নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলাম,দেখলাম,ঘুমালাম।

আমি মুখতার

ব্লগ এ কিছু শেখার জন্যই আমার আসা।

আমি মুখতার › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতের শিক্ষা

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

সেদিন রাত ১১ টার দিকে বের হলাম।

গন্তব্যঃ এক চায়ের দোকানে

উদ্দেশ্যঃ চা খাবো আর হাটাহাটি করব



চায়ের দোকানে চা খাচ্ছিলাম। সাথে ২ জন লোক আর এক মহিলা যাদের মধ্যে নানা বিষয়ে কথা হচ্ছিল।



১ম লোকঃ তা নানি, গ্রামে কিছু আছে??

নানিঃ গ্রামে স্বামীর কিছু জমি ছিল, তয় নদী ভাংলে তা থাকবো না।

২য় লোকঃ তা পুলাগো লেগা কিছু করবা না?



নানিঃ অগো লেইগা আমি করমু ক্যান? পড়ালেখা শিখাইয়া মানুষ করসি কিল্লাই?? আমরাই সব করলে অরা করবো কি??



২য় লোকঃ তাই বইলা কিছু জমি কিনবা না? একটা দোকানও তো দিতে পারতা?



নানিঃ এখন আমি কিছুই করুম না। অরা দুনিয়া চুনুক, অগো রাস্তা ধরুক। অগোরে আল্লাহ্‌র নামে ছাইড়া দিসি।



১ম লোকঃ বাবার মাজারে গিয়া মানত কর। তোমার পুলা আর তোমার সব নেক আশা পূরণ হইব।



নানিঃ বাবার মাজার মানত করুম ক্যান???? আমি আল্লাহ্‌র কাসে দোয়া করুম, বাবায় মানত কবুল করার কে!!! হাশরের মাঠে তো সেও ইয়া নাফসি ইয়া নাফসি করবো!!!



২য় লোকঃ তাইলে অইখানে তো কত হুজুর মাইনসেও যায়! অরা কি না জাইন্না যায়???



নানিঃ আরে ধুর তোমগো হুজুর!! অরা নামাজের সময় অগো জুতা নিয়াই বেশি টেনশন করে!! আর মসজিদের টাকা মাইরা অরা হুজুর হয়!! শুন বেটা, আগে তোর কলব পরিষ্কার কর, নাইলে নামাজ রোজায় কিছুই হইব না।





ততক্ষণে চা খাওয়া শেষ, উঠে সরাসরি না ঘুরে বাসায় চলে আসলাম। এক গ্রামের মহিলার কাছ থেকে যে শিক্ষা পেলাম তা সহসা কোনো শহুরে শিক্ষিত বা আলেম লোকের কাছেও পাওয়া যায় না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

আহলান বলেছেন: হুম ..

২| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:০৫

নিষ্‌কর্মা বলেছেন: শিক্ষা দিবে কি, তারা তো ইসলাম বেচে খাচ্ছে। দোকানদার কি স্কুলের শিক্ষকতা করতে পারে? দেখেছেন কখনো??

৩| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

বুঝলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.