নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রোমোজোমের পারমিউটেসনে আজ এপর্যন্ত!

মেটাফেজ

জীবনের শুরু

মেটাফেজ › বিস্তারিত পোস্টঃ

মহা সমন্বয়, আপনি মুক্তমনাও না নাস্তিকও না, আপনি সিম্পলি একজন ফ্লাডিং করা ইডিয়ট

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৩৫

মডারেটর, বাংলাদেশে মুসলিম মানেই জামায়াত ইসলাম প্রচার করা এই ফ্লাডার ব্লগারের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি।


হ্যাঁ, মহা সমন্বয় আপনাকেই বলছি। আপনি মুক্তমনাও না নাস্তিকও না, আপনি সিম্পলি একজন ইডিয়ট যে অনর্থক বকবক করতে আর ফ্লাডিং করতে পছন্দ করেন। পোস্টের পর পোস্ট ভাসায়া ফেলছেন একটা ছবি দিয়া যে মুসলিম মানেই সাধারণ জনতাকে পিটায়া শোয়ায়া ফেলছে, সাধারণ জনতার মধ্যে যে মুসলিমও আছে, সেইটা আপনার মাথায় একবারও কাজ করতাসে না অথবা সেইটা কখনও স্বীকার করার ইচ্ছাও আপনার নাই। একটা ন্যাশনাল ক্রাইসিসের সময় এরকম চুলকানি থাকা যে মানসীক রুগির লক্ষণ, এইটা বুঝা উচিত। উদাসী স্বপ্নের পোস্টে বারবার ল্যাদাইতাছেন যে বাংলাদেশে ইসলাম মানেই জামায়াত ইসলাম। আপনি মানসীক চিকিৎসা করান। এই ব্লগে আপনার মত ইডিয়ট আর একজনই ছিল আরিফুর নামে। আরিফুর খিস্তি খেউর করত আর আপনি নিচের ছবি ফ্লাডিং করেন।



জামায়াত মানেই বাংলাদেশি মুসলিম এরকম উসকানিমূলক লেখা মগবাজারের ওয়ালে যায়া লেখেন, কাজে দিবে।


#আপডেট#
মহা সমন্বয় নিজের কার্যকলাপরে এখন সার্কাজমের দোহাই দিয়া পোস্ট দিতাসেন =p~ =p~=p~=p~=p~=p~ উনার চুলকানিমূলক আরও দুইচাইরটা কার্যকলাপের উদাহরণ দেখা যাক,

উনার মাফ চাওয়া পোস্টের পয়লা প্যারা,

বিজ্ঞ মডারেটরগণদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি যদি ফ্লাডিং করেই থাকি, ( উনারা ফতওয়া দিচ্ছেন এটা নাকি রাষ্ট্রের জন্য অনেক ক্ষতিকারক। ) তাহলে আমাকে পরোপুরি ব্যান করলেও আমার আপত্তি নেই। জোড় করে কারও ঘারের উপর বসে থাকতে চাই না। :)
আমি মনে করি দেশ ও জাতির জন্য ক্ষতিকারক তারাই যারা মানুষকে গভীর অন্ধকারের দিকে আহ্বান করে ও অলীক বিশ্বাস নামক ভ্রান্তবাদে মানুষকে আকৃষ্ট করে ও বিভ্রান্ত করে।


উনার ফাতরামি ব্লগিং এর প্রতিবাদ কর্সি বৈলা সুজা ট্যাগ মাইরা দিল এইটা নাকি ফতোয়া।

ভদ্রলোকের নাম লেইখা গুগল কর্লাম। যে কমেন্টের ফটোগুলো আসল, দুইটা রাক্লাম এইখানে।


তাইলে মুসলিম কে আর জঙ্গি কে? পার্থক্যটা কোন জায়গায়? একটা কমেন্টও দেক্লাম না যেখানে কোন পার্থক্য রাখা হৈসে। এমনকি পোস্ট যেইটা করসে মাফ চায়া সেখানেও ধার্মিক মানেই ভোদাই কিসিমের কোন একটা প্রাণী এরকমই মেনশন করা হৈসে।

একটা দেশের এরকম ইমার্জেন্সির সময়ও এই টাইপের *দা*দি যে করে সে মানসীক রুগি না হৈলে কে মানসিক রুগি? ফেসবুকেও দেক্লাম আমারে মুমিন বৈলা মসকরা কৈরা গালি দিতে ছাড়ে নাই। এইগুলার মানে কি? সকালে এতগুলা পোস্টে জামায়াত আর সাধারণ মানুষ লেইখা ল্যাদান হৈল, ঐটা ফ্লাডিং না হৈলে ফ্লাডিং কোনটা?

