নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাক পাখি

কাক একটি উপকারী পাখি ।

কাক পাখি

আমজনতা আর কাক, এই দেশে দুইটার কোনটারই কোনো দাম নাই । তবু এদের সংখ্যাই বেশী ।

কাক পাখি › বিস্তারিত পোস্টঃ

জাপানে ভর্তি নিশ্চিত হলে ভিসা পাওয়া সহজ।

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৪





উচ্চশিক্ষার জন্য অনেকেই ভিনদেশে পাড়ি জমাতে চান। বাংলাদেশি শিক্ষার্থীরা এক্ষেত্রে জাপানকে বেছে নিতে পারেন। এশিয়ার এই দেশটিতে আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য রয়েছে পড়াশোনার অনেক সুযোগ।



কেমন খরচ পড়বে

জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডারগ্র্যাজুয়েট কোর্সের জন্য বিশ্ববিদ্যালয় ভেদে কোর্স ফি কম-বেশি হয়ে থাকে। এছাড়া যাতায়াত, শিক্ষা উপকরণসহ অন্যান্য খরচ তো রয়েছেই।



পড়াশোনার মাধ্যম

জাপানের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষায় শিক্ষাদান করা হয়। কিছু প্রতিষ্ঠানে ইংরেজি ভাষাতেও শিক্ষাদান করে। জাপানি ভাষায় দক্ষতা ভিসা ও খন্ডকালীন কাজ পাওয়ার ক্ষেত্রে সহায়ক। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরো কিছু প্রতিষ্ঠানে জাপানি ভাষা শিক্ষার ওপর কোর্স করা যায়। আবেদনের আগে জাপানি ভাষা শিখে নেয়াটাই হবে সঠিক সিদ্ধান্ত।



পার্টটাইম কাজের সুযোগ

জাপানে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীরা সপ্তাহে ২৮ ঘণ্টা পর্যন্ত খণ্ডকালীন কাজ করার সুযোগ পায়। তবে এজন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। ফাস্ট ফুড ক্যাটারিং, স্টোর, কম্পিউটার, অনুবাদ প্রভৃতি ক্ষেত্রে অনেক কাজের সুযোগ রয়েছে দেশটিতে।



ভর্তির যোগ্যতা

নূ্যনতম ডিপ্লোমা, এ-লেভেল, এইচএসসি, ইউনিভার্সিটি ফাউন্ডেশন কোর্সে কৃতকার্য শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য জাপানি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। শিক্ষার্থীকে অর্থনৈতিকভাবে অবশ্যই স্বচ্ছল হতে হবে। তাছাড়া জাপানি ভাষা জানলে সেটাকে বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়।



ভর্তি প্রক্রিয়া

জাপানের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন। টিউশন ফিসহ আনুষঙ্গিক ফি ও ভর্তির শর্তাবলি সম্পর্কে নিশ্চিত হয়ে আবেদন করতে হবে।

জাপানের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত বছরে দুটি সেশনে ভর্তির সুযোগ দিয়ে থাকে। জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া তুলনামূলকভাবে কঠিন। তবে ভর্তি নিশ্চিত হলে ভিসা জটিলতা খুব বেশি থাকে না। তাই ভর্তির আবেদনের সময় নির্ভুল ও সঠিক তথ্য দিতে হবে। কিছু বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস বাংলাদেশে আছে। সেসব প্রতিষ্ঠান ভর্তির ব্যাপারে সহযোগিতা করে থাকে। তাছাড়া শিক্ষার্থী নিজেও ইন্টারনেটে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন।



ভিসার আবেদন

ভিসার আবেদনের ক্ষেত্রে ভর্তির কাগজপত্র, নাগরিকত্ব সনদ, পাসপোর্টের কপি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র, সদ্য তোলা ছবি প্রভৃতি জমা দিতে হবে। জাপানি দূতাবাসের ওয়েব ঠিকানায় অনেক তথ্য পেতে পারেন। ভিসার আবেদন ও প্রয়োজনীয় তথ্যের জন্য দূতাবাসে সরাসরিও যোগাযোগ করতে পারেন।



বাংলাদেশি শিক্ষার্থীর জন্য বৃত্তি

জাপান সরকার ও সে দেশের বিভিন্ন সংস্থা বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছরই বৃত্তি দিয়ে থাকে। বাংলাদেশি শিক্ষার্থীরাও ঢাকার জাপান দূতাবাসের মাধ্যমে বৃত্তির আবেদন করতে পারবে।



জাপানের কয়েকটি বিশ্ববিদ্যালয়

1. University of Tokyo

Web: http://www.u-tokya.ac.jp

2. Kyoto University

Web: http://www.kyoto-u.ac.jp

3. Osaka University

Web: http://www.osaka-u.ac.jp

4. Tokyo Institute of Technology

Web: http://www.titech.ac.jp

5. Tohoku University

Web: http://www.tohoku.ac.jp

6. Keio University

Web: http://www.keio.ac.jp

7. Kyushu University

Web: http://www.kyushu-u.ac.jp

8. Nagoya University

Web: http://www.nagoya.ac.jp

9. Hokkaido University

Web: http://www.hokudai.ac.jp

10. Tsukuba University

Web: http://www.tsukubba.ac.jp



(সূত্র: কালের কন্ঠ

মঙ্গলবার ২৯ পৌষ ১৪১৬, ২৫ মহররম ১৪৩১, ১২ জানুয়ারি ২০১০।

মূল লেখক- আসাদ রহমান।



জাপানে এডুকেশন ভিসা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাকে ইমেইল করতে পারেন- [email protected]

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪

ঢাকাবাসী বলেছেন: খরচাপাতির কথাটাই তো বললেনা!

২| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৮

কাক পাখি বলেছেন: বিস্তারিত নিয়ে ধারাবাহিক লেখার ইচ্ছা আছে। সাথে থাকুন। আর আর্জেন্ট কিছু জানার থাকলে ইমেইল করতে পারেন। যথাসাধ্য জানানোর চেষ্টা করবো।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

ফায়ারম্যান বলেছেন: ধারাবাহিক লেখা পাওয়ার অপেক্ষায় রইলাম

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৫

মাহিরাহি বলেছেন: আপনার পোস্টটি আমার নিচের সাইটে পোস্ট করতে চাই,

http://www.banguradeshu.com/

৫| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৬

মাহিরাহি বলেছেন: http://www.banguradeshu.com/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.