নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

হতাশ হয়ো না তরুণ, দেশ এগিয়ে যাচ্ছে...

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৫


কাল (২২ মার্চ) যখন বিপুল আয়োজনে উন্নয়নশীল দেশের বর্ণিল শোভাযাত্রা হবো হবো করছে, তখন আপনি কোথায় ছিলেন জানি না—আমি ছিলাম বাসে, যেমন প্রতিদিন থাকি । ভয়ে ভয়ে আছি, মিডিয়া ঘোষিত নিষিদ্ধ এগারো রুটের কোনোটায় ঢুকে পড়ছি কি না ।

পাশের সিটের হতাশ তরুণের ঊরুতে ভর করে আছে সদ্যক্রীত ‘ডেইলি স্টার’ । তার দিকে তাকিয়ে দাঁতের দোকান খুলে দিয়ে ছোঁ মেরে পত্রিকাটা নিয়ে নিলাম । ন্যূনতম ২৫ ফন্টের বিরাট লিড শিরোনাম—মার্ডারস গো আনপানিশড । বাহ, কী দেশভক্ত ছেলে, এতেই হতাশ ।

খুব আহামরি কোনো নিউজ অবশ্য নয় । পুলিশের নতুন ইভেস্টিগেশন টিম পিবিআই (পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন) খুঁজে পেয়েছে যে, ৫১ ভাগ মামলায় দেখা যাচ্ছে খুনীদের কোনো শাস্তিই হয় নি । গুটিকতক মামলায় বিচারকদের ভুল হয়ে গেছে । তার চেয়ে বেশি মামলায় তদন্ত কর্মকর্তারা গড়বড় করে ফেলেছেন । পোস্টমর্টেম রিপোর্টেও কিছু ভুলচুক আছে । তার চেয়ে খারাপ খবর হলো, এইসব ভুলভালের কারণে দায়িত্বশীলদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নি ।

পিবিআই সম্ভবত জানে না, গত পনেরো বছরে অন্তত ৬০ হাজার মানুষ খুন হয়েছে । এতগুলি খুনের সঙ্গে অবশ্যই কয়েকলাখ মানুষ জড়িত ছিলেন । তো আদালত কী করবে, লাখ লাখ মানুষকে ফাঁসী দিয়ে দেশটাকে পঙ্গু করে দেবে? যেখানে আমাদের সর্বজনমান্য রাষ্ট্রপতি স্বয়ং এইট মার্ডার আসামীসহ প্রায় অর্ধশত খুনীকে নির্দ্বিধায় মার্সি দিয়ে দিচ্ছেন—সেখানে সুমহান দয়ার নজির দেখানো কি আইন ও বিচার-সংশ্লিষ্ট প্রতিটি সদস্যের কর্তব্য নয়?

আশার কথা হলো, পিবিআই মাত্র ২৩৯ টি বিচার অবজার্ভ করেছে । এবং তার মধ্যে এমনও পাওয়া গেছে যে, আবদুল কাদের নামী জনৈক গ্রাম্য ভদ্রলোক ২৮ বছর খুনের দায়ে জেল খেটেছেন এবং সম্প্রতি নিরাপরাধ প্রমাণিত হয়ে মুক্তি পাবো পাবো করছেন (আজ ২৩ মার্চ এটা নিয়ে তারা আবার এডিটরিয়াল ছেপেছে—In pursuit of justice : Why do criminals escape and innocents suffer?)

পড়ছি আর নস্টালজিক হচ্ছি—সন্ধ্যা নদীর ভাঙনে গ্রামের সবচে’ বড় হাইস্কুলটা বিরাট মাঠসহ তলিয়ে যাওয়ার পরে আমার দাদা বারবার অনুরোধ করেছিলেন, একবার দেখতে নিয়ে যাই যেন । আচ্ছা, ডুবেই তো গেছে না, তো দেখবেন কী তিনি? দেখবেন সেখানে ঢল বেঁধে মানুষ পার্কের মতো হাওয়া খেতে এসেছে, ভিটা ভাঙা আলিশায় হেলান দিয়ে উদাস হয়ে আছে কপালপোড়া মালিক, জেলেরা ফুরসত পেয়ে চকচকে জ্যান্ত ইলিশ বেচার পাঁয়তারা করছে—এইসব? আর ভাববেন, এ্কদিন এইখানে নদী ছিল না, একটা ছোট্ট ডোবার উপরে নড়বড়ে সাঁকো ছিল । তারপর সেই ডোবায় কুমির এসেছে, নদী হয়ে গেছে রাক্ষস—এত উন্নয়ন কি তার সইবে?