মহা সমন্বয়, আপ্নের পোস্টে কমেন্ট কর্তে রুচিতে কুলাইল না, তাই এইখানেই লেক্তাসি। যার কাছে মুসলিম/জঙ্গি মুসলিম/জামায়াতের জারজদের পার্থক্য ক্লিয়ার না কিন্তু নিজের মতামত সবাইরে গিলানোর ব্যাপারে ষোলআনা আগ্রহ তার বালের আলাপ আমার নতুন কৈরা না শুনলেও চল্বে। সেজন্যই আপ্নারে ব্লক কৈরা রাক্সি। আর সারা সকাল যেমনে মুসলিম মানেই জঙ্গি লিখা ল্যাদাইসেন, আপ্নের ল্যাদানি সাফ করার মানসিকতা আমার নাই।



#update-2#




এই মহা সমন্বয় যে মানসীক রুগি তার আরও কিছু প্রমাণ দেক্লাম তার বাল্পুষ্টের লাস্ট কমেন্টে। প্রমান দেখাইতে বলসে।

আমি একবারও বলি নাই আমারে নিয়া সে পোস্ট দিসে। আমি বলসি সে ফেসবুকে উদাসীরে যে পোস্ট শেয়ার করসে, সেইখানেও আমারে ব্যঙ্গ কৈরা মুমিন বলতে ছাড়ে নাই।

ভদ্রলোকের নতুন অমর বাণী "একই কমেন্ট অনেকগুলো পোস্টে করা সামুর নীতি বহির্ভুত যদিও আমি তা জানতাম না"
=p~ =p~ =p~ =p~ =p~

জানার দরকারও নাই। চুলকানি উঠলে সেটা সামাল দিতে মানুষ অনেক কিছুই করে, আপ্নে মুসলমানদের খুচান আরকি =p~

আর ফাইনালি আপনে মানুষিক রুগি কারণ, বারবার একই জিনিষ বলা হৈতাসে যে আপনে সব মুসলিমরে একই পাল্লায় মাপতাসেন, আপনার কাছে মুসলমান মানেই জঙ্গি, সেইটা গতকালকে মারা যাওয়া পুলিশ হোক, বাংলাদেশি সাধারণ মানুষ হোক আর লাদেন হোক আর জামাতি জারজই হোক। যেই ছবিটা সকালে সবখানে ল্যাদাইছেন সেইটাতেও সেইম জিনিষই বলছেন, পিটায় খালি জামায়াত, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোন মুসলিম নাই। এবং এখনও সমানে আমারে ধর্মান্ধের ট্যাগিংই কর্তাসেন, আপনের লাস্ট োনের কমেন্টেও বলসেন আপনার বাল্পুস্টে কমেন্ট না কর্লে আমি ধর্মান্ধ হমু আর শান্তিকামী হৈতে পারুম না।


আপনে মুক্তমনা নাকি নাস্তিক নাকি সন্দেহবাদী নাকি দুনিয়ার অসংখ্য ধর্মের কোনটার অনুসারী তাতে আমার বিন্দুমাত্র যায় আসেনা। কিন্তু আপ্নে জেনারালাইজেশন কৈরা ফ্লাডিং করবেন দেশের এরকম একটা সিরিয়াস সময়ে আর মুসলিম মানেই জামায়াত লেখবেন, তাইলে আপ্নের সাথে আমার লাগবেই। ৭ নাম্বার কমেন্টেও একজন সেইম কথা বৈলা গেসে, পড়েন। মুক্তমনারা মিছা কথা কয় না, কোন জায়গায় কৈছি হেরা মিছা কথা কয়? আমি কৈছি আপনে একটা ইডিয়ট, আপ্নের মত জেনারালাইজ কৈরা সবাইরে বলি নাই। এই ব্লগে এক সময় পারভেজ, নাস্তিকের ধর্মকথা নামে দুইজন ব্লগাইত, হেগর লেখা পড়ার জন্য তালগাছীরা অপেক্ষা করত। আপনে একজন পোজার আর ইডিয়ট ছাড়া কিছুই না।

