দেশের প্রসঙ্গ কি– সে কথায় আসি । এরশাদকে এরই মধ্যে চীনের আহ্বান শোনানো হয়েছে । আ.লীগ যেমন বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে জাতীয় পার্টিকে বিরোধীদল বানাতে চায় । একইভাবে চীনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে, কোনোভাবে ‘সুস্থধারা’র একটা নির্বাচন ঘটানো গেলে যেহেতু বিএনপির পাওয়ারে যাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত, তাই এরশাদ যদি রাজি থাকে তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংএর মাধ্যমে তাকে বিরোধী দল হিসেবে রেখে আ.লীগকে বসিয়ে দেয়া হবে ।



সবিশেষ– আগামি ২৩ ডিসেম্বর হলো জামায়াতের ডেড লাইন । এরই মধ্যে ওরা জাতীয় ও আন্তর্জাতীয় সবটুকু পাওয়ার প্রয়োগ করে বিপ্লবের একটা ভেলকি দেখাতে চায় । প্ল্যান আছে, দেশের ২৭ জেলাকে আইনের শাসনের বাইরে নিয়ে যাবার । আ.লীগের পক্ষ থেকে কয়েকবারই জামায়াতের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হয়েছে । এমনকি প্রস্তাব করা হয়েছে যে, এ সরকার থাকতে নির্বাচানের আগে আর কাউকে ফাঁসী দেবে না । কিন্তু জামায়াত অনড় । ব্যারিস্টার আ.রাজ্জাকের সঙ্গে একটি দূতাবাসের অনুষ্ঠানে একাধিকবার আ.লীগের সাবেক দুই মন্ত্রীর মতবিনিময় ঘটেছে ।



ভালো থাকুন..সঙ্গে থাকুন..দেশ ছেড়ে পালানোর চিন্তা বাদ িদিন । দেশের জন্যে কিছু করার কথা ভাবুন ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১

মদন বলেছেন: :-/

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

মনযূরুল হক বলেছেন: ======ধন্যবাদ

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

দূষ্ট বালক বলেছেন: ভাই কি শুনাইলেন এইডা ? ডর ডর করতাছে

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

মনযূরুল হক বলেছেন: বিজয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই..

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

নতুন বলেছেন: জটিল ভাবনা.... চীন এতো নাক গলাবে আমাদের জন্য ? সেইটা মনে হয়না...

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

মনযূরুল হক বলেছেন: হুমম..নাক গলানোটা অনেকটা মিডিয়ার অগোচরে ঘটছে....কারণটা হলো বাংলাদেশের মোস্ট পপুলার মিডিয়া হচ্ছে রুশপন্থী....তাই অনেক বেশি রাখঢাক ছাড়া উপায় নেই...সেই যে, ভাসানি বলেছিলেন মুজিবকে, চলো মুজিব, আমি তোমাকে চীনে লইয়া যাইবো....সেখান থেকেই শুরু...

এইবার দয়া করুন গুরু

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯

দখিনা বাতাস বলেছেন: একই ঘটনা আমিও শুনছি। তবে এরশাদ আর চীনের ঘটনাটা নতুন। আপনার কাছেই প্রথম শুনলাম। যাই হোক, রাশিয়ার ব্যাপরটা আগে তেমন পা্ত্তা দেইনি কিন্তু এইবার তারানকো আসার পরে দেখলাম ৩জনের সাথে আলাদা করে মিটিং করছে। ভারত আমেরিকা আর রাশিয়া। তারপরে সিউর হইছি যে রাশিয়াও আছে খেলায়। যদি ১৯৭১এর মত ভারত রাশিয়া একসাথে আওয়ামীলিগকে ব্যাক দেয় তাইলে এইবার জামাতের খবর আছে। চীনের এরশাদ কৌশল কতটুকু কি হবে আল্লাহ জানে। কারন চীন সবসময় বড় বড় কথা বলে, কাজের সময় কিছু করেনা। আমাদের ৭১ সালে, ইরাক যুদ্বে, সিরিয়া -- সব জায়গায় এই কাহিনী। দরকারের সময় চুপ থাকে চীন।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২

মনযূরুল হক বলেছেন: আরেকটা তথ্য উল্লেখ করা হয় নাই, কারণ এরই মধ্যে সংবাদপত্রে অনেকেই দেখেছেন যে, বাংলাদেশের মাফিয়াদের সম্পর্কে রাশিয়ার কাছে তথ্য চেয়ে পত্র লিখেছে মার্কিন যুক্তরাষ্ট্র...অতএব.....................

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০

মদন বলেছেন: আমরা দেখি মারাত্বক বিখ্যাত :(

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

মনযূরুল হক বলেছেন: তাইতো দেখছি...কিন্তু এটাই এখন গলার ফাঁস হয়ে যাচ্ছে...

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২

নতুন বলেছেন: চীন ব্যবসায়ী...শুধু লাভই দেখে...

কিন্তু এদের চেয়ে আমাদের জনগনই বেশি খাবাপ...

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

মনযূরুল হক বলেছেন: আমি, আপনি, সে, তাহারা- মিলেই হচ্ছি জনগণ....

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৪

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: নাহ্, আমরা এখনো অতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠিনি।

যখন পশ্চি্মারা কাউকে নিয়ে খেলতে চায়, প্রথমেই কিছু অফটপিক নিউজ দেবে মেইন ষ্ট্রিম মিডিয়ায়। যেমন ধরেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা বা কোনো সেলিব্রিটিকে দিয়ে একটা নাটক।

আপনি ইদি আমিন, হুগো চাভেজ, রাজীব গান্ধী, ইরানের শাহ্, আনোয়ার সাদাত ইত্যাদির পতন দেখেন আর উইকিলিকস্ মিলান।
হাল আমলে সাদ্দাম, মোবারক, গাদ্দাফী, ব্যতিক্রম আসাদ।

ব্যতিক্রম আফ্রিকার মুগাবে।

ওদের পতনবিদ্যার প্যার্টাণ লক্ষ্য করলে অনেক কিছু খোলাসা হবে।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০

মনযূরুল হক বলেছেন: ঠিক পতনের কথা আমি বলি নি..আর সেটা দরকারও নেই, যদি আজ্ঞাবহ সরকার দিয়ে দেশ চালানো যায়....ইউনুস কি একটা ফ্যাক্টর তৈরি করে চলছে না..?

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৪

েফরারী এই মনটা আমার বলেছেন: যাদের লোভ ও লালসার আগুনে পুড়ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল , তাদের প্রত্যাখান করুন ।
Click This Link

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৩

মনযূরুল হক বলেছেন: করলাম...

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৪

েফরারী এই মনটা আমার বলেছেন: "বলুন , হে আল্লাহ্! আপনি সমস্ত সাম্রাজ্যের মালিক! আপনি যাকে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্য প্রদান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা করেন রাজত্ব ছিনিয়ে নেন, আর যাকে খুশী সম্মানিত করেন, আবার যাকে খুশী অপমানিত করেন, - আপনার কাছেই রয়েছে কল্যাণ. নিঃসন্দেহ আপনি সব - কিছুর উপরে সবসময় সর্বশক্তিমান.।" -(সুরা আল-ইমরান/২৬)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৪

মনযূরুল হক বলেছেন: বললাম......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.