শুনেছি, হালাকু খান বাগদাদ দখল করার পরে কারবালায় যেতে চেয়েছিলেন । পথে ফোরাতের (টাইগ্রিস) বাধা আছে শুনে হুংকার দিলেন রাতারাতি ব্রিজ গড়তে হবে, নয়তো ২০ লাখের মধ্যে বাঁচোয়া ৪ লাখকেও অাগুনে পুড়িয়ে মারবেন । বাগদাদের হতভম্ব মানুষগুলি নিজ হাতে তখন লাইব্রেরির লক্ষ লক্ষ বই নদীতে ফেলে সেতু তৈরি করে দিয়েছিলেন । এইভাবে উন্নয়নের এক যুগান্তকরী অধ্যায়ের সূচনা হয় । পূর্বসূরিদের রাশি রাশি বিদ্যা ডুবিয়ে সে-যাত্রায় পার পেয়েছিল যারা, আজ হয়তো তারা আর বেঁচে নেই, তাদের মনেও রাখেনি কেউ । কিন্তু হালাকু খানের উন্নয়নের ইতিহাস মরে নি, ডোবানোও যায় নি ।

আজ এই স্ট্যাটাস লেখার পূর্বমুহূর্তে দেখলাম—নতুন ৫ স্বৈরাতান্ত্রিক দেশের কাতারে ঢুকে গেছে বাংলাদেশ । যেটা এতদিন অপ্রকাশ্য ছিল, সেটা এখন কাগজে-কলমে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে দেখে বেশ খুশি খুশি লাগছে । এবার তো বাংলাদেশ উন্নয়নের ধাপে সত্যিকার অর্থেই মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ ও সিঙ্গাপুরের লিকুয়ানের মর্যাদায় পৌঁছে গেছে । দুমূর্খ সমালোচকেরা এবার মুখ লুকাবে কোথায়?

সুতরাং হে তরুণ, আপনার হতাশ হওয়ার কিছু নেই—বাংলাদেশ এগিয়ে যাচ্ছে..

সূত্র :
১. https://bit.ly/2udD9tb
২. https://bit.ly/2pyK6jO
৩. https://bit.ly/2IMpYTl
৪. https://bit.ly/2ufrx8V
৫. https://bit.ly/2DQB8T9
৬. https://bit.ly/2pB6g45

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১০

নীল আকাশ বলেছেন: Click This Link
এই আমি হতাস না হয়েই দিয়েছি!!!

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩

মনযূরুল হক বলেছেন: পড়েছি, বেশ ভালো...

২| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১১

কলাবাগান১ বলেছেন: অনেকদিন পর দেশ স্বৈরতান্ত্রিক হল...খুশি। যখন গ্রেনেড মেরে পুরা বিরোধী দল কে বিনাশ করা হয় তখন গনতন্ত্র এর সুবাতাস বয়..

অনেকদিন হয়ে গেল রাজাকার দের গাড়ীতে পতাকা দেখা যায় না

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৬

মনযূরুল হক বলেছেন: গ্রেনেড থামাতে গিয়ে গুমের পথে যাওয়াটা খারাপ না, বিশ্বজিতের মতো খুনীদের মার্সি দিয়ে দেওয়াও মন্দ না, আর রাজাকারের পতাকা নামাতে গিয়ে নিজেরাই পতাকায় কলঙ্ক লাগানোর ভূমিকায় অবতীর্ণ হওয়ার তো কোনো বিকল্পই নাই..।

অল দ্য বেস্ট, এটাই চলতে থাকুক । তবু হাতাশা কাটুক তরুণদের..