আপ্নের আর কোন বালছাল প্রশ্নের উত্তর দিমু না, আমার সময়ের দাম আছে। আমি আমার দেশে জামায়াত পোন্দায়া বহুত সুখে আছি, মনে যা আসে লেইখা জার্মানিতে হিজরত মারার জন্য আমি পাগল না B-)

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৪৩

ভ্রষ্ট লেখক বলেছেন: যুক্তিবাদী পোষ্ট। কঠিন বানী অইসব মানুষদের জন্য
X(

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৫০

মেটাফেজ বলেছেন: ধর্ম/বিশ্বাস যার যার ব্যক্তিগত বিষয়। কেউ মুক্তমনা হৈতেই পারে। তাই বইলা বাংলাদেশি মুসলিম মানেই জামাতে ইসলাম এইডা কোন ধরণের ফাইজলামি? পোস্টে পোস্টে ধর্মকারীর বালের ছবি দিয়া ভরায়া ফেলতাসে।

২| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৫৬

রাশা নোয়েল বলেছেন: এই ফ্লাডার কয়েকদিন আমার ওয়ালে এসেও বিরক্ত করত।

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:০২

মেটাফেজ বলেছেন: এর ইসলামপ্রীতি শুধু ব্লগে সীমাবদ্ধ না, ফেসবুকেও একই কাজ কৈরা বেড়ায়। ইসলাম শব্দটা দেখলেই অন্ধকার যুগের রেফারেন্স না দিয়া থাকতে পারেনা।

৩| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৫৭

বাংলার জামিনদার বলেছেন: ইহা সহি ইসলাম নয়, ইসলাম ইহা সমর্থন করেনা। যেই সব মোনাফেক এইসব কথা বলে জংগীদের কুকাম যায়েজ করার চেষ্টা করে, সবার আগে তাদের পিঠের চামড়া তোলা উচিৎ।

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:০৪

মেটাফেজ বলেছেন: ফাইজলামির একটা সীমা থাকা উচিত।

৪| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:০২

মিঃ অলিম্পিক বলেছেন: আরে বড় করে একটা খিস্তি ছারলেন মনে হয়!!

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:০৬

মেটাফেজ বলেছেন: একটা ন্যাশনাল ক্রাইসিসের সময় এরকম চুলকানি থাকা যে মানসীক রুগির লক্ষণ, এইটা বুঝা উচিত। যে পুলিশ দুইজন মারা গেছে হেরা মুসলমান ছিল, যারা উদ্ধার অভিযানে গেছে খুজলে দেখা যাইব হেরাও বেশিরভাগ মুসলিম ছিল। চিটাগাং-এ যে পুলিশের বউরে মারা হৈছে জঙ্গী পো*নোর জন্য, সেও মুসলিম ছিল।

৫| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৫৬

ক্লে ডল বলেছেন: বি কুল স্যার! বি কুল!
ফ্লাডিং এর বিরুদ্ধে নাকি মডুরা ব্যবস্থা নেয় শুনেছি। :D

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:০৬

মেটাফেজ বলেছেন: আমি আন্তরীকভাবেই ঠান্ডা আছি। ন্যশনাল ক্রাইসিসের সময় এরকম জাউরামি ভাল লাগে নাই বইলাই লেখছি আরকি।

৬| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:১৪

উদাসী স্বপ্ন বলেছেন: স্নাপশট গুলো দেখে মনে হচ্ছে আমার পোস্টের কমেন্ট সেকশন থেকে নিয়েছেন। এখন কথা হলো আমার পোস্টের ফ্লাডিং বা যাই করুক, আমি বিরক্ত কিছু হইছি বৈকি, কিন্তু তা নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া চাচ্ছি না।

