নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

হাস্যকর ইসলামি রাজনীতি থেকে এদেশের মানুষের বুক বুক করে আগলে রাখা ইসলামকে নিস্তার দিন

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২

দীর্ঘ একটা সময় পার হয়ে গেলো । ইসলামপন্থীরা ক্রসফায়ারে মারা পড়লো। একসময় গুটিকতক জেএমবি টাইপ জঙ্গি ছিলো দেশে, এখন হেফাজতের দুর্ঘটনার খেসারত দিতে গিয়ে কেবল আওয়ামী ঘরানার বাদে সবাই জঙ্গি খেতাব পেয়ে গেছে।

আমাদের দেশের ইসলামি রাজনীতিকেরা বোধহয় ক্ষমতা কিংবা পিটুনি খাওয়া- এর বাইরের কিছু আর বোঝে না। বিএনপি ক্ষমতায় এলে জোটে থাকার বদৌলতে তারাও ক্ষমতার আস্বাদ পাবে- এই আশায় দিন গুজরান করছে সবাই। নয়তো মরলে বিএনপির সঙ্গেই মরবে, বলা ভালো শহিদ হবে; আর দোষ চাপাবে আওয়ামীলীগের ঘারে।

অথচ সাধারণ একজন মানুষও এতদিনে বুঝে গেছে যে, আওয়ামীলীগ ক্ষমতার আসার আগেই থেকেই টের পেয়েছে- এদেশে মূলত আওয়ামী-বিএনপি কারোরই শক্ত জনপ্রিয়তা নেই, কেবল দরিদ্রতার কারণে তারা তোষামোদি পায় মাত্র। তো ক্ষমতা একবার আঁকড়ে ধরতে পারলে বিপরীত দল জনগণের দোহাই দিয়ে কিছুই করতে পারবে না, কারণ জনগণ বিরোধীদলের সঙ্গে নেই, যেমন নেই ক্ষমতাসীনদের সঙ্গে। তবু ক্ষমতায় থাকলে ক্ষমতা তো থাকে ! বিরোধী দলে থাকলে তা-ও তো থাকে না।

এই সূত্রটা বুঝতে পারলে ইসলামী রাজনীতিকেরা একটা একক প্লাটফর্মে আসতে পারতো। দুই মেয়াদের নির্বাচনের টার্গেট নিয়ে অর্থাৎ ১০ বছর সময় মেহনত করলে শক্ত একটা অবস্থান তৈরি করা খুব কঠিন যে কিছু ছিলো না, হেফাজতের সমাবেশে যোগদানের মাধ্যমে সেই আশ্বাস মানুষ দিয়েছিলো। কিন্তু ভাবে মনে হচ্ছে বিএনপির উষ্ণতা গ্রহণ ছাড়া তারা রাজনীতিই চেনে না !

যদিও ইতোমধ্যে ৮ বছর পার হয়েছে। তবু বলা যায়, এখনো যদি বিএনপির লেজুড়বৃত্তি ছেড়ে ঐক্যের সূতোয় আবদ্ধ হতে পারে তারা সবাই, তবে খুব বেশি দেরি হয়ে যাবে না। ক্ষমতায়ই আসতে হবে, দেশ শাসন করতে হবে, সেই লক্ষ নিয়ে নয়, কেননা, বিশ্ব পরিস্থিতি বলে যে, ইসলামপন্থীদের এখন ক্ষমতার বাইরে থাকাই কল্যাণকর, বরং বাংলাদেশে রাজনৈতিক অবস্থান মজবুত করার প্রয়োজনেই ভিন্নমাত্রা যোগ করা উচিত।

প্রসঙ্গক্রমে বলি, হেফাজত যদি ‘অরাজনৈতিক’ রাজনীতিবাজিটা না করতো, তাহলে জঙ্গি ট্যাগটা অন্তত এড়িয়ে যেতে পারতো। আর ইসলামপন্থী রাজনীতিকদের বলি, রাজনীতির নামে এইসব কানামাছি খেলা বাদ দেন। মানুষের কাছে আমাদের আর কত হাসাবেন। হাজারো ছেলেরা যখন টুপি-দাড়ি নিয়ে চলতে গিয়ে অসহ্য টিজের শিকার হয়, তখন সেই বেদনা সহ্য করতে না পেরেই তারা পোশাক বদল করে। এর জন্যে দায়ি তো ইসলাম নয়, বরং আপনারা আমাদের যে পরিস্থিতি উপহার দিয়েছেন, সেটাই এর সবচে’ বড় কারণ। ‘বাদআল ইসলামু গরিবুন’- এই হাদিস এখানে খাটে না।

