নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ যখন অপরাধ নয়— আনন্দের

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৭


আজ দেশের উত্তর থেকে দক্ষিণ সীমান্ত পর্যন্ত হালকা থেকে মাঝারি গতিতে ধর্ষণের হাওয়া বয়ে গেছে। আবহাওয়ায় বার্তার মতো বিষয়টিকে ধরা গেলে দেশের বিভিন্ন অঞ্চলে ৫ নম্বর সতর্কতা সঙ্কেত দেখানো যেতো।

একটু আগে এনটিভি নিউজে ‘স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ’ সংবাদ প্রচার করলো । তারই আগে প্রথম আলো অনলাইনে দেখলাম— বিচারের নামে ডেকে নিয়ে ধর্ষণ । আহ্, কী চমৎকার ।

এই সব ধর্ষণ-কাহিনীর রিপোর্ট সাধারণত যেমন হয়, এখানেও তার ব্যতিক্রম কিছু নেই । সাতজনকে আটক করেছে পুলিশ। দুপুরে ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেনো তিনি ধর্ষণের বিষয়টি সপ্রমাণিত করতে পারেন । সুতরাং গৃহবধূর স্বামী জানিয়েছেন, বুধবার বিকেলে স্ত্রীকে নিয়ে তিনি বাগমারা উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে ফেরার পথে শিলমাড়িয়া ইউনিয়নের বটতলা-কার্তিকপাড়ার মাঝামাঝি এলাকায় এলে জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া গ্রামের নবীর উদ্দিন, মিজান আলীসহ সাত থেকে আটজন ব্যক্তি তাদের ভ্যানের গতি রোধ করে। এরপর ধারালো অস্ত্র দেখিয়ে তাদের নামিয়ে পাশে নবীর উদ্দিন ও মিজানের পুকুরপাড়ে নিয়ে যায়। তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে আর মধ্যরাত পর্যন্ত পুকুরপাড়ে আটজন মিলে স্ত্রীর ওপর নির্যাতন চালায়। ছাড়া পাওয়ার পরে তারা সরাসরি পুঠিয়া থানায় গিয়ে পুলিশের কাছে বিষয়টি জানায়। গৃহবধূ বলেন, আটজনের মধ্যে নবীর উদ্দিন ও মিজান নামের দুজনকে তিনি চিনতে পেরেছেন।

ধর্ষণ কাকে বলে সেই সংজ্ঞার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো, বাস্তবিক এইসব ‘চমৎকার’ ধর্ষণ ছাড়াও জাতি হিসেবে নানাভাবে আমরা নর-নারী নির্বিশেষে ধর্ষক কিংবা ধর্ষণের শিকার । বিশ্বস্বাস্থ্য সংস্থা WHO-এর সেক্সুয়াল ভায়োলেন্স, চ্যাপ্টার-৬ দেখলেই আপনি জানতে পারবেন— ধর্ষণ শারীরিক বলপ্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে।

২০১২ সালের পূর্ব পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) ধর্ষণকে কেবল নারীদের বিরুদ্ধে পুরুষদের দ্বারা সংঘটিত একটি অপরাধ হিসেবে বিবেচনা করতো । এখন সেই সংজ্ঞায়ও পরিবর্তন এসেছে । দীর্ঘদিন ধরে কোনো রকম শারীরিক ক্ষতির শিকার না হয়েও কোনো ব্যক্তি ধর্ষণের শিকার হতে পারে । (দেখুন, UCSB's SexInfo, http://www.soc.ucsb.edu/sexinfo/article/rape)

এক্ষণে যদি আপনি গুগল নিউজে চোখ বুলান, দেখবেন কত রকমের ধর্ষণের বাহার :