আমি চাই মুক্ত মত এবং বাকস্বাধীনতার পূর্ন অধিকার। সে যদি অন্য কারো পোস্টে ফ্লাডিং করে তার দায়িত্ব আমি নেবো না। কিন্তু আমার পোস্টে করলে আমি তার দায়িত্ব নেবো। সে যাই বলুক, আমি তাকে যুক্তি দিয়ে বোঝাবো, বোঝাপড়াটা হবে তার সাথে আমার মধ্যে। তবু নাছোড়বান্দা হলে আমি তখন তাকে আমার মতো হ্যান্ডেল, আমি মনে করি আমার সেই অধিকার এবং যোগ্যতা দুটোই আছে। প্লিজ আমার পোস্টের কোনো কমেন্ট নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। আমার পোস্ট বা আমার কমেন্ট নিয়ে কেউ প্রতিক্রিয়া দেখাক আমি তাকে স্বাগতম জানাই অবশ্যই এবং সেই অধিকার যে কারও আছে।


হ্যাপী ব্লগীং

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩২

মেটাফেজ বলেছেন: আমি আপনার পোস্ট থিকা ফ্লাডিং-এর আইটেমটা নেই নাই। এই লোকের সকালের করা সবকয়টা কমেন্ট চেক করেন, কালকের হামলা রিলেটেড যে কয়টা পোস্ট পাইছে সবকয়টাতে সেইম জিনিষ ফ্লাডিং কর্সে।

আমি আপনারে ডিফেন্ড করি নাই, আপনারে ডিফেন্ড করার দরকারও নাই আমার। আমার আপত্তিটা হৈল দেশের এরকম একটা বিপর্যয়ে এরকম পু@পু@ করার কারণটা কি তার? আপনার পোস্টে সমানে ত্যানা পেচাইছে ধার্মিক মানেই ভোদাই মুমিন। কারও ফ্লেক্সিবিলির সুযোগ নিয়ে ফাতরামি করার মানে কি? সেইটা অবশ্য আপনার আর উনার ব্যাপার।

দেক্লাম লেক্সে হের কমেন্টে নাকি রাষ্ট্রের ক্ষতি হৈসে এরকম দাবি উঠসে ব্লগ থিক্যা। কে কর্সে দাবিটা? তবে কয়েকজন বিরক্তি প্রকাশ কর্সে দেশের এই বিপদের সময় ফাতরামি করা নিয়া। দুইটা এক হৈল কেম্নে?

শুনেন ভাই, কেউ যখন সমানে কাউরে ট্যাগ করে, নিজেও দুয়েক জায়গায় ট্যাগ খাবেই। ইহা নিউটনের থার্ড ল।

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৪০

মেটাফেজ বলেছেন: আর মুসলমান মানেই ধর্মান্ধ এইটা বলার রাইট কে দিসে হেরে? কোন জায়গার কোন #লটা হে যে হের সার্টিফিকেট নিয়া মানুষরে ধর্মকর্ম কর্তে হৈব? হের একটা কমেন্ট খুজলে এখনও পাওয়া যাইব যেখানে মগজ সরায়া কোরান শরীফ ঢুকায়া দেওয়ার পর মুমিন মুসলমান হয়া কল্লা কাটা শুরু কর্সে একজন। এইটা কোনধরণের ট্যাগিং ভাই?

আপনার পোস্টেও দেক্লাম আমারে তাচ্ছিল্য রুপক হিসাবে "একজন মুমিন" দিয়া সম্বোধন কর্সে। কেন?

৭| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:১৮

শ্রাবণধারা বলেছেন: মহা সমন্বয় মানসিক ভাবে অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন । আমি এটা তাকে অসম্মান করে বা কোন রকম অতিরন্জ্ঞিত করে বলছিনা, নিরপেক্ষ ভাবেই বলছি । আপনি তার ব্লগের পোস্টগুলো পড়লে এটা নিজেই বুঝতে পারবেন ।

তার সমস্যাটা এক প্রকারের কুইক্সোটিক প্রবলেম । তিনি একধরণের হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে নিজেকে ব্লগার-নাইট ভাবছেন আর ধর্মান্ধদের সাথে কাল্পনিক যুদ্ধ করছেন । আরও লক্ষ করুন তার প্রতিপক্ষ খুবই নিম্নস্তরের, নিম্নরুচি আর বুদ্ধির ধর্মান্ধ একটা শ্রেণি।

