নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

ধর্মবটিকা

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৭


আশা একটি প্রদীপ জ্বালতে চেয়েছিল ধর্মমন্দিরে
প্রদীপ চেয়েছিল মুসলমান হতে মসজিদের মিম্বরে
মুসলমান তখন আমেরিকার ধন্দে কাতর সিরিয়ায়
আমেরিকা ঘুরছে যখন কিমজং সমীপে শান্তির অন্বেষায়

আশা তখন কোরিয়ান শর্ট পরে হাঁটছিল বারান্দায়
শর্ট চেয়ে চেয়ে দেখছিল একটি লং-ডিস্ট্যান্স ঊরু
ষোড়শীর কোল থেকে আছড়ে পড়ছিল যখন
একটি নবজাতক বিরক্ত-পিণ্ড সোজা ঢাকার উত্ত্যক্ত-ডাস্টবিনে

আশা খুঁজছিল সেখানেই একটাকার আহার প্রজেক্ট
আহার চড়ছিল কাঁচা গ্রামীন মইয়ে আকাশ ছোঁবার বাসনায়
আকাশ ক্রমাগত কাঁদছিল বলে পিছলে পিছলে যাচ্ছিল মইয়ের দু’পা
আশা চাগিয়ে ধরতে চাইল একটি বুলেটপ্রুফ চামড়ার সোরাহি অথবা..

আশার আর উপায় ছিল না বাঁচাবার—বাঁচবারও তাই
একটি দাঁড়িওয়ালা ফেস এগিয়ে না এলে আশা সত্যি সত্যি
আত্মহত্যাই করবে মনস্থির করেছে যখন, ঠিক তখন
নির্বাচনের ঘোষণা এলো কামানের গোলার পিঠে সওয়ার হয়ে

আশা এবার ওয়াসিআর কাছে মৃত্যু ভিক্ষা চাইল—নিরুপায়
শাহাদত এসে জঙ্গি ধোঁয়ায় আচ্ছন্ন করে দিল আজরাইলের আকাঙ্ক্ষা
তসবির ইয়া নাফসি জপতে জপতে কাবুলি বিমানে দেখাল
আশার পূর্বজনমের বিকার বৃত্তান্ত—অ্যাডাম-অ্যাপল-শাজারতাহা

এবার সাজদা নেই, ক্রোধ নেই, নেই আজাজিল ফন্দি-ফণা
আশার লোলুপ জিহ্বার সুখা লালা তা-ই চেটে খেল আরেকবার
নির্জন পৃথিবীর প্রত্যাশায় । ঈশ্বরের অট্টহাসিতে ঝলকে উঠল—
কবুল কবুল । একটি মরীচিকার জগতে চিরঠাঁই হলো তার—

সেই থেকে প্রদীপ দেখে না আর আশার পিঙ্গল সোনারু চোখ
শুধু ভুলভুলাইয়ায় ঘোরে চারিদিকে তার নির্বাক শূন্য মরুদ্যান ।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৯

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: পড়লাম।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪২

মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...

২| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৪

শাহ আজিজ বলেছেন: বিপন্ন বিদ্রোহ

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪২

মনযূরুল হক বলেছেন: ভালো বলেছেন...
ধন্যবাদ...

৩| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!
ক্ষোভ, খেদ, হতাশা, দ্রোহ
সব নিয়েই ভুলভুলাইয়াতে আশা'য় বসবাস। আশার বসবাস।

ভাল লাগল :)

++++

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

মনযূরুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ, ভাই..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.