নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

সংবিধিবদ্ধ সতর্কিকরণ : হুজুরের মনমেজাজ ভালো নেই

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:১০

এ তো বড় কথা কইয়েন না ।



জাতির এই দুর্দিনে মুসলিম সন্তান কী করে খেলায় মজিয়া থাকিতে পারে ? তাও ক্রিকেটের মতো বিদেশি, ইংরেজি, ফ্রি-সেক্সের দেশের কালচারাল গেম ! ওহ, নো ! হাউ ক্যান বি ইট’স পসিবল ? উনাদের তো এই সময়ে ভাবিত হইয়া ঢাল তরবারি সমেত ডংকা পিটাইয়া রণসঙ্কটে অবতীর্ণ হওয়া ফরজে আইন ছিলো । চানাচুর খাইলেও শব্দ হওয়া উচিত ছিলো না । পানিবিহীন মৎসের মতো দীন ছাড়িয়ে জাতি কাতরাইতেছে । ইসলাম গেলো, ওলামা গেলো, হায় হায়, জাতির আজিকে কী দশা হইবে !!....



এই বয়ান শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে । এ সব আর ভাল্লাগে না ।



আপনারা দীর্ঘদিন বইমেলায় যান নি বলে কি লোকের অভাব দেখা দিয়েছে ? বরং আপনাদের স্টলগুলো বহিষ্কৃত হয়েছে ।



সব জগতকে হারাম ঘোষণা দিতে দিতে নিজেরাই ছিটকে পড়েছেন বহুদূর । এখন বেরেলভী-রিজভী, কওমি-আলিয়া, দেওবন্দি-পাকিস্তানি, ওহাবি-সুন্নী আর জামায়াতি-হেফাজতি নিয়ে ক্যাচাক্যাচি করেন । আর মুখে বিরাট বয়ান দেন, আফ্রিদী ! ওয়াল্লাহি, হুয়া মুরতাকাব ফিল হারাম ! ওদিকে আমিরখানরে দেখলে তো ঠিকই চেনেন । ওইযে তারিক জামিলের পাশে পোচ দিলো বলে ইসলামি নায়ক !



জনাব আপনাকে জিজ্ঞেস করি, আমি যখন বাংলাদেশ-পাকিস্তান খেলা দেখে ব্যাপক ‘হারাম’ বিনোদন কামাইলাম, তখন আপনি এমন কি সোয়াবের নেশায় বুঁদ হয়ে ছিলেন ? সেই হাসিনা-খালেদার নিকুচি করা ছাড়া তো আর কোনো কাম ছিলো না আপনার ?



এই খেলার জগতটাকেও দূরে না সরিয়েে একেবারে কাছে গিয়ে ড্রেসিংরুমেও ‘হৃদয় জায়নামাজ ’বিছিয়ে দিলে হয় না ?



জাতি, উম্মাহ, রক্ত, নির্যাতন, মা-বোন, ইরাক, আফগান, ইজ্জত, কুদস......জাগো, জাগো.......এসব কথা এতো বেশি, এতো ফালতু আর খেলো করে বলা হয়েছে যে, এসব শুনলে আর ভাল্লাগে না...বিশ্বাস করেন, একদম ভাল্লাগে না....



এবার একটু থামেন । একটু ভাবেন । আর এসব প্যাচাল দিয়েন না ।...

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:২৩

দালাল০০৭০০৭ বলেছেন:

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:২৬

মনযূরুল হক বলেছেন: ++++++++++++++++++++

২| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৯

সাইবার অভিযত্রী বলেছেন:
জনাব, মনযূরুল হক : ভালো আছি

সংবিধিবদ্ধ সতর্কিকরণ : হুজুরের মনমেজাজ ভালো নেই

আপনি কি হুজুর ? আপনি কি ভাল আছেন ? না মনমেজাজ ভালো নেই ?

আমি তো কওমী মাদ্রাসায় ১২ বছর পড়েছি, সমাজে হুজুর হিসেবে পরিচিত, নিজের মাঝে তো কোন মানষইক দৈন্য খুজে পাই না , আপনার লেখা থেকে আপনাকে এত হতাশা গ্রস্হ কেন মনে হয় ?

কওমি মাদরাসা : যে কথা যায় না বলা

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৭

মনযূরুল হক বলেছেন: `মানষইক' দৈন্য আমারও নেই । আমার সেক্টরে আমি হ্যাপি । ঝামেলাটা বাঁধায় আমাকে উল্টো খুচিয়ে । আপনি কিন্তু বলেন নি, কথাগুলো আমি সত্য বলেছি না মিথ্যে ? ভালো থাকবেন ?