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৪

মেটাফেজ বলেছেন: সেইটাই। আমার আপত্তি হৈল জঙ্গি, সাধারণ মানুষ সবা মুসলিমরেই একই পাল্লায় মাপাটা। কালকে যে পুলিশটা গুলি খায়া মারা গেসে, সেও কিন্তু জিম্মিদের বাচাইতে যায়াই মারা গেসে। হের ডেফিনিশনে দুইজনের মধ্যে কোন পার্থক্য নাই।

৮| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:২৫

মেটাফেজ বলেছেন: মহা সমন্বয় নিজের কার্যকলাপরে এখন সার্কাজমের দোহাই দিয়া পোস্ট দিতাসেন =p~ =p~=p~=p~=p~=p~ উনার চুলকানিমূলক আরও দুইচাইরটা কার্যকলাপের উদাহরণ দেখা যাক,

উনার মাফ চাওয়া পোস্টের পয়লা প্যারা,

বিজ্ঞ মডারেটরগণদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি যদি ফ্লাডিং করেই থাকি, ( উনারা ফতওয়া দিচ্ছেন এটা নাকি রাষ্ট্রের জন্য অনেক ক্ষতিকারক। ) তাহলে আমাকে পরোপুরি ব্যান করলেও আমার আপত্তি নেই। জোড় করে কারও ঘারের উপর বসে থাকতে চাই না। :)
আমি মনে করি দেশ ও জাতির জন্য ক্ষতিকারক তারাই যারা মানুষকে গভীর অন্ধকারের দিকে আহ্বান করে ও অলীক বিশ্বাস নামক ভ্রান্তবাদে মানুষকে আকৃষ্ট করে ও বিভ্রান্ত করে।


উনার ফাতরামি ব্লগিং এর প্রতিবাদ কর্সি বৈলা সুজা ট্যাগ মাইরা দিল এইটা নাকি ফতোয়া।

ভদ্রলোকের নাম লেইখা গুগল কর্লাম। যে কমেন্টের ফটোগুলো আসল, দুইটা রাক্লাম এইখানে।


তাইলে মুসলিম কে আর জঙ্গি কে? পার্থক্যটা কোন জায়গায়? একটা কমেন্টও দেক্লাম না যেখানে কোন পার্থক্য রাখা হৈসে। এমনকি পোস্ট যেইটা করসে মাফ চায়া সেখানেও ধার্মিক মানেই ভোদাই কিসিমের কোন একটা প্রাণী এরকমই মেনশন করা হৈসে।

একটা দেশের এরকম ইমার্জেন্সির সময়ও এই টাইপের *দা*দি যে করে সে মানসীক রুগি না হৈলে কে মানসিক রুগি? ফেসবুকেও দেক্লাম আমারে মুমিন বৈলা মসকরা কৈরা গালি দিতে ছাড়ে নাই। এইগুলার মানে কি? সকালে এতগুলা পোস্টে জামায়াত আর সাধারণ মানুষ লেইখা ল্যাদান হৈল, ঐটা ফ্লাডিং না হৈলে ফ্লাডিং কোনটা?

৯| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৯

উদাসী স্বপ্ন বলেছেন: যদি তিনি অন্যপোস্টে এই একই কমেন্ট করে ফ্লাডিং করে তাহলে আপনি রিপোর্ট করেন। ফ্লাডিং করাটা ক্রাইম। এক্ষেত্রে আমি আপনাকে সমর্থন জানাতে পারি যদি সবগুলা পোস্টেই এই ফ্লাডিং করে।তাহলে আমার পোস্টের থেকে কমেন্ট গুলোর স্নাপশট সরিয়ে ফেলার অনুরোধ রইলো। এটা আমি এভাবেই বুঝাম কারন টাইম স্ট্যাম্প হুবহু মিলে গেছে। কারন আমার পোস্টের কমেন্টের ব্যাপারে আমার কোনো আপত্তি বা গররাজী নাই

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৪২

মেটাফেজ বলেছেন: সরায়া দিসি :)

১০| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

১১| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:০১

মেটাফেজ বলেছেন:



