![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঠিক করেছিলাম মার্চের আগে ব্লগে আসব না, তাও আসতে বাধ্য হলাম।
বর্তমানে জামাত শিবিররা শাহবাগে আন্দোলন সমর্থনকারীদের নাস্তিক বলে আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করছে। ইতিমধ্যো অনেক মানুষ "আমার দেশ" এর দোয়ার ব্রেন ওয়াশ হয়ে গেছে। কিন্তু এর দায় কে নিবে!
আমরা সাধারন ব্লগাররা সব সময় চিল্লা ফাল্লা করি জামাতিদের নিক কেন ব্যান করা হয় না, এমন চলতে থাকলে সামু জামাতিদের খোঁয়াড় হবে। কিন্তু এখন মানুষ বলে ব্লগ নাকি নাস্তিকদের আড্ডাখানা!!!!
আমার প্রশ্ন, মডুরা কেন সেই সব জামাতি ছাগু আর ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলা নিকদের সাথে সাথে ব্যান করে না!!! করলে আজ হয়ত এই পরিস্থিতির সৃষ্টি হত না।
পরিশেষে, শাহবাগের আন্দোলন নিয়ে মানুষ নানা কথা বলতেসে। রাজিবের জানাজার ধরন নিয়ে তো আমার কান ঝালাপালা হয়ে গেছে। এর উপর শাহবাগের আন্দোলনের নেতারা যে কি ধরনের করমসুছি দিতেসে আল্লাহ মালুম! এক বন্ধু আজ বলতেসে, শাহবাগে আজকে যদি আবুল হোসেন সংহতি প্রকাশ করতে যায়, তাকেও নাকি সাদরে বরন করবে! এভাবে আন্দোলন নিয়ে নানা রকম গুজব ছড়াচ্ছে। মাঝখানে আমার মত সাধারন মানুষ নাস্তিক বলে গালি খাচ্ছে!
এবার মডুরা ছাগু আর গালিপ্রিয় নাস্তিকদের বিরুদ্ধে কঠোর কিছু করেন!!! আর শাহবাগের নেতা ভাইরা, প্লিজ বেলুন না উড়াইয়া কামের মত কর্মসূচি দেন। না দিতে পারলে রাস্তা ছাইরা বাসায় যান।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
আমি মুখতার বলেছেন: কেন জানি আমিও প্রচণ্ড বিরক্ত বোধ করতেসি। কয় দিন পর তো মনে হয় মানুষ আমাদেরকেও গালি দিবে!
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
আমার মাটি আমার মা 'বাংলাদেশ' আর কখনও পাকিস্তান কিংবা ভারত কিছুই হবে না।
আমার সহজ একটা উপলব্ধি হল - মানবতা বিরোধী অপরাধের বিচারটা আওয়ামী লীগের ভিতর থেকে আগে শুরু হলে, কাজটা সম্পাদন করা সবচেয়ে সহজ হত....
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
আমি মুখতার বলেছেন: আমি এই বিষয় নিয়া দল সাপোর্ট করি না।
রাজাকার যে দলেরই হোক না কেন তাকে ঝুলাইয়া দিতে হবে!
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
আমি মুখতার বলেছেন: (
(
(
(
(
(
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আশা করি, শাহবাগ আন্দোলন, সামুর হর্তাকর্তাদের টনক নাড়িয়ে দিবে। ব্লগারদের দাবি অনেক আগেই মডারেটররা মেনে নিলে, আজ সামুকে নিয়ে অনেক ষড়যন্ত্র গোড়াতেই ধ্বংস হয়ে যেত।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৬
আমি মুখতার বলেছেন: রাস্তায় মানুষ পারলে গালি দেয়!! এক জন বলে, আমরা নাকি ছাগুর খোঁয়াড়ে থাকি, আরেক জন বলে আমরা নাকি সব নাস্তিক!!! কই যাই!!
আর ভাই, আপনে এত দিন পর কই থেকা আইলেন!
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: না ভাই, এক বেলা নিয়মিত এসে লেখাগুলা পড়ার চেষ্টা করি। এখন তো সব শাহবাগ বিষয়ক লেখা। মাঝে মাঝে বিরক্তি আসে। তবে এই বিষয়েই লেখা হওয়া উচিত। এ কারণে আপাতত কোনো পোস্ট দিচ্ছি না।
সামহোয়্যার ইন ব্লগের বিরুদ্ধে মারাত্মক অপপ্রচার চলতেসে। জামাতিরা তো আন্দোলন অন্য দিকে ঘুরায় দেওয়ার জন্যে ধর্মকে পুঁজি করে ইস্যু বানায়েই যাইতেসে। আশা করি জনগণ তাদের কূটচালগুলোকে ধরতে পারবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
আমি মুখতার বলেছেন: এই ঝামেলা শেষ হইতে দেরি আছে, মাঝে মধ্যে ২-১ টা দিয়েন। আমি তো পুরা বোর হইয়া গেলাম।
আরে, আমগো শাহবাগিরাও তো বলদ! রাজিবরে আস্তিক বানানির কি দরকার রে ভাই! তাইলে আমগো লগে জামাতিদের পার্থক্য কি থাকল!!
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: আবার লিস্ট দেন। যেগুলো ব্যান হয়েছে সেগুলো বাদে। হবে হবে। ধীরে ধীরে সব হবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
আমি মুখতার বলেছেন: অইগুলা বাদ দিসি। আবার অ্যাড ও করতেসি!
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আসলেই। এই ঝামেলা কবে শেষ হবে কিছু বুঝা যাইতেসে না। কাল তো সাইদীর রায়।
আচ্ছা দেখি দিব। মনে করসিলাম মাসে ৫টা করে দিলে বছরে হয় ৬০টা। তাহলে অন্তত ১৯৪২ সাল পর্যন্ত কভার দেওয়া যাইত। এখন সব এলোমেলো হয়ে গেল আর কি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
আমি মুখতার বলেছেন: ভাই, এবার আপনের কাজ শুরু করেন!!! এক সাথে ২-৩ টা দিলে ইন্সাআলাহ কভার হয়ে যাবে!
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: একটা কথা, এই যে ফাসি না দিয়ে যাবজ্জীবন দিল, কিসের ভিত্তিতে দিল? আই মিন সব কিছু প্রমাণ হবার পরও কোন আইনের আওতায় কেন তাকে মৃত্যুদন্ড দেওয়া হল না? পাপ আরও কত মারাত্মক হলে মৃত্যুদণ্ড দিত?
এই ব্যাপারে ট্রাইবুনাল পক্ষ কিকিছু খোলাসা করসিল আগে?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
আমি মুখতার বলেছেন: নারে ভাই, ট্রাইব্যুনাল কি খাইয়া যে ওই রায় দিসিল, আল্লাহ মালুম!!! আমার তো মনে হয় রাজনৈতিক কারণে ওই রায় দিসে!
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
তাজ ইউ আহমেদ বলেছেন: মডু যদি জেগে ঘুমায় তাহলে আর কার দোষ দেবেন। বছরখানেক আগে ফরেক্স সম্পর্কে কয়েকটা নির্দোষ আর্টিকেল দেওয়ার পর আমাকে ব্লক করে দেওয়া হয়েছিলো। অবশ্য সাত দিন পর আনব্লক করলেও এরপর ১ বছর এই ব্লগে আসিনি। মডুদের সুমতি কামনা করি।