![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ষার প্রথম বৃষ্টি ,
কদম্বকলি ,
কিংবা কালবৈশাখীর তান্ডব নৃত্য ,
টুপটাপ বৃষ্টি ,
কর্দমাক্ত পায়ে কিশোরী মেয়ের হেটে চলা ,
অথবা হাঁসদের জলকেলি ,
ঘোর আমাবর্ষায় হুতুম পেঁচার ডাক ,
কাকচক্ষু জলের মত টলটলে দীঘির পানি ,
শরত্ এর কাশফুল ,
পাখিদের নীড়ে ফেরা ,
জোছনাত্ন্সাত নদী ।
এই সব ই রয়ে যাবে ,
থাকবো না কো শুধু
তুমি আর আমি ।।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
মেঘময়ীগোধূলী বলেছেন: কি পারব ?
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২২
এহসান সাবির বলেছেন: বেশ...!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২
মেঘময়ীগোধূলী বলেছেন:
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩১
পাউডার বলেছেন:
হ। আপনে পারবেন।