নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলাম,দেখলাম,ঘুমালাম।

আমি মুখতার

ব্লগ এ কিছু শেখার জন্যই আমার আসা।

আমি মুখতার › বিস্তারিত পোস্টঃ

অতিপ্রাকৃত গল্পঃ জাতীয় সঙ্গীত

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

সালঃ ২০১২



সারা দেশে চরম অস্থিরতা। মানুষের মনে আজ হাহাকার। সবাই চিন্তিত।



কেন? কেন? কেন?

তেমন কিছুই না, মানুষ নাকি জাতীয় সঙ্গীত ভুলে যাচ্ছে। অনেকে নাকি জাতীয় সঙ্গীত থেকে আবেগই পাচ্ছেন না।



দেশের এই দুর্দিনে এগিয়ে আসল ক্ষ। সুদূর ব্রিটেন থেকে তারা জাতীয় সঙ্গীতকে নতুন আঙ্গিকে গাইল।



দেশে আজ উন্মাদনা। সবাই আজ জাতীয় সঙ্গীত গাচ্ছে!! জাতীয় সঙ্গীতের আবেগ আবার ফিরে এসেছে!! আহা কি আনন্দ আকাশে বাতাসে!!



এ নিয়ে ফেবুর কিছু স্ট্যাটাসঃ



জোকার রাসেল: And i thought my জাতীয় সঙ্গীত was bad!! thanks to ক্ষ!! লাভ ইউ!



অচেনা১- আমার পিচ্চি মেয়ে আগে ইংরেজি কবিতা পারলেও জাতীয় সঙ্গীত পারত না। কিন্তু আজ আমার মেয়ে ক্ষ এর গান শুনে জাতীয় সঙ্গীত গাইতে পারে।



angel বালসালঃ আমি তো আগে ভাবতাম আমাদের জাতীয় সঙ্গীত ভালো না। এর চেয়ে ধন ধান্য পুস্পে ভরা অনেক সুইইত্তত্তট। কিন্তু ক্ষ আমার চোখ খুলে দিসে।





কিন্তু কিছু আবাল এই গানের বিরোধিতা করল। তারা বলতে লাগলো,জাতীয় সঙ্গীত নিয়ে এক্সপেরিমেন্ট করা ভালো না ব্লাহ ব্লাহ ব্লাহ। যত সব ব্যাকডেটেড, আন্সমার্ট।

চুশিল সমাজ বলতে লাগলোঃ আরে, ওরা জাতীয় সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে গায় নাই, রবিন্দ্র সঙ্গীত হিসেবে গাইসে!! খাসা যুক্তি বটে!!! কি দরকার বাপু এই গান দারাইয়া গাওয়ার! ওরা তো বললই, এটা রবিন্দ্র সঙ্গীত, রবিন্দ্র সঙ্গীত কি কেউ দারাইয়া গাঁয়! হয়ত একটু পাবলিসিটির জন্য এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রচার করসে, তয় ব্যাপার না!!!







সালঃ ২০৫০




সারা দেশে চরম অস্থিরতা। মানুষের মনে আজ হাহাকার। সবাই চিন্তিত।



কেন? কেন? কেন?

তেমন কিছুই না, মানুষ নাকি জাতীয় সঙ্গীত ভুলে যাচ্ছে। অনেকে নাকি জাতীয় সঙ্গীত থেকে আবেগই পাচ্ছেন না।





এ সময় এগিয়ে আসল হনলুলুর হিপ হপ ব্যান্ড কষা!

তারা জাতীয় সঙ্গীত গাইল এভাবেঃ



ইয়ো ম্যান!! দিস ইস ম্যা সোনার বাংলা!!!

উই আর ডুইং দিস থিং!!

ইয়ো ইয়ো!!

আই লাভ উউউউউউউউ!!!!!!!



