![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক খামারে অনেক পশু পাখি ছিল। অই খামারের মালিক পশু পাখিদের উপর টর্চার (!) করত।
তো, এখন সব পশু দল বেঁধে ঠিক করল মালিকের বিরুদ্ধে বিপ্লব(!) করবে!! খামারে সাম্যবাদ প্রতিষ্ঠা করবে!!
কিন্তু, সাম্যবাদ বললেই তো আর হয় না!! বিপ্লবে তো একজন লিডার লাগে!! তো, সবাই মিলে শূকররে বানাল বিপ্লবের প্রধান!!
................
অনেক ত্যাগের (!) পর বিপ্লব সফল হল। খামারের মানুষ মালিককে ওরা খেদাতে সক্ষম হল।!
বিপ্লব দীর্ঘজীবী হউক!!
............
কিন্তু সমস্যা হল অন্য জায়গায়। শুকরটা এখন ২ পায়ে হাঁটে।
........................................
এই গল্পটা আমারে এক নার্ড ফ্রেন্ড বলসিল........ সত্যি বলতে কি, আজকের বিচারের রায়, শাহবাগ ইস্যু নিয়ে ক্যান জানি গল্পটা মিলে যায়!
বিপ্লব শুধু মুখেই থাকে।
সাম্যবাদ শুধু মুখেই থাকে।
ন্যায় বিচারের আর্তনাদ শুধু মুখেই থাকে।
আমরা হলাম দাবার ঘুঁটি...
আমাদের ২-১ বার নাড়াচাড়া করবে আর পাথরের মতই থাকব।
©somewhere in net ltd.