নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘময়ীগোধূলী

স্বপ্নময় এই ভুবনে আকণ্ঠ ডুবে আছি..।.।.।.।।।

মেঘময়ীগোধূলী › বিস্তারিত পোস্টঃ

খাচ্ছি- দাচ্ছি টাইপের ছড়া

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১



ছুটে চলা





খাতা তুমি খোলা ছাতা,

মাথায় দিয়ে আমি একা ,

যাচিছ হেঁটে মেঠো পথে,

সুর তুলিয়ে বেনি দুলিয়ে,

বন পেরিয়ে ঝিল দাপিয়ে ,

থামবো আমি ইশকুলেতে,

যাচেছ দেখা ঐ দূরেতে ,

চলছি দুলে গুন গুনিয়ে ,

হঠাৎ দাঁড়িয়ে থমকে দেখি,

সূর্যি মামা গেল লুকিয়ে,

মাঠ ঘাট সব ঢাকলো মেঘে,

ছুটল বাতাস শন শো শুনিয়ে,

নামলো বৃষ্টি ঝিরঝিরিয়ে,

কোথায় আমি লুকাবো এখন ?

আস্তে আস্তে যাচিছ ভিজে,

এখন আমি করবো টা কি ?

বই সামলাবো না চুল বাঁচাবো ?

চেয়ে আছি আকাশ পানে,

বিরক্তি টা যাচেছ কেটে ,

মুগ্ধতা বোধ যাচেছ বেড়ে,

জমছে মেঘ ঈশান কোণে ,

চাষিরা সব যাচেছ ছুটে ,

নামলো বৃষ্টি ঝপঝপিয়ে,

বই খাতা সব ভিজলো ক্ষণে,

আর যাব না ইশকুলেতে,

ডাকছে ব্যাঙ ফিরছি আমি,

ভাবছি আমি যাব কোথায় ,

শুনি হঠাৎ আমার নাম,

মাথা তুলে চেয়ে দেখি,

ডাকছে মিতু হাত নাড়িয়ে ,

ধরবো মাছ সেচবো পানি,

বাহ কি মজা কি মজা !!

বই খাতা সব ফেলে আমি,

ছুটছি ক্ষেতের আইল ধরে,

পড়াশোনা সব যাচ্ছে জলে,

বলবে হয়তো মা রেগে...।।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস রিদম।
স্বাগতম ব্লগে, গুড লাক ||

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

মেঘময়ীগোধূলী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.