৩| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩০

পলাশবাবা বলেছেন: খুনিদের সর্বোচ্চ শাস্তি হলেই বা কি মহামান্য রাষ্ট্রপতি অনুকম্পা আছে না? ট্রাম্প কার্ড তো হাতেই। সেই ৪৯% এর কত জন পুরো শাস্তি পেয়েছে তা তো অনুসন্ধানে আসেনি।

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৮

মনযূরুল হক বলেছেন: হুমম, নিউজে এই দিকটায় আলো ফেলা হয় নি..। পিবিআই’র রিপোর্ট তো, সম্ভবত একটু সমঝে করতে হয়েছে..।

৪| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কয়েকটা টাইপো আছে। ঠিক করে নিন।

বিরাট মাঠসহ তলিয়ে যাওয়ার পড়ে< পরে।

বাঁচুয়া< বাঁচোয়া।

কিন্তু হালকুখানের < হালাকু খানের।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৩

মনযূরুল হক বলেছেন: অসংখ্য ধন্যবাদ, এখনই ঠিক করে নিচ্ছি..।

শুভ কামনা রইল..।

৫| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১১

তার ছিড়া আমি বলেছেন: তারপর সেই ডোবায় কুমির এসেছে, নদী হয়ে গেছে রাক্ষশ- এত উন্নয়ন কি তার সইবে? খুশিতে খুশিতে পা.... কা.... না....।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৪

মনযূরুল হক বলেছেন: খুশি থাকাই ভালো..।

ধন্যবাদ মন্তব্যের জন্য..

৬| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: মনে প্রানে চাই বাংলাদেশ এগিয়ে যাক।
কিন্তু আসলেই কি এগোচ্ছে?

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৮

মনযূরুল হক বলেছেন: বুঝতে পারছি না । তরুণরা সর্বশক্তি নিয়োগ করে দেশকে এগিয়ে নিতে চাচ্ছে । কিন্তু রাজনৈতিক নিদারুণ ঘটনাগুলি তাদের সকল চেষ্টা বরবাদ করে দিচ্ছে...

৭| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৫

আহমেদ জী এস বলেছেন: মনযূরুল হক ,





হুমমমমমমমমমমমমমমমমম এগিয়ে যাচ্ছে তবে সামনে নয় পেছনে ........................ !:#P

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯

মনযূরুল হক বলেছেন: সেটার জন্যে আমরা সকলেই কম বেশি সবাই দায়ি...

৮| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৪

সাইন বোর্ড বলেছেন: যারা এই স্বৈরতান্ত্রিক দেশের তকমা দিয়েছে তাদের নিশ্চয় বিএনপির সাথে একটা যোগসূত্র অাছে, এখন একটা ব্যাখ্য নিশ্চয় দাঁড় করানো হবে...

২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩

মনযূরুল হক বলেছেন: দলান্ধরা অনেক কিছুই বলবেন । বিএনপির আমলেও যেহেতু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে সুতরাং আওয়ামীলীগের আমলে স্বৈরাতান্ত্রিক হওয়া দোষের কিছু নয় :)

৯| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১:১৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: "বিএনপির আমলেও যেহেতু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে সুতরাং আওয়ামীলীগের আমলে স্বৈরাতান্ত্রিক হওয়া দোষের কিছু নয়"

দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো আওয়ামী লীগের আমলে। শেখ হাসিনা তখন সংসদে দাড়িয়ে ইচ্ছেমত ড:কামাল হোসেনকে বকাবকি করেছিলেন। অবশ্য বিএনপি আমলে এর ধারাবাহিকতা ছিল। বিএণপি পরে নিজের সুর পাল্টে আওয়ামী লীগের মত গান গাইতে থাকে যে টিআইবি রিপোর্ট বাস্তবসম্মত নয়। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যারা জানতেন, তারা সবাই বিশ্বাস করতেন যে এই রিপোর্ট বাস্তবসম্মত। আজ যেমন আমরা বিশ্বাস করি বাংলাদেশ স্বৈরতান্ত্রিক দেশ।

২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৫

মনযূরুল হক বলেছেন: বেশ, ভালো একটা তথ্য স্মরণ করিয়ে দিলেন ।

ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.