![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরতে চাই,হ্যাঁ, খায়েশ করেই বলছি, মরতে চাই
স্বেচ্ছায় স্বজ্ঞানে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্ক নিয়ে আরজ করছি
মরতে চাই আমি, আমাকে মরতে দিন
মায়ের দুধের কসম করে বলছি,
বাবার কামানো পয়সার শপথ করে বলছি
অনামিকার সঙ্গে যে সেদিন বলেছিলাম তোমাকে ছাড়া মরে যাবো
সেই মিথ্যে কারণে নয়,
কোনো বাসনা নয়, মোহ নয়, স্বস্তা উন্মাদনা নয়
সত্যি বলছি, বিশ্বাস করুন, প্লিজ
প্রয়োজনে সবার সামনে সরকারি স্ট্যাম্পে স্বাক্ষর করে,
টিপসহিসহ হলফনামা লিখিত দেবো
ভুলভাল আদমশুমারির হিশাবের ওপর
বাড়তি কীট হয়ে বাঁচতে তো চাই নি
বলি নি তো আমি বেকার, চাকরি দিন আমাকে
সংখ্যালঘু আমি, আমাকে প্রটেক্ট করুন
কিংবা সদ্যগুম হওয়া সিটি মেয়রের কাতরতা নিয়ে
সিকিউরিটিজ ভিক্ষা চেয়েছি কি একটিবার
চাই না লাইফ ইনস্যুরেন্স, লাইফ জ্যাকেট,
বুলেটপ্রুফ কার কিংবা জলপাই রঙা চাদর
না, বিসিএসের ফাঁসপ্রশ্নপত্র দেখেও ফ্রাস্টেটেড হয়ে নয়
শেষবারের মতো ওয়েস্টিনে বুভুক্ষের মতো একপেট খাওয়া
বিমানের সিটে বসে একবার আকাশ দেখা
সন্ধ্যার তীরে দাঁড়িয়ে এলোমেলো বাতাসে আনমনা হওয়া
অথবা সমাজের চাপে পড়ে অন্যস্বামীর ঘরে অসুখে
দিনানিপাত করা প্রিয়ার মুখখানি দেখার আবদারও কি করেছি আমি
না, কবরের সুওয়াল জওয়াব শেখাতে হবে না আমায়
হাশরে বাহাত্তর কাতারের কোনটাতে দাঁড়াবো
সেদিকেও তর্জনি হেলানোর কষ্ট কাউকে নিতে হবে না
পুলসিরাত পাড়ি দেবার ট্রেনিং আমার চাই না
মৃত্যুর পরে বেহেশতের গ্যারান্টিও দিতে হবে না
কোনো বেওয়ারিশ মৌলবিকে পয়সার মিজানে বসিয়ে
দোহাই লাগে, আমাকে একটু মরতে দিন আপনারা
এই দেশের অভিভাবক, দেশের জন্ম, যুদ্ধের একমাত্র হোতা
দেশের ঘড়ি পাল্টে ডে লাইটসেভিং প্রকল্পের উদ্যোক্তা
গুলিস্তান টু যাত্রাবাড়ি আট কিমি উড়াল সেতুর জন্মদায়িনী
গৃহপালিত বিরোধীদল আইনের অবিসংবাদিত প্রণয়িনী
পেটচুক্তি হাদিয়ার বিনিময়ে নিরবচ্ছিন্ন আলো দায়িনী
শান্তমস্তিষ্কে শাহবাগ-হেফাজত রঙের উল্লম্ফন দমনকারিনী
আপনার সকল কর্মকাণ্ড অকুণ্ঠ সমর্থন জানানোর বিনিময়ে
মায়ের কোলে মাথা রেখে আমি একটু নিরাপদে মরতে চাচ্ছি
কথা দিচ্ছি, আপনার বাবার ঠিকাদারিতে নির্মিত
বাংলাদেশের মাটিতেই কবর দেবার ওসিয়ত করে যাবো
আপনার কার্যালয়ের কাছেই আমার বাসা, আপনার প্রতিবেশি
আমাকে একবার এই ঢাকার শহরেই নির্বিঘ্নে মরার সুযোগ দিন
নাফ থেকে মহানন্দা অব্দি বিস্তৃত আপনার রাজ্যের মাত্র একটি প্রাণী কি
নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় মরে যাওয়ার তুচ্ছ সুবিধাটুকু পাওয়া অধিকার রাখে না
আপনার সমস্ত কুদরত প্রয়োগ করে হলেও কি তা সম্ভব
জবাব দিন, প্লিজ, দোহাই লাগে ।
না হয় সত্যি সত্যি মরে যাবো..
০৪ ঠা মে, ২০১৪ রাত ১:৪৯
মনযূরুল হক বলেছেন: জাতি কে
২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৩:১৮
বাংলার পাই বলেছেন: কবিতা অনেক ভালো লেগেছে।
তবে আপনার ভাষার বাংলিশ ভাব দেখে খারাপ লেগেছে।
আমাকে প্রটেক্ট করুন
লাইফ ইনস্যুরেন্স,
সিকিউরিটিজ ভিক্ষা চেয়েছি
বিসিএসের ফাঁসপ্রশ্নপত্র দেখেও ফ্রাস্টেটেড হয়ে নয়
পুলসিরাত পাড়ি দেবার ট্রেনিং আমার চাই না
মৃত্যুর পরে বেহেশতের গ্যারান্টিও দিতে হবে না
কিছু মনে করবেন না। যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি তার এমন করুন পরিণতি দেখলে খারাপ লাগে। পারিভাষিক শব্দগুলো আমরা ইংরেজিতে লিখতে পারি। কিন্তু যে শব্দের ভালো বাংলা শব্দ আছে সেগুলো কি আমাদের ইংরেজিতে লেখা উচিত? আমি মনে করি উচিত না।
আর এর জন্য আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে কবি সাহিত্যিকদের।
আপনার এতো সুন্দর একটা কবিতা যদি বাংলিশ না হয়ে শুধু বাংলা হত তো কি আরো বেশি ভালো হত না?
আশা করি ভুল বুঝবেন না। আমি আপনাকে কোন উপদেশ দিচ্ছি না। একজন সহব্লগার হিসেবে গঠনমুলক সমালোচনা আমি করতে পারি বলে আমার মনে হয়। আর আপনি যদি আমার কথা গুলো বুঝতে পারেন তো কিছু মনে করবেন না বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।
০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:৪৮
মনযূরুল হক বলেছেন: উপদেশ দেন নি বলেছেন, তবে উপদেশ হলেও খারাপ লাগতো না...তবে বিদেশি শব্দ ব্যবহার কিন্তু সবসময় ততটা দোষণীয় নয়....ধন্যবাদ...ভালো থাকবেন...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: মরন কে সস্তা পন্য করে কেন জাতিকে কষ্ট দেবেন ।