![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্লান্ত, আমি শান্ত... আমি অবসন্ন
আমি রিক্ত...
আমি বিরক্ত...
এই পৃথিবীর নির্মমতা ... নিষ্ঠুরতা
আমায় আর কাঁদায় না,
কোন কিছুতেই আর যায় আসে না।
ভালো থাকার অভিনয়,
মিথ্যের মায়া,
লোভের বাড়াবাড়ি,
অবিরত চাওয়া ...
হিংসের আগুনে জ্বলন্ত নাকি
ক্রোধানলে তপ্ত মুখখানা ?
দেখে শুধু করুনা জাগে।
শুধু করুনা ।। আর কিচ্ছু না।
অবাক হতে ভুলে গেছি,
এক সময় হতাম।।
প্রচণ্ড অবাক হয়ে ভাবতাম,
বিদাতার এ কি নিষ্ঠুর খেলা,
চারিদিকে কেন এই অসমতা??
কারো পান্তা আনতে নুন ফুরায়...
আর কারো হয় বদহজম ...
কেউ ঘুমে চোখ খুলতে পারে না ,
আর কেউ বিনিদ্র রাত্রি যাপন করে।
সব দেখে শুনে বরং প্রচণ্ড হাসি পায়।।।
এই রঙ্গমঞ্চে শুধু হাততালি দেওয়া ছাড়া আর কিছুই করার নেই।।
সোনার চামচ মুখে না নিয়ে জন্মানোটা যে
কতবড় পাপ, তা শুধু ভুক্তভোগী ই জানে।
তবে কেন ?? কেন এই
অসমতা, নৈরাজ্য, নির্লজ্জতা, বেহায়াপনা... কেন??
কিসের জন্য??
ভালো থাকার জন্য?? নাকি সুখ ?
সুখ ... সে তো অলীক,
শান্তি ...সে তো মায়া ,
ভালবাসা ... সে তো ছলনা,
সততা ... সে তো দারিদ্রতা
এই ধরণীর রূপ মাধুর্য ... আমায় আর টানে না।
আনন্দ আমায় আর স্পর্শ করে না ,
বিষণ্ণ এই বেঁচে থাকা...
এর চেয়ে মরে যাওয়াও ভালো।।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।