৩| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৯

সাইবার অভিযত্রী বলেছেন: আপনার সেক্টর কোন টা ? বলবেন কি ?

আর জাতির এই দুর্দিনে মুসলিম সন্তান কী করে খেলায় মজিয়া থাকিতে পারে ? তাও ক্রিকেটের মতো বিদেশি, ইংরেজি, ফ্রি-সেক্সের দেশের কালচারাল গেম ! ওহ, নো ! হাউ ক্যান বি ইট’স পসিবল ? উনাদের তো এই সময়ে ভাবিত হইয়া ঢাল তরবারি সমেত ডংকা পিটাইয়া রণসঙ্কটে অবতীর্ণ হওয়া ফরজে আইন ছিলো ।

( ক্রিকেট খেলা / খেলা দেখা বন্ধ করতে ) ঢাল তরবারি সমেত ডংকা পিটাইয়া রণসঙ্কটে অবতীর্ণ হওয়া ফরজে আইন ছিলো - এ জাতীয় জেহাদ কৈ পাইলেন ? এটা কি কোন হুজুরের ফতোয়া ? না আপনার বানানো ? সব জায়গায় তরবারি নিয়া জেহাদ করলে , সৎ কাজের আদেশ - অসৎ কাজের নিষেধ কৈ করবেন ? ইসলামে কি শুধু জেহাদই - আছে ? না আরো কিছুও আছে ? কোনটার জায়গা কোথায় ?

ইরাক - আফগানিস্তানে মুসলমানদের যা ভুমিকা হবে, দেশের ছেলেরা টিভিতে খেলা দেখে নাজায়েজ কাজ করলে - একই ভুমিকা হবে সেটা কৈ পাইলেন ?

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২০

মনযূরুল হক বলেছেন: ‘আর জাতির এই দুর্দিনে মুসলিম সন্তান কী করে খেলায় মজিয়া থাকিতে পারে ? তাও ক্রিকেটের মতো বিদেশি, ইংরেজি, ফ্রি-সেক্সের দেশের কালচারাল গেম ! ওহ, নো ! হাউ ক্যান বি ইট’স পসিবল ? উনাদের তো এই সময়ে ভাবিত হইয়া ঢাল তরবারি সমেত ডংকা পিটাইয়া রণসঙ্কটে অবতীর্ণ হওয়া ফরজে আইন ছিলো ।’

এই কথাগুলো আমার না....এক শ্রেণীর মানুষের...তাদের উদ্দেশ্যে বলা...

৪| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩

সাইবার অভিযত্রী বলেছেন: আমি যখন বাংলাদেশ-পাকিস্তান খেলা দেখে ব্যাপক ‘হারাম’ বিনোদন কামাইলাম, তখন আপনি এমন কি সোয়াবের নেশায় বুঁদ হয়ে ছিলেন ?

হারাম বিনোদোন থেকে বেচে থাকা টা কি সোয়াব না ?

ক্রিকেট খেলা আমাকেও টানে, কিন্তু টিভি দেখলে গুনাহ ছাড়া থাকা যায় না, তাই খেলা দেখি না, গত দিন যখন সাকিব সমানে চার ছয় মারছিল, একটা অফিসে ছিলাম, পাশের রুমে টিভি ছিল, আমার বন্ধু সেখানে গিয়ে খেলা দেখছিল, আমি যাই নি। আপনি কি বলেন এতে সোয়াব হবে না ?

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২২

মনযূরুল হক বলেছেন: এটা ‘হারাম বিনোদন’ বিষয়ে যে ইঙ্গিতটা রয়েছে, সেটা প্রতিবাদের আগে সেটা বোঝা দরকার ছিলো আপনার...

৫| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৭

সাইবার অভিযত্রী বলেছেন: জাতি, উম্মাহ, রক্ত, নির্যাতন, মা-বোন, ইরাক, আফগান, ইজ্জত, কুদস......জাগো, জাগো.......এসব কথা এতো বেশি, এতো ফালতু আর খেলো করে বলা হয়েছে যে,

আপনি সুন্দরভাবে বলুন না, সবাই আপনারটা শুনবে, যারা অসুন্দরভাবে বলে তাদেরটা মানুষ শুনে না, বিরক্ত হয় ।

নাকি জাতি, উম্মাহ, রক্ত, নির্যাতন, মা-বোন, ইরাক, আফগান, ইজ্জত, কুদস......জাগো, এসব বিষয়কে বাদ দিয়ে ক্রিকেটে ডুবে থেকে " আধুনিক" ও "প্রগতিশীল" হতে বলছেন ?

