নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রোমোজোমের পারমিউটেসনে আজ এপর্যন্ত!

মেটাফেজ

জীবনের শুরু

মেটাফেজ › বিস্তারিত পোস্টঃ

এত উত্তাপ লইয়া আমি কি করিব? কালের দুর্জয় লেখক সিপাহসালার সমীপে... ;)

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৮


আজিকার দিবসগুলোতে সামু খুলিলেই দেখি একজন সিপাহসালারের লেখায় পাঠকের ঝড়। সকলে যখন শীতল সামুতে অবগাহন করিতেছে, মন্তব্য আর পাঠকের অভাবে ধুকিয়া মরিতেছেন, সেখানে সিপাহসালার ভ্রাতার ব্লগ খুলিলেই মনে হয় "ওমা! ভ্রাতা এত জনপ্রিয়।" শুধুই উত্তাপ আর উত্তাপ।

রাত্রি এক ঘটিকায় প্রয়াত পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার জন্মদিন বিগত মহোদয়ের বিধবা দারা/পরিজন/প্রাক্তন দলও বোধ করি উদযাপন করেন না। সিপাহসালার ভদ্দরনোক করেন এবং করিলে সামুতে ১০৯৪ বার দমকলে দূরালাপনী চালাইতে হয়। সাধু সাধু!

অতি প্রাত্যুশে, ভোর ছয় ঘটিকায় জাতীয়তাবাদীদের কেন্দ্র আর তৃণের গোলযোগ মিটাইতে উনি চেষ্টা করিলে সেখানেও হাজারবার আগুন লাগিয়া যায়। অতি উত্তম।

দেশের জনগণ সংগীত পিপাসু বটে। পশ্চিমা সংগীতের স্বদেশী আদলে যাহারা দেশীয় সংগীতের শ্লীলতাহানী ঘটায়, উহাদের জয়বাংলা সংগীত আসরের লেখায় প্রায় আড়াই হাজার নিবেদিত প্রাণ, উদ্দাম ভক্ত পাঠক সিপাহসালার ভ্রাতাকে সাহস যুগাইয়া আসেন। আহা।

আরও অতীতে যাইব না; অতীতের মল ঘাটাইতে নাই, বলিয়াছেন কবিগুরুর প্রেয়সী। গমন করিলে দেখিবেন জাতীয়তাবাদী দল ভবিষ্যতে কি করিবে সে বিষয়ে সিপাহসালার ভ্রাতার চিন্তায় দশসহস্রবার দমকল ছুটিয়া গিয়াছে! ট্রাম্পের বঙ্গের পিরান গায়ে চাপাইয়া শপথের খবরে ছয়হাজার বার পাঠক গমন করিয়াছে। নতুন বিমানবন্দরের স্বপনের পানে ছুটিয়া গিয়াছে আরও ছয়হাজার ভক্ত।

তবু সামুতে নাকি উত্তাপ নাই আগের মত!!
এসবই বিরোধী দলের ষড়যন্ত্র X((

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:০২

আরইউ বলেছেন: হা হা হা। অটো লাইকার এখনো কী আছে সামহোয়ারে? নাকি Ctr+F5 চেপে বসে থাকেন উনি?

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:১২

মেটাফেজ বলেছেন: উনাকে বুঝিতে ঈশ্বর ফেল, আমি অতি ক্ষুদ্র প্রাণী ;)

২| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:১২

মোস্তফা সোহেল বলেছেন: আমিও এইটা বুঝি না কেমনে কি। ব্লগেও কি তাহলে ভুয় লাইক কিম্বা ভুয়া ভিউ আছে।

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:১৪

মেটাফেজ বলেছেন: উনাকে বুঝিতে ঈশ্বর ফেল, আমি অতি ক্ষুদ্র প্রাণী ;)