আওয়ামীলীগকে দোষ দিয়েন না, তারা যা করছে, সেটা তো তাদের মতে ঠিকই আছে, আপনারা কি আপনাদের ঠিক কাজটি করছেন ? ভাবেন তো, বিএনপি যদি ক্ষমতায় যায়ও, জাময়াত বাদে বাকি ইসলামি দলগুলোর সবাই মিলেও কি ৫ টা আসনের অধিকারী হবে ? হবে না তো। বরং আপনারা নিজস্ব প্লাটফর্মে আসেন, আমরা, বাংলাদেশের কওমি-আলিয়া-স্কুল-কলেজ-ভার্সিটির অন্তত ৫০ লাখ ছাত্ররা আপনাদের নেতৃত্বে জীবনবাজি রেখে লড়ে যাবো। একবার নির্বাচন বর্জন করে পরের মেয়াদে দাঁড়ান, বেশি না অন্তত ৮০ টা নাহোক ৫০টা আসন আপনার পাবেন এবং এটাই আমাদের জন্যে যথেষ্ট।

আপনাদের দোহাই লাগে, গণতন্ত্র করেন না; ইসলাম করেন- এই হাস্যকর ‘ইসলামি দর্শন’ থেকে আমাদের মুক্তি দিন। আর নয়তো অপেক্ষা করুন, ধীরে ধীরে আরো অজস্র ছেলেরা ইসলামহারা বেয়াদব হওয়া পর্যন্ত, যারা হয়তো ‘বিডিআর বিদ্রোহের’ মতো আপনাদের বুজুর্গির ‘পিলখানায়’ হামলে পড়বে একসময়। নয়তো সবাই নিশ্চল নির্জীব ফ্যাসিবাদের দাস হয়ে জীবন কাটাবে অনাগত ভবিষ্যতে।

আবার বলছি, হাস্যকর ইসলামি রাজনীতি থেকে এদেশের মানুষের বুক বুক করে আগলে রাখা ইসলামকে নিস্তার দিন, প্লিজ..

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২

ম্যাড ম্যান আকাশ বলেছেন: সহমত

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০

মুদ্‌দাকির বলেছেন: আওয়ামীলীগ বিএনপি আর জামাত কে লাথি মারি কিন্তু আপনার পোষ্ট ভয়ানক ফ্যাসিবাদী , অনইসলামিক এবং পক্ষপাত দুষ্ট !! কোন রকমের কোন ভালো কে আপনি প্রমোট করেন নাই, প্রমোট করলেন ক্ষমতাদখল করাকে। তাও আবার মোটামুটি আধুনিকতা বিবর্জিত এক দুনিয়ার জ্ঞান হীন প্রায় মুর্খ জনগোষ্ঠী র ক্ষমতায় যাওয়া আপনার পছন্দ। আপনারা কি পারবেন আধুনিক দুনিয়ায় ইসলামের সুন্দর্য দেখাইতে??

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

মনযূরুল হক বলেছেন: মোটামুটি আধুনিকতা বিবর্জিত এক দুনিয়ার জ্ঞান হীন প্রায় মুর্খ জনগোষ্ঠী

আবুল মাল থেকে ধার করে বিরাট লকব দিলেন । বেশ। তর্কে না যাই।

আপনি পারবেন তো ইসলামের সুন্দর্য দেখাইতে ! আসেন আপনাকে সাপোর্ট করি...

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

মুদ্‌দাকির বলেছেন: না আমি পারবোনা , আমার সন্তানের সন্তানরা ইনাশাল্লাহ পারবে, দরকার ধৈর্য আর উচ্চমানের পড়ালেখা কিন্তু অন্তর আর কর্ম থাকবে কুরয়ানে।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

মনযূরুল হক বলেছেন: তাহলে দেখি আপনার সন্তানের সন্তানদের সঙ্গে আমার অনাগত সন্তানের সন্তানদের মিলিয়ে দেয়া যায় নাকি !

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

গ্রিন জোন বলেছেন: বিশ্ব পরিস্থিতি বলে যে, ইসলামপন্থীদের এখন ক্ষমতার বাইরে থাকাই কল্যাণকর- এটা সি্ম্পলি বলে দেয়া ঠিক না। এর জন্য গবেষণা প্রয়োজন।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

মনযূরুল হক বলেছেন: বিষয়টা আমার কাছে সিম্পলই মনে হয়েছে। তবুও ভাবনা-চিন্তা-গবেষণার প্রয়োজন তো সবসময়েই আছে...।

ধন্যবাদ..।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

হাসান নাঈম বলেছেন: আপনি ইসলামী দলগুলির ঐক্য চান বুঝা যাচ্ছে।
কিন্তু ঐক্যের জন্য একটা কমন আদর্শিক অবস্থা ও নেতৃত্ব দরকার।
বাংলাদেশে বর্তমানে এমন কোন নেতা কি আছেন যার আহ্বানে সব ইসলামী দল এক টেবিলে বসতে পারে?

