নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রোমোজোমের পারমিউটেসনে আজ এপর্যন্ত!

মেটাফেজ

জীবনের শুরু

মেটাফেজ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে এত ধর্ষণ বাড়ছে কেন ইদানিংকালে?

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৬

কারণ ধর্ষণকারীর শাস্তি খুব আহামরি না। দৃষ্টান্তমূলক না। দুর্বল আইনের ফাঁক দিয়ে সব কয়টা জানোয়ার সহজেই ছাড়া পেয়ে যাচ্ছে।

বড় রাজনৈতিক দলদুইটা কখনই ধর্ষণকারীর প্রতি শক্ত ব্যবস্হা নেয়নি। লীগ এক্ষেত্রে কোন দলের সাথে তেমন কোন পার্থক্য রাখে না। দলের সময় সংখ্যালঘু গণধর্ষণ, জাহাঙ্গীরনগরে একজনের সেঞ্চুরী উদযাপন সেটাই প্রমাণ করে।

জনমত গড়ে তুলতে হবে। ধর্ষণকারীকে সবার সামনে আগুনে পুড়িয়ে মারার মত কিছু ঘটনা ঘটাতে হবে। ধর্ষণকারীর পরিবারকে সমাজচুত করতে হবে। নাহলে এই ভাইরাস সারবে না।


নারীর প্রতি সম্মান বাড়ানো নিয়ে জ্ঞানীগুণীরা অনেক স্ট্যটাস ঝরিয়েছে গত কয়েক মাস। এখন সময় মাঠে নামার।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৫

বিজন রয় বলেছেন: শাস্তি অপরাধ নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু কতটা?

মানুষের নৈতিক অধপতন ঠেকাবেন কিভাবে?

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮

মেটাফেজ বলেছেন: বাঙ্গালী ডান্ডার ভক্ত। আপনে নীতিকথা সারাবছর ঝাইড়াও এগরে পথে আন্তে পার্বেন্না। নীতিকথা অনেক প্রচার করা হৈসে, লাভ হয়নাই।

২| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশের আবহাওয়া ও খাবার দাবার
যৌন উত্তেজক বিধায় ধর্ষণ বেড়ে যাচ্ছে।
আতপ চালের ভাত এবং শুটকি ভর্তা খাওয়া
প্রচলন করতে হবে।

০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

মেটাফেজ বলেছেন: আজাইরা প্যাটপ্যাট করা পরের মন্তব্যটা মুছলাম। নেক্সট টাইম পোস্টের বক্তব্য ঘুরাইতে আসলে ব্লক করা হৈবে।

৩| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নী‌তিকথার দিন শেষ। মাই‌রের উপর ঔষুধ নাই...

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:২৪

মেটাফেজ বলেছেন: মাইরে ভাইটামিন আছে।

৪| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: এখন আল্লাহ যদি আমাদের উপর রহমত করে। এছাড়া অন্য আর কোনো উপায় নাই।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:২৫

মেটাফেজ বলেছেন: ধৈরাই জবাই। কোন কথা নাই। নাইলে এই শুয়রগুলারে কেউ লাইনে আনতে পারব না আর।

৫| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আজাইরা প্যাটপ্যাট করা পরের মন্তব্যটা মুছলাম
বহুত ছোয়াবের একখান কাম করলেন,

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭

মেটাফেজ বলেছেন: ব্লক কর্লাম।
অন্যখানে যায়া বালের আলাপ চালান গিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.