৩| ০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:৫৫

ক্লে ডল বলেছেন: "সহব্লগার সিপাহ সালার এর দাবীঃ
আর আমার সহব্লগার সিপাহ সালার যখন জানতে পারলেন আমি এমন চ্যাট অপশন চেয়ে পোষ্ট দেব তখন তিনি আমাকে অনুরোধ করলেন আমি যেন উনার দাবিটিও এখানে পেশ করি। উনি আসলে দাবি করেছেন আলোচিত পাতার উপরে “নির্দিষ্ট সর্বাধিক পঠিত” নামে একটা জায়গা করতে। কারণ উনি ম্যাজিক ট্রিক ইউজ করতে করতে ক্লান্ত। তাই নিজের জন্য আলাদা করে একটা জায়গা চেয়েছেন। যেখানে তিনি পত্রিকার লিংকসহ দলীয় নিউজগুলো তুলে দিতে পারেন। এতে সাধারণ ব্লগারদেরই সুবিধা বেশি। আশা করি কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।"

আমার শেষ পোষ্ট থেকে কিছু অংশ তুলে দিলাম।

তবে তাহাকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করিলেই মন্তব্য ডিলিট করিয়া দেন! :((

আজকে একজন নিজের মাল্টি দিয়ে নিজের পোষ্টে লাইক দিল। বললাম। নির্দোষ মন্তব্য খানা ডিলিট করে দিল! :((
:(( :((

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮

মেটাফেজ বলেছেন: মন্তব্য ডিলিট করে নাকি? কয়েকটা পোস্টে দেখলাম কয়েকজন বলসে রিফ্রেশার চালানির কথা; হুমহাম কিছুই করে নাই।

৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:১২

কালীদাস বলেছেন: এই বেটারে আমিও খেয়াল করছি। নিজের বেশিরভাগ পোস্টই গানের উপর, ব্লগের চরম রমরমা সময়েও একদিনে এক হাজারবারের বেশি কোনদিন কেউ পড়ে নাই। আর এখন এই মেকি ইন্টারএকশনের টাইমে নাকি হের ইডিয়টিক লেখা পাবলিক একদিনে আড়াই হাজার বার পড়ে। এখনও দেখলাম সর্বোচ্চ পাঠের সেকশনে হের একটা নিশানা ঝুলতাছে। তামশা।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:০৯

মেটাফেজ বলেছেন: সবই কালা জাদুর খেলা B-))

৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:১০

গেম চেঞ্জার বলেছেন: উনার ৫০০০ পঠিত পোস্ট একদিনেই হয়ে যায়! আর সারা মাসে একটাও হিট পড়ে না!! B-))

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪০

মেটাফেজ বলেছেন: উনাকে বুঝিতে ঈশ্বর ফেল, আমি অতি ক্ষুদ্র প্রাণী ;)

৬| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


উনাকে নিয়ে কেন মনোকস্ট?

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৯

মেটাফেজ বলেছেন: আমার মনোকষ্টের কারণ সিপাহসালার টেকা পায়া আজাইড়া পোস্ট করে আর আপনে টেকা না পায়াও আজাইড়া পোস্ট আর মন্তব্য করেন। পোস্ট না দিলে কানবেন আবার আপনারে নিয়া পোস্ট দিলেও কানবেন তাইলে যামু কই?

৭| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৩

বিজন রয় বলেছেন: হা হা হা.......
ওনার যে কোথায় শান্তি!!

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

মেটাফেজ বলেছেন: টেকা, টেকা B-))

৮| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪

বিজন রয় বলেছেন: ওনি তো মনে হয় টাকার বিনিময়ে এটা করে থাকেন।

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

মেটাফেজ বলেছেন: সবই কালা জাদুর খেলা B-))

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৯:১৫

উদাসী স্বপ্ন বলেছেন: অনেক আগে এই নামের এক ব্লগার ছিলেন। উনি আওয়ামী পন্থী হলেও গঠনমূলক লেখা লিখতেন যতদূর ঠাহর করতে পারি। ইনিই কি সে নাকি?

১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

মেটাফেজ বলেছেন: কঠিন চিন্তার বিষয় ;)

১০| ২৫ শে মে, ২০২৪ সকাল ৯:২৩

গোবিন্দলগোবেচারা বলেছেন: কত বিচিত্র এই ব্লগ।
টাকা ইনকাম করার জন্য কিভাবে পোস্ট করতে হয় জানলে চেষ্টা করে দেখতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.