নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

একটি বিবাহপূর্বকালীন কবিতা : অত:পর ফোনকল

০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

-আমি..

-হ্যাঁ, বলো, কেমন আছো?

-বলো তো, কে আমি?

-আরে বাবা, আমি তো জানি তুমি কে?

-না, তুমি আমার নাম বলো দেখি?



না, প্রিয়, ভুলি নি । আমি জেনেছি..

প্রেয়সীরা ঘরে আসে হাসতে হাসতে

বউমহোদয়া আগমন করেন কাঁদতে কাঁদতে



না এলেই বা কী করার ছিলো, প্রিয়

তুমি না এলেও রাষ্ট্রের কিছুই করার নেই

কীইবা হবে বলো, তুমি না এলে

সাঁওতাল ব্রিজের কাজ কি বন্ধ করে দেবে তমা?

জলডোবা এজিপি কলোনীতে ভেসে উঠবে নর্দমা?

সওজের ফেরিঘাটে সুবাস ছড়াতে পারবে গন্ধব্লিচ?



এখনো আমি জামালের শার্টটা ফেরত দেই না

খুনসুটির টানে খসে পড়া একটা সেফটিপিন

মুভিনপিকের সৃষ্টিছাড়া আইসিক্রিমের ঝোল

লেপ্টে যাওয়া কাজলের লম্বা কুচকুচে দাগ

আর তোমার হো হো স্বরতোলা ইভটিজার হাসি

সবে গেঁথে রেখেছি এক আরশিতে, হৃদপিণ্ডের ফ্লাশে



কসম কবিতার, আকাশ ভুলে যাবো

যেদিকে তাকিয়ে স্বপ্ন দেখেছি

বিস্মৃত হবে সাগরের বালুতট

যেখানে আঙ্গুল ডুবিয়ে এঁকেছি বিমূর্ত প্লাস



তবু বউকে আমি তোমার নাম ধরে ডাকবো

তার-আমার মিলনে তোমার ঘ্রাণ শুঁকবো

ওর চোখের তারায় ভাসাবো আবার

আমার প্রেমের কারসিনোমা



বিবাহ সমাগত, প্রেম প্রত্যাখ্যাত

অসম সংঘর্ষে ভেঙে ভেঙে গড়ে যাও কবি

জয়ের প্রতিক্ষায় কলম কামড়ে খেয়ো না

কবিতা লেখার সময় আসছে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.