দেশে আজ উন্মাদনা। সবাই আজ জাতীয় সঙ্গীত গাচ্ছে!! জাতীয় সঙ্গীতের আবেগ আবার ফিরে এসেছে!! আহা কি আনন্দ আকাশে বাতাসে!!



কিন্তু কিছু আবাল এই গানের বিরোধিতা করল। তারা বলতে লাগলো,জাতীয় সঙ্গীত নিয়ে এক্সপেরিমেন্ট করা ভালো না, লিরিক্স পরিবর্তন করা ভালো না ব্লাহ ব্লাহ!!যত সব ব্যাকডেটেড, আন্সমার্ট।



চুশিল সমাজ বলতে লাগলোঃ আরে, ওরা জাতীয় সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে গায় নাই, রবিন্দ্র সঙ্গীত হিসেবে গাইসে!! খাসা যুক্তি বটে!!!







আমি সেই দিনের প্রতিক্ষায়।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: চরম লিখেছেন ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

আমি মুখতার বলেছেন: ধন্যবাদ ভাই। :)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

সিংহমামা বলেছেন: +++++++

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

আমি মুখতার বলেছেন: থাঙ্কু থাঙ্কু ;) :D

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: হাহা হাহা আপনার হিপ হপ ভার্সান শুনে কেন জানি মারাত্তক হাসি পাইল। কিন্তু পর মুহুর্তেই খারাপ লাগলো।

চরম ব্যঙ্গাত্মক পোস্ট। আমি কিন্তু আপনার মতের পক্ষে। জাতীয় সঙ্গীত বিকৃত করার বিপক্ষে। যা আজকাল করা হচ্ছে।

প্লাস সহ প্রিয়তে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

আমি মুখতার বলেছেন: ধন্যবাদ ভাই। আমাদের কথা তো কেউ বুঝলই না। সবাই ভাবে আমরা আজাইরা সমালোচনা করি। :(

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

খেয়া ঘাট বলেছেন: সুচিন্তাশীলতা আর গভীর অন্তর্দৃষ্টি ছাড়া জাতীয় সংগীত আর রবীন্দ্র সংগীতকে প্যানপ্যানিই মনে হবে। এর মর্ম আস্বাদন করার জন্য অনেক গভীরে ডুব দিয়ে একান্ত আপন মনে বসে থাকতে হয়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

আমি মুখতার বলেছেন: আমার মনে হয় এ কথা সকল গানের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে জাতীয় সঙ্গীত একজন মানুষের মনে যে আবেগ সৃষ্টি করতে পারে, অন্য কোন সঙ্গীতের পক্ষে তা সম্ভব নয়। ধন্যবাদ ভাই। :)

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার কথা হৈল, হঠাৎ কৈরা যাগো ক্ষ এর সংগীত শুইনা চুখ ভিজা গেসে আবেগে জাতীয় সঙগীতরে 'নতুন' কৈরা উপলদ্ধি কর্চে তাগো ভালুবাসা এতদিন কই আছিলো? আহারে, ক্ষ আইসা আমগো অভাগা অভেলিত জাতীয় সংগীতরে জাতে তুলচে। আগে কেউ হুনতোনা। এহন সবাই হুনে। ওগো পুজা করেন। -হাসান মাহবুব।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

আমি মুখতার বলেছেন: ও খোদা !! কি কি দিলেন, আমি তো হাঁ হাঁ প গে!!!

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৯

বোকামন বলেছেন: খেয়া ঘাট বলেছেন: সুচিন্তাশীলতা আর গভীর অন্তর্দৃষ্টি ছাড়া জাতীয় সংগীত আর রবীন্দ্র সংগীতকে প্যানপ্যানিই মনে হবে। এর মর্ম আস্বাদন করার জন্য অনেক গভীরে ডুব দিয়ে একান্ত আপন মনে বসে থাকতে হয় - সহমত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

আমি মুখতার বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: View this link

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

আমি মুখতার বলেছেন: হেতেনেও দেখি হিপ হপ গান বানাই লাইসে!!! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.