![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝ রাতের অনুভব...
মাঝ রাত হলে ই আমি যেন কোথায় হারিয়ে জাই...দিনের আমির সাথে রাতের আমি কত ফারাক... ভেবে পাই না, সারাদিনের নির্লিপ্ত থাকার আপ্রান প্রচেষ্টা টা যেন ফাকি দিয়ে যায়, এত আবেগ সারাদিন কোথায় লুকিয়ে থাকে?? বুকের ভিতর জমে থাকা চাপা কষ্ট গুলো যেন ডাল পালা মেলে আকাশ ছুঁতে চায় । বাঁধ ভাঙা অভিমান মান গুলো শুধু তোমায় ছুঁতে চায়... তোমার ভালবাসা... আমার স্বপ্ন ... ব্ল্যাক হল... কেন এ ই অভিনয়... ভালবাসার হাহাকার... নাকি পরাজয়ের... আজকাল চোখটা বড্ড জ্বলে , অকারনে টলমল করে , তোমাকে হারাতে দেয় না... খুব জানতে... না থাক তুমি না হয় আমার মনে ই থেকে গেলে... কল্পনা জগতে ই থাকো ... এই নিষ্ঠুর পৃথিবীর সমস্ত কালিমা থেকে আমি তোমাকে দূরে রাখব... ভালো থেকো... আমার ভালবাসা তোমাকে অনন্ত কাল জাগিয়ে রাখবে... ভালো থেকো আমার ভালবাসা...
©somewhere in net ltd.