![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কবি আল্লামা ইকবাল এবং পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলি জিন্নাহ উভয়েই জন্মগতভাবে মুসলমান ছিলেন। শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। ইকবাল ছিলেন উর্দু ভাষার অন্যতম সেরা কবি। মজার ব্যাপার হলো এদের দুজনের কেউই ধর্মকর্ম কোনদিন ভুলেও পালন করেন নি। মোহাম্মদ আলি জিন্নাহ নাকি পশ্চিম দিকে তাকিয়ে পারতপক্ষে বসতেনও না। অন্যান্য অভ্যাসের কথা নাই-বা বললাম! কিন্তু উনি একটা ধর্মীয় রাষ্ট্র কায়েম করেছেন। সেলুকাস!
পক্ষান্তরে কবি আল্লামা ইকবালকে অনেকেই নাস্তিক কবি বলেই মনে করে। সৃষ্টিকর্তা সম্পর্কে উনার দুটি পংক্তিই তাঁকে বুঝতে সাহায্য করে। সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে লেখা দুটি লাইনের বাংলা অনুবাদ এরকম
"কখনো আমাদের সঙ্গে কখনো অন্যদের সঙ্গে তোমার ভাব
কথাটা মুখে আনতে নেই__ তুমিও তো হরঝাঈ"
এখানে ব্যবহৃত 'হরঝাঈ' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে 'সর্বব্যাপী' ও 'সর্বগামী' কিন্তু চলতি ভাষায় 'বহু পুরুষের সয্যাগামিনী' অর্থেই ব্যবহৃত হয়। এখানে আরও মজার ব্যাপার হলো যে, ইকবালের এমন কথার পরেও তাঁকে কেউ কোনদিন পাকিস্তানীরা অশ্রদ্ধা করেন নি। আজব বটে!
আমার কথাঃ আমি কোন সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে এটা লিখছিনা। ইকবাল একজন কবি এটাই আমার কাছে বড় পরিচয়। বরং আমি ভাবছি যে, বাংলাদেশে একটু চুন থেকে পাণ খসলেই মোল্লারা নাস্তিক ফাস্তিক ইত্যাদি বলে গালাগালি করে। অনেক কবিই দেশছাড়া হয়েছেন এজন্যে। অথচ পাকিস্তানের মতো একটি সাম্প্রদায়িক দেশেও ইকবালের ক্ষেত্রে এমন কেউই ভাবেনি, ভাবেনা এবং ভাববে বলেও মনে হয়না। পাকিরা তাঁকে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা জ্ঞান করে অদ্যাবধি।
০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০০
মিলন পাঠান বলেছেন: আপনিতো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর প্রাণী। না-জেনে মানে কী? কী বলতে চান? ইকবালের কবিতা পড়েছেন?
"কভী হমসে কভী গৈরোসে শনাসায়ী হৈ
বাত কহনে কী নহী__ তু ভী তো হরঝাঈ হৈ" এটার বাংলা ভাবানুবাদ কী হয় আপনার জানাশোনা কাউকে জিজ্ঞাসা করে জেনে নিবেন। আমিও উর্দু ভাষা জানিনা তবে আবু সায়ীদ আইয়ুবের অনুবাদ লেখায় তুলে দিয়েছি।
আপনার উচিৎ হবে না-জেনে মন্তব্য না করা। ধন্যবাদ।
২| ০২ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৬
এস এইচ খান বলেছেন: olpo bidda voyonkori!
০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০০
মিলন পাঠান বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন। আপনাকে দেখলেই সেটা প্রতিভাত হয়।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩২
ফালাক বলেছেন: তাতে আমাদের কি এলো গেলো?
০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৪
মিলন পাঠান বলেছেন: আমি ভাবছি যে, বাংলাদেশে একটু চুন থেকে পাণ খসলেই মোল্লারা নাস্তিক ফাস্তিক ইত্যাদি বলে গালাগালি করে। অনেক কবিই দেশছাড়া হয়েছেন এজন্যে। অথচ পাকিস্তানের মতো একটি সাম্প্রদায়িক দেশেও ইকবালের ক্ষেত্রে এমন কেউই ভাবেনি, ভাবেনা এবং ভাববে বলেও মনে হয়না। পাকিরা তাঁকে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা জ্ঞান করে অদ্যাবধি।[/sb
আমরা এক্ষেত্রে উদার হতে পারিনা প্রায়ই। এটা বুঝাতেই লেখা।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১২
সিদ্ধার্থ. বলেছেন: আপনি তো মশাই দারুন মানুষ ।আপনাকে কাল্টিভেট করতে হছে । পোস্ট এ +
৫| ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৩
সিদ্ধার্থ. বলেছেন: আপনাকে অনুসরণ ও করলাম ।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: আল্লামা ইকবাল রচিত বিখ্যাত কাব্য কিমিয়ে শাহাদত বিশ্ব মুসলিম
উম্মাহর জন্য রত্ন বিশেষ কিতাব ।
বিভিন্ন আরবি বিশ্ববিদ্যালয়ে বইটি পাঠ্য ।
না জেনে তার বিরুদ্ধে সমালোচনা করা উচিৎ নয় ।
ধন্যবাদ ।