নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর যথার্থ স্বাধীনতা ফিরিয়ে দেয়া হোক

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২

খালি সংবাপত্রের স্বাধীনতা বলেই শেখ হাসিনার দিকে আঙ্গুল তোলেন কেনো, হে মহীয়ান-গরীয়ান সম্পাদকজনেরা ?

তার কি কোনোই স্বাধীনতা নাই ? অবকোর্স আছে । তদুপরি তিনি ক্ষমতাবানও বটেন । তো নিজের স্বাধীনতার অধিকার আদায়ের জন্যে তিনি তার প্রাপ্ত ক্ষমতার যথার্থ প্রয়োগ করবেন— এতে বিস্ময়ের কী আছে ?

কিন্তু আমার ভিড়মি লাগে, একজন দেশের প্রধানমন্ত্রী, তিনি তারই দেশের একজন সামান্য প্রজা, যে একটিমাত্র পত্রিকার সম্পাদক, যা কি না আবার বাংলাতেও লেখা নয়, এমন ক্লাসের একজন মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী হয়ে কী করে ‘যদি পারতাম তবে তোর চৌদ্দগুস্টি দেখায় দিতাম’ এই টাইপের ইনিয়ে বিনিয়ে ঝগড়া করছেন ? তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী কি একজন সামান্য মজুরিখাটা সম্পাদকের থেকেও অসহায় ?

এইটা মনে হতেই আজকের একটা ঘটনা মনে পড়ে গেলো... বাসায় এক কেজি টমেটো নিয়া ফিরছিলাম । পিচ্চি দুইটা ছেলে বাসার গেটে বসে ক্রিকেট খেলছে । একজনে দৌড়ায়া আয়া কইলো— ভাই, আমারে একটা টমেটো দেবেন?
আরেকজন শুইনাই ছুইটা আসছে— ভাই, অরে দিয়েন না । ও টোকাই ।
আমি টোকাইরে একটা টমেটো দিতে দিতে কইলাম— টোকাই তাতে কী হইছে, ওর কি একটা টমেটো পাওয়ার অধিকার নাই ?
এইবার ভদ্রজন (যে টোকাই নয়) আইসা আমারে ধরলো— ভাই, আমারেও একটা দেবেন?
আমি অরেও একটা দিলাম বটে । কিন্তু মনে মনে কইলাম— তুই তো ব্যাটা দেখা যায়, টোকাইর চেয়েও অধম ।

অতএব হে প্রধানমন্ত্রী, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের সর্বপ্রধান মনুষ্য হিসেবে স্বাধীনতার ক্ষেত্রে আপনার অধিকার সর্বাগ্রে ।
এবং সবিনয়ে স্মরণ করিয়ে দিতে চাই, মনে রাখবেন, আমাদের দেশে যে যত জাঁদরেল পত্রিকার সম্পাদক, সে তত জঘন্য নপুংসক । ...সুতরাং আপনি নিবিষ্টমনে আপনার ক্ষমতা প্রয়োগ করতে পারেন ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

মুদ্‌দাকির বলেছেন: নপুংসক কি না কে জানে তবে চামচা বটে

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৭

মনযূরুল হক বলেছেন: ইহা অতীব সত্য কথা ... :)

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :(

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৭

মনযূরুল হক বলেছেন: রাগ করলেন আপুনি ? :(

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

হেজাজের কাফেলা বলেছেন: অসহায় প্রধানমন্ত্রীর পাশে দাড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি..।। :-D :-P

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৮

মনযূরুল হক বলেছেন: ঠিক বাত.... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.