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৬

মনযূরুল হক বলেছেন: ‘তাদেরটা মানুষ শুনে না’ নয়, হবে শোনে না........অন্তত এইটুকু সুন্দর করলেও অনেক মানুষ আপনার অনেক বিরক্তি থেকে বেঁচে যাবে.......একই বিষয়ে একাই চারটা কমেন্ট করলেন....বিরক্তিকর বৈকি!

৬| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৫

সাইবার অভিযত্রী বলেছেন: হারাম বিনোদন : এ বিষয়ে আপনি কি বললেন স্পষ্ট করে বলেন । আর আমি প্রতিবাদ করলাম না প্রশ্ণ করলাম :

হারাম বিনোদোন থেকে বেচে থাকা টা কি সোয়াব না ?

সেটার উত্তর দিন না !

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৯

মনযূরুল হক বলেছেন: সন্দেহ থাকলে মোল্লা ডেকে জিজ্ঞেস করলেই পারেন ? নাকি অহেতুক প্যাচানো আপনাদের জাত স্বভাব ?

৭| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৮

সাইবার অভিযত্রী বলেছেন: 'শুনেনা' বললে সমস্যা কি ? এটা বাংলা ভাষা না ?

আর আপনি আপত্তিকর কিছু বললে ৪ টা নয়, দরকারে ৪০০ মন্তব্য করতে হবে । আর আমি অন্যায় কিছু বললে সেটা দেখান, আর আপনার অন্যায়ের প্রতিবাদ করলে বিরক্ত হবেন, সেটা তো যৌক্তিক না ।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:২১

মনযূরুল হক বলেছেন: 'শুনেনা'- এটা বাংলার ভুল প্রয়োগ । তাই অসুন্দর । এতটুকু না শিখেই অন্যায়ের প্রতিবাদ করতে আসাটা আপনার মহাঅন্যায়- সেটা বুঝবার ক্ষমতা কি আপনার আছে ?

৮| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৬

সাইবার অভিযত্রী বলেছেন: শুদ্ধ কোনটি "শুনা" না "শোনা"

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৯

মনযূরুল হক বলেছেন: ব্যাকরণের সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পাঠটা পড়ে নিন...নিজেই বুঝতে পারবেন...আমি বললে আবার বিতর্ক জুড়ে দেবেন....তার চেয়ে সেটাই ভালো...

৯| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৯

সাইবার অভিযত্রী বলেছেন: ভাইজান, আপনি এত পিছলান কেন ?
কোন বিষয়েই উত্তর দেন না , পোষ্ট দেন কেন?
এমনে পিছলাইয়া লোক হাসানোর মানে কি ?

২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মনযূরুল হক বলেছেন: আপনার আশপাশের মানুষ হয়তো ঠিকই জানে, আপনি একজন ডিসগাস্টিং পারসন...তবু সবাই আপনাকে এড়িয়ে চলে কারণ, কোরআনে আছে, মূর্খদের সম্বোধনের সময় তাদেরকে সালাম বলে চলে এসো....

১০| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৩

সাইবার অভিযত্রী বলেছেন: বাংলা কার কাছ থেকে শিখেছেন ?
আবু তাহের মেসবাহ থেকে ?
ওনার শিক্ষাগত যোগ্যতা যে কি ?
ওনাকে বাংলা একাডেমী বা বিশ্ববিদ্যালয় গুলো রেফারেন্স ধরে নাকি ?

রবীন্দ্র - নজরুল স্কুলের বারান্দা না পেড়োলেও তাদেরকে রেফারেন্স ধরা হয় । আবার ড: মুহাম্মদ শহীদুল্লাহ , ড: কাজী দীন মুহাম্মদ মোল্লা হলেও তাদের কথাও রেফারেন্স ।

আপনি যার কাছে এইসব অদ্ভুত শিখেছেন তিনি কি মোল্লা ? না সাহিত্যিক ?

২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মনযূরুল হক বলেছেন: আপনি তো বিশ্ববিখ্যাত বাংলা জান্তা...যার কারণে নিজের নিক নেমের বানানটা পর্যন্ত শুদ্ধ করার মুরোদ হয়নি আপনার ! বেশ, বেশ ! আমার তো মনে হয়, ‌'মেসবাহ সাহিত্য' পাঠ ভালোই শিখেছেন, আপনার কথার 'শিষ্টাচারিতা'য় স্পষ্ট হয়ে আসে....

অ ভি য ত্রী.....পৃথিবীর শ্রেষ্ঠ বানানরীতি বিশেষজ্ঞের উৎকৃষ্ট নমুনা.....আমার ফলোয়াররা দেখুক, আপনার বেমক্কা ভণ্ডামি....!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.