নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপর বাংলাদেশ সত্য

প্রবাস থেকে - জীবন যখন যেরকম!!

ৈকলাশ

আমি কৈলাশ (নামটা কাল্পনিক) - থাকি কানাডা বলে অনেক দূরের একটা দেশের পিচ্চি এক শহরে একদম একলা! খুব মনে পরে বাবা-মা-ছোটবোন আর আমার নিজের শহর ঢাকাকে, পাঁচ বছর এমন কিছু নয় কিনতু কেন জানি মনে হয় অনেক দূরের.... গভ:ল্যাব স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় - এই দারুন বিদ্যাপীঠ গুলায় আমি পড়েছি বিঙান নিয়ে। বল্গ লিখতে খুব একটা ইচ্ছা করে না কিনতু পড়তে বেশ লাগে। ও হ্যা! এটা আমার প্রথম বাংলা ব্লগ। [email protected]

ৈকলাশ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার ফটো ব্লগ

১৫ ই মার্চ, ২০০৮ রাত ৩:১২

অনলাইনে আমাদের স্বাধীনতার ফটো খুঁজতে যেয়ে এই ছবিগুলা পাওয়া। বেশিরভাগ ফটোই Christian Simonpietri ঢাকায় তোলা এবং

প্রো-করবিস থেকে নেয়া।

























ফটো ক্যাপশন-

১- পাকসেনাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীর সহায়তায় নিহত শহীদ বুদ্ধিজীবীদের লাশ মিরপুর বধ্যভূমিতে (গত কয়েকদিন ধরে সবার প্রিয় জাফর ইকবাল স্যারের নামে স্বাধীনতা বিরোধীদের যুক্তিহীন পোস্টগুলা দেখে বুঝতে পারছি তখন কি ঘটেছিল, হায়রে রাজাকার-রাজাকার সন্তানেরা তোরা মানুষ হইলি না, জানোয়ারই রয়ে গেলি)



২- মৃত্যু ভয়ে ভীত গ্রাম বাংলার মানুষ চলে যাচ্ছে ভারতের শরর্নাথী ক্যাম্পে (যশোর রোড গানটার কথা মনে পড়ছে)



৩- জর্জ হ্যারিসনসহ বিটলসের করা সেই বিখ্যাত কনসার্ট "দ্য কনসার্ট ফর বাংলাদেশ"



৪- জয় বাংলা- প্রথম বিজয় দিবসের ফটো - স্হান ঢাকা



৫- ঢাকার রাস্তায় মুখ থুবড়ে পড়ে থাকা এক পাকি কুত্তার লাশ- ১৬ই ডিসেম্বর ১৯৭১



৬- ঢাকার রাস্তায় মুক্তির আনন্দ - ১৬ই ডিসেম্বর ১৯৭১



৭- শহীদের স্মরণে ঢাকার রাস্তায় মোনাজাতরত সর্বসাধারন



৮- মুক্তিযোদ্ধাদের হাতে ঢাকায় আটক রাজাকার-আলবদর বাহিনীর একাংশ



৯- মুক্তিযুদ্ধ যাদুঘর, সেগুনবাগিচা, ঢাকা।

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০০৮ রাত ৩:৫০

তারার হাসি বলেছেন: ধন্যবাদ।

১৫ ই মার্চ, ২০০৮ ভোর ৪:০১

ৈকলাশ বলেছেন: অনেক ধন্যবাদ - তারার হাসি

২| ১৫ ই মার্চ, ২০০৮ রাত ৩:৫৭

মিরাজ বলেছেন: ধন্যবাদ কৈলাশ ।

মুক্তিযুদ্ধকে ছবিতে তুলে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ ।

১৫ ই মার্চ, ২০০৮ ভোর ৪:০২

ৈকলাশ বলেছেন: মিরাজ ভাই - ভাল লাগলো আপনার কমেন্ট পড়ে। ধন্যবাদ।

৩| ১৫ ই মার্চ, ২০০৮ ভোর ৪:০৯

রাশেদ বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১৯

ৈকলাশ বলেছেন: ধন্যবাদ রাশেদ

৪| ১৫ ই মার্চ, ২০০৮ ভোর ৬:৫০

আলী আরাফাত শান্ত বলেছেন: +

১৫ ই মার্চ, ২০০৮ ভোর ৬:৫৮

ৈকলাশ বলেছেন: ধন্যবাদ শান্ত

৫| ১৫ ই মার্চ, ২০০৮ সকাল ৮:০৭

মাবরুকা তোয়াহা বলেছেন: :) ধন্যবাদ ভাই, ছবিগুলোর জন্য

১৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৪

ৈকলাশ বলেছেন: ধন্যবাদ

৬| ১৫ ই মার্চ, ২০০৮ সকাল ৮:১১

দূরন্ত বলেছেন: + দিলাম।

১৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৪

ৈকলাশ বলেছেন: ধন্যবাদ

৭| ১৪ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:২০

নাদান বলেছেন:

৮| ১৫ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫৮

রাশেদ বলেছেন: শুভ নববর্ষ তোমারে।

৯| ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪০

রুবেল শাহ বলেছেন: ছবি গুলো দেখলে যাদের শরীরে কাঁটা দিয়ে উঠেনা ---
তারা নিজেকে বাঙালি দাবি করতে পারেন না--।
যারা মুক্তিযুদ্ধকে আমাদের জন্য ছবিতে তুলে রেখেন তাদের তরে আমার হৃদয়ে সবটুকু ভালবাসা থাকলো অনন্ত কালের জন্য-------------

শুভেচ্ছা আপনাকেও--------------- + ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.