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

মনযূরুল হক বলেছেন: বাংলাদেশে বর্তমানে এমন কোন নেতা কি আছেন যার আহ্বানে সব ইসলামী দল এক টেবিলে বসতে পারে?

সবচে’ জটিল প্রশ্নটা করেছেন। আমি জানি না,ভাই...সত্যিই জানি না। তবে মনে হচ্ছে, সব দলগুলোকে এক টেবিলে যদি কেউ আনতে পারেন, তিনিই হবেন এমন কোন নেতা। যে করেই হোক সেটা যে কাউকে পারতেই হবে..।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

হাবীব কাইউম বলেছেন: ১. আমার জানামতে একবার মোটামুটি সব দল বসেছিলো। কিন্তু কমিটি গঠনের আগেই চরমোনাইর পক্ষ থেকে বলা হয় তাদের পীর সবার যোগ্য, নেতা তাকেই বানাতে হবে। পরে এ ঐক্য প্রক্রিয়া আর আগায়নি।

২. ইসলামী দলগুলোর সবচেয়ে বড় সমস্যা এরা সামাজিক কার্যক্রম থেকে ১০০ হাত দূরে। এলাকায় কেউ মারা গেলে সেখানে দাফন-কাফনে এগিয়ে যাওয়া এবং দাফন-কাফনের পর সে বাড়িতে খাবার দিতে দেখেছেন এদেরকে? কেউ অসুস্থ হয়ে গেলে তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখেছেন? কোনো গ্যাঞ্জাম মিটাতে দেখেছেন? গরিবদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করতে দেখেছেন? তাদের মসজিদ-মাদরাসার নেতৃত্ব তারা দিচ্ছে। কোনো একটা এলাকায় কি তারা এ উদ্যোগ নিতে পারে না, প্রতি মাসে অন্তত একটা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সবার সম্মিলিত প্রচেষ্টায়?

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

মনযূরুল হক বলেছেন: প্যাঁচ তো লেগেই আছে....।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

অতঃপর শুভ্র বলেছেন: এত্তগুলা ইসলামি দল দেইক্কা ইচ্ছে হয় নিজেও একটা বানাই ফেলি


ডিজিএম

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

মনযূরুল হক বলেছেন: চিন্তাটা মন্দ না

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

অতঃপর শুভ্র বলেছেন: শুভ কামনা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২

মনযূরুল হক বলেছেন: শুভ কামনা আপনার জন্যেও...।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

অতঃপর শুভ্র বলেছেন: আচ্ছা আমি তো শুনেছি মুসলমান হিসেবে কোন না কোন দল করতে হয় তাহলে আপনি কি কোন দল করেন না

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

মনযূরুল হক বলেছেন: বলেন কি, কত সময় কত দল করি ! যেমন ধরেন, ঘরে বউ আর মায়ের ঝগড়া.। আমি তখন মায়ের দলে । এলাকায় কাউন্সেল পদপ্রার্থী আমার ক্লাসমেট, আমি তার দলে... কিংবা ধরেন, রামপালের কিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদ করছেন যারা, আমি তাদের দলে.. এরকম অজস্র দল করি আমি

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

অতঃপর শুভ্র বলেছেন: প্লিজ সিরিয়াসলি জিগ্যাসা করছি
ইসলামি দল রাজনৈতিক ভাবে কোনটা করেন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২

মনযূরুল হক বলেছেন: পলিটিক্যাল ইসলামিক ভাবনাটা নিয়ে আবার নিজস্ব চিন্তাধারাটা অল্প কথায় বোঝানো মুশকিল হবে । আমি নিজেও সন্দেহাতীতভাবে কিছু বলে বসতে পারবো না । সুতরাং এই টপিক নিয়ে আমার কাছে প্রশ্ন না করাই ভালো । আর একটা কথা হলো, এটা তো ব্লগ । এখানে কমেন্ট করে চ্যাটিং চালানো দৃষ্টিকটু বৈকি... আপনি আমার একই নামে ফেসবুক আইডিতে ঢু দিয়ে কথা বলতে পারেন, চাইলে... আমন্ত্রণ রইলো...ধন্যবাদ...

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

অতঃপর শুভ্র বলেছেন: ফেসবুকে আসছি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

মনযূরুল হক বলেছেন: ওকে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.