নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

বড় লজ্জার কথা বলছি

১৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:২০

একটা কঠিন সমস্যায় পড়েছি- এটা কোনো বলার মতো বিষয় না । সমস্যা সবারই আছে । সমস্যা নিয়েই মানুষ চলে । কখনো কঠিন, কখনো তরল, আবার কখনো বায়বীয় । যে যেমন, তার সমস্যাও তেমন ।

তবে আজকের সমস্যাটা একটু ভিন্ন রকম । নিজে নিজে পেইন খাচ্ছি, বলতে পারছি না । বাড়িতে যাবো । লঞ্চে কেবিন ঠিক করা আছে । আগামি কালই যেতে হবে । কিন্তু কীভাবে যে যাবো, তা-ই এখনো বুঝতে পারছি না ।

ইচ্ছে ছিলো, যাবো না । বউকে বলে রেখেছি, মানসিকভাবে প্রস্তুত থেকো, ঈদে যেতে পারছি না । সারা জীবন তো মাবাবার সাথে ঈদ-আনন্দ কাটালাম । এবার না হয় সেটা হলো না । এবার না হয়, দুজনেই দুজনকে নিয়ে থাকলাম । বিষয়টা রোমান্টিক জায়গা থেকে ভাবো, তাহলে আর কষ্ট হবে না ।

এ পর্যন্ত সবই ঠিক ছিলো । কিন্তু আম্মা বেঁকে বসেছেন । বকাও দিয়েছেন । ছোট ভাই ইনবক্সে পাকনা পাকনা কথা বলে মেজাজ খারাপ করে দিয়েছে । শেষমেষ দেখলাম, বউরও মন খারাপ । শরীর আরো বেশি খারাপ । সুতরাং সঙ্কট আরো বাড়লো । একেই বোধ হয় বলে, ‘অশনি সঙ্কেত’ ।

কী যে করি এখন ! আমি তো এমন বুজুর্গও না যে, অলৌ্কিক কেরামত দিয়ে কিছু একটা গড়িয়ে নিলাম । ভীষণ লজ্জায় পড়ে গেছি । বউর কাছে লজ্জা, পরিবারের কাছে লজ্জা, নিজের কাছেও । আমি যে কেনো এতটা অথর্ব ! নিজের সমস্যা সমাধানের কোনো যোগ্যতাই আমার নাই । মনে হচ্ছে, ক্রমশ পৃথিবীর অন্দরে ঢুকে পড়ছি আর ব্যালান্স হারিয়ে ফেলছি ।

জানি, পার্থিব কোনো সমস্যাই চিরায়ত নয় । সমস্যা কেটে যায়, মেঘের পশ্চাতে লাথি মেরে যেমন রোদ হাসে, তেমন সমস্যাও একসময় সুদিনের হাসির তোড়ে পালাতে বাধ্য হয় । কিন্তু...কিন্তু একটা দাগ রেখে যায় মনের গহীনে । এই দাগ নোনাপানির দাগ, সহজে মোছে না ।

হে খোদা, বিপদ দিলে ব্যালান্সও দিয়ো...নইলে আমরা যে বড় লজ্জায় পড়ে যাই..

সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা...

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩০

হানিফঢাকা বলেছেন: what is the problem brother?

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪৬

মনযূরুল হক বলেছেন: ঈদের পরে বলি ? কেমন ?

২| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৩

নৈশ শিকারী বলেছেন: বৌকে সাথে নিয়ে বাবা-মার সাথে ঈদ করাটাই সর্ব উত্তম পন্থা হবে বলে মনে করি।

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪৭

মনযূরুল হক বলেছেন: আমিও তো তাই ভাবছি. দেখি আল্লাহ কী ফয়সালা করেন !

৩| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৮

হানিফঢাকা বলেছেন: ok

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪

মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ.

৪| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১:২২

রিদওয়ান হাসান বলেছেন: দুষ্ট (দোস্ত অর্থে)! এত লজ্জা রেখেছিলেন কোথায়? :D

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৫

মনযূরুল হক বলেছেন: বাতাস দিয়ে ঢেকে রেখেছি.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.