![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত বরণ উৎসব ১৪২০ উপলক্ষে আমাদের ডিপামেন্টে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাই কিছু না কিছুতে অংশ গ্রহণ করছে। আমিও হেল্প করছি তবে প্রোগ্রামে আমি নাই। কারণ, নাচতে ও জানি না গাই তে ও পারি না। কি র করা । যাই পারি তাই ই করলাম। একটা কবিতা লিখেছি বসন্ত কে আমার মত করে বরণ করার জন্য... তার আগে সবাই কে বাসন্তী শুভেচছা...
ফাল্গুনি হাওয়া
ফাগুন এলো গুন গুনিয়ে,
লাগলো হাওয়া আমার প্রাণে ।
উঠল জেগে পাতার রানী ,
চোখ মেল গো ফুলকলি,
জাগুক পলাশ , আম্র মুকুল,
বেজে উঠুক প্রাণের সুর ।
মাতাল হাওয়ায় উঠছি মেতে,
সঙ্গে আছে ফুলপরী,
পাখিরা সব করছে খেলা,
ফুলেরা সব মেলছে ডানা ।
পলাশ হাসে রাজ্য জুড়ে ,
কৃষ্ণচূড়া রয় না পিছে,
ওরে আমার প্রাণের হাওয়া,
আগুন লাগা , আগুন লাগা।।
জাগুক মন,
সুপ্ত প্রাণ ,
করুক দান আজীবন ।
কাঙ্গারি সে ভালবাসার
জাগিয়ে তুলোক হাজারো প্রাণ ।।
ফাগুনের দোলা লাগুক প্রাণে,
ছড়িয়ে পড়ুক সবখানে...
শুভ বসন্ত বরণ উৎসব ১৪২০।।
©somewhere in net ltd.