এই মহা সমন্বয় যে মানসীক রুগি তার আরও কিছু প্রমাণ দেক্লাম তার বাল্পুষ্টের লাস্ট কমেন্টে। প্রমান দেখাইতে বলসে।

আমি একবারও বলি নাই আমারে নিয়া সে পোস্ট দিসে। আমি বলসি সে ফেসবুকে উদাসীরে যে পোস্ট শেয়ার করসে, সেইখানেও আমারে ব্যঙ্গ কৈরা মুমিন বলতে ছাড়ে নাই।

ভদ্রলোকের নতুন অমর বাণী "একই কমেন্ট অনেকগুলো পোস্টে করা সামুর নীতি বহির্ভুত যদিও আমি তা জানতাম না"
=p~ =p~ =p~ =p~ =p~

জানার দরকারও নাই। চুলকানি উঠলে সেটা সামাল দিতে মানুষ অনেক কিছুই করে, আপ্নে মুসলমানদের খুচান আরকি =p~

আর ফাইনালি আপনে মানুষিক রুগি কারণ, বারবার একই জিনিষ বলা হৈতাসে যে আপনে সব মুসলিমরে একই পাল্লায় মাপতাসেন, আপনার কাছে মুসলমান মানেই জঙ্গি, সেইটা গতকালকে মারা যাওয়া পুলিশ হোক, বাংলাদেশি সাধারণ মানুষ হোক আর লাদেন হোক আর জামাতি জারজই হোক। যেই ছবিটা সকালে সবখানে ল্যাদাইছেন সেইটাতেও সেইম জিনিষই বলছেন, পিটায় খালি জামায়াত, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোন মুসলিম নাই। এবং এখনও সমানে আমারে ধর্মান্ধের ট্যাগিংই কর্তাসেন, আপনের লাস্ট োনের কমেন্টেও বলসেন আপনার বাল্পুস্টে কমেন্ট না কর্লে আমি ধর্মান্ধ হমু আর শান্তিকামী হৈতে পারুম না।


আপনে মুক্তমনা নাকি নাস্তিক নাকি সন্দেহবাদী নাকি দুনিয়ার অসংখ্য ধর্মের কোনটার অনুসারী তাতে আমার বিন্দুমাত্র যায় আসেনা। কিন্তু আপ্নে জেনারালাইজেশন কৈরা ফ্লাডিং করবেন দেশের এরকম একটা সিরিয়াস সময়ে আর মুসলিম মানেই জামায়াত লেখবেন, তাইলে আপ্নের সাথে আমার লাগবেই। ৭ নাম্বার কমেন্টেও একজন সেইম কথা বৈলা গেসে, পড়েন। মুক্তমনারা মিছা কথা কয় না, কোন জায়গায় কৈছি হেরা মিছা কথা কয়? আমি কৈছি আপনে একটা ইডিয়ট, আপ্নের মত জেনারালাইজ কৈরা সবাইরে বলি নাই। এই ব্লগে এক সময় পারভেজ, নাস্তিকের ধর্মকথা নামে দুইজন ব্লগাইত, হেগর লেখা পড়ার জন্য তালগাছীরা অপেক্ষা করত। আপনে একজন পোজার আর ইডিয়ট ছাড়া কিছুই না।

আপ্নের আর কোন বালছাল প্রশ্নের উত্তর দিমু না, আমার সময়ের দাম আছে। আমি আমার দেশে জামায়াত পোন্দায়া বহুত সুখে আছি, মনে যা আসে লেইখা জার্মানিতে হিজরত মারার জন্য আমি পাগল না B-)

১২| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:৪০

Jahirul Sarker বলেছেন: সবকিছু একটু কেমন যেনো হইয়া গেল

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:২১

মেটাফেজ বলেছেন: দেখা যাইতাছে মহা সমান্বয় নামের পোজার ইডিয়টরে এতভাবে বলার পরও আমারে ধর্মান্ধই ডাইকা যাবে =p~ এখন পর্যন্ত একবারও আমি কোন মুক্তমনারে কিছু বলি নাই খালি ইডিয়টরে ইডিয়ট বলসি এই কারণে আমি ধর্মান্ধ।
উখে, লেটস প্লে B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.