— বাসভবনের বাইরে প্রধান বিচারপতির ৬৫ মিনিট , প্রথম আলো । বুঝতেই পারছেন, কী পরিমাণে ধর্ষণের ঝড়ো হাওয়া তার ওপর দিয়ে বয়ে গেছে । তিনি নিজেও কী ধর্ষকামী নন? এতোদিন পরে দেশে এসে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে গেছেন কী সাধে?
— আরেক ধর্ষকের নিউজ ছেপেছে একই পত্রিকায়, জনৈক মো. শহিদুল্লাহ ব্যান্সডকের কর্মকর্তা ৩০ বছর ধরে কর্মচারীদের বেতন কাটার ভয় দেখিয়ে ঘুষ নিয়েছেন । এরপর হাতেনাতে ধরা খেয়ে শালঘরে । কতোটা লুকিয়ে ধর্ষণ করা সম্ভব, তার বেমেছাল কর্মদক্ষতা দেখিয়েছেন নিশ্চয়।
— ভারতীয় ভিসা পেতে আগাম অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, দৈনিক ইত্তেফাক । দেখুন, কতো মহান ধর্ষক এই ভারতীয় দূতাবাস । আগে তিনি অ্যাপয়েন্ট দিয়ে ধর্ষণ করতেন, এখন আর সেটা লাগছে না, সরাসরি অ্যাকশনে যাবেন ।
— ঝিনাইগাতীতে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, বাংলানিউজটোয়েন্টিফোর.কম । বিএসএফের ধর্ষণকীর্তির কথা আমরা পূর্ব থেকেই অবগত আছি । তাদের ধর্ষণ ইতোমধ্যে জাতিকে অনেক গৌরবের অধ্যায় উপহার দিয়েছে ।
— জেরা করাকালীন অসুস্থ আইনজীবী টি এম আকবরের মৃত্যু, কালের কণ্ঠ । এই অসুস্থ লোকটা সারাজীবন ধর্ষণ করে এসেছেন । এবং অবশেষে ধর্ষণরত থেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ।
— মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ২য় রানারআপও বিবাহিত, একুশে টেলিভিশন । আশ্চর্য বিষয় হলো, ধর্ষকরা আজকাল ধর্ষণকালে বিবাহিত কিংবা অবিবাহিত বিষয় নিয়েও ভাবা শুরু করেছে । এটা নিশ্চয় আধুনিকতার লক্ষণ । জান্নাতুল নাঈম চ্যাম্পিয়ন হয়েও যেখানে কেবল বাল্য-বিবাহিত হওয়ার কারণে ধর্ষণের শিকার হয়েছেন, সেখানে এই মেয়ে তো রানারআপ ।
— রোহিঙ্গাদের জন্য সরকারের খরচ ১০ টন চাল, ৩০ লাখ টাকা, বিডিনিউজ টোয়েন্টিফোর.কম । অর্থাৎ ১০ লাখ রোহিঙ্গাকে এ-পর্যন্ত সরকার জনপ্রতি ১০০ গ্রাম করে চাল এবং ৩ টাকা করে দান করেছেন । আর লন্ডনে ব্রিফিং দিয়ে জননেত্রী জানিয়েছেন, আমরা একবেলা খাবো আর রোহিঙ্গা অতিথিদের তিনবেলা করে খাওয়াবো । বোঝা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিবেলার খাবারে মাত্র কয়েক পয়সা খরচ করেন । ধর্ষণে এরচে’ উৎকৃষ্ট নমুনা আর কে দেখাতে পেরেছে?
— গির্জার ফাদার অপহরণ ॥ ছাত্রলীগ নেতা সৌরভ বহিষ্কার, দৈনিক জনকন্ঠ । এই সোনার ছেলেরা তো পূর্ব থেকেই ধর্ষণে সেঞ্চুরি করার রেকর্ড বগলাদাবা করেছেন । এবার ফাদারের মাধ্যমে হয়তো বলাৎকারের প্রাকটিস করতে চেয়েছেন ।

এইভাবে আপনাকে আমরা মাত্র কয়েকটি ধর্ষণের দৃষ্টান্ত পেশ করতে পারলাম, যেনো আপনি ধর্ষণের গতানুগতিক ধ্যান-ধারণার বাইরে এসে নতুন করে ভাবতে পারেন । আপনি অধৈর্য হয়ে উঠবেন জেনেই ক্ষান্তি দিচ্ছি । তবে জানিয়ে রাখছি, ধর্ষণের এই প্রবল সাইমুম শুধু বাংলামরুতেই বসবাস করে না; আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকালে আপনি অজস্র নজির খুঁজে পাবেন ।

যেমন :

— জ্যামে আটকে ২ কিলোমিটার হেঁটে গেলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, প্রথম আলো । এই লোকটার কথা ভাবুন, তিনি দেশের জ্যাম কমাতে পারেন নি, ফলত: ধর্ষক প্রেসিডেন্ট এবার নিজেই ধর্ষণের শিকার হলেন ।
— স্বাধীন রাষ্ট্র হিসেবে কাতালোনিয়ার সম্ভাবনা কতখানি, নয়া দিগন্ত। এই আর্টিকেলে আপনি দেখবেন, স্পেন তাকে এ-যাবৎ কতখানি আদরে-আহ্লাদে ধর্ষণ করেছে, তার সারবিবরণী ।
— ভারতের শীর্ষ ধনী ফের মুকেশ আম্বানি, প্রথম আলো । জনগণকে ধর্ষণ করে কীভাবে ধন কামানো যায়, তার প্রোজ্জ্বল প্রতিচ্ছবি হলেন আম্বানি ।
— মারুতি সুজুকির কারখানায় চিতার হানা, এনটিভি । মানুষের মতো চিতারাও কি ধর্ষকামী হয়ে উঠেছে? নাকি বনে-বনে গাছপালা তছনছ করে মানুষের উম্মত্ত ধর্ষণ-উপদ্রব সহ্য করতে না পেরেই মারুতির ঘরে তার আক্রমণ?

পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত প্রতিনিয়ত কোথাও না কোথাও ধর্ষণ কাহিনী ঘটেই চলেছে । গ্রামে , শহরে , অফিসে , বাসে , লঞ্চে , হাওড়াঞ্চলে, শিক্ষাপ্রতিষ্ঠানে , এমনকি জন্মদাতা পিতা, বাবার মতো চাচা, খালু বা নানা-দাদার মতো মুরুব্বীর কাছেও মানুষ সুরক্ষিত নয় । ধর্ষণ শেষে কখনো জঙ্গলে ছুড়ে ফেলা হয়, কখনো ফাঁসিতে ঝুলানো হয় , কখনো বদ্ধঘরে বেওয়ারিশ লাশ বানিয়ে রাখা হয় । ধর্ষণ ব্যাধি সংক্রামিত হতে হতে জনগন , মিডিয়া , প্রশাসন, সরকার , মানবাধিকার সংস্থার গায়ে গতরে ছড়িয়ে পড়েছে । লোকলজ্জা এখন আর কোনো বিষয় নয়, আনন্দটাই মূল ।

সংজ্ঞায় যা-ই বলা থাকুক, যৌন-আক্রমণ ছাড়া কোনো ধর্ষণের বিচার হয় না কখনো । আরও পরিষ্কার করে বললে, ধর্ষণে যদি পায়ু কিংবা লিঙ্গ ব্যবহার না হয়, তাহলে তা অপরাধ নয় । যদিও ধর্ষণ বিচার পর্যন্ত গড়ায়ই না তেমন একটা, আবার ধর্ষণের বিচারও ধর্ষণেরই আরেকটি প্রকার হয়ে ওঠে । পাশাপাশি কর্তা ও কর্ম দু’জনের সম্মতি থাকলে, তাতে যতোই বলপ্রয়োগ কিংবা শারীরিক নির্যাতন হোক, সেটা কিন্তু ধর্ষণ বলেই গণ্য হবে না। এ-কারণেই পতিতারা পেটের তাড়নায় যৌনকর্মে বাধ্য হলেও সে কিন্তু ধর্ষিতা নয়, খদ্দেরও নয় ধর্ষক ।

ধর্ষণের আনন্দ সীমাহীন এবং দর্শন-উপভোগও আস্বাদিত আবেশের উপকরণ । ফলে ধর্ষণকাণ্ড এক বা একাধিকের মাধ্যমে সংঘটিত হলেও উপভোগ করে সমগ্র জাতি। শুধু পুরুষ নয়, শুধু মেয়ে নয়—সাদা চুলের থুত্থুরে বুড়ির কাছেও ধর্ষণ এক অনাঘ্রাতা বিনোদন বটে। ধর্ষক তাই বুক ফুলিয়ে, কলার উঁচু করে বীরের বেশে ঘুরে বেড়ায়, আর ধর্ষিতর স্থান হয় নির্জন ঘরের কোণে—যদি তার লজ্জা থাকে; একসময় সে-ও ক্রমশ ধর্ষকে রূপান্তরিত হয়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৭

কাশফুল মন (আহমদ) বলেছেন: ভালো লিখেছেন।

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৪

মনযূরুল হক বলেছেন: অনেক ধন্যবাদ...

২| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৪

সুমন কর বলেছেন: অনেক দিন পর, পোস্ট দিলেন। কেমন আছেন?

লেখা যথারীতি ভালো হয়েছে। কিন্তু এসব নিয়ে চিন্তা করার মানুষ, এ দেশে নেই ...........!!

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৮

মনযূরুল হক বলেছেন: অনেক দিন ভালো ছিলাম না । আমার কথা মনে রেখেছেন জেনে বিস্মিত হচ্ছি...। এই যুগে কেউ এভাবে কাউকে মনে রাখে? অনেক ধন্যবাদ, ভাই...

৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫

সুমন কর বলেছেন: আমি রাখি ......

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮

মনযূরুল হক বলেছেন: তাই তো দেখছি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.