![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বোচ্চ পঠিত সেকশনে একটা পোস্ট ঝুলতাছে রোহিঙ্গা নিয়া চরম রকমের আর্তনাদ নিয়া। ঐ নিকের মালিকরে এই ব্লগে অন্য কোন প্রসংগে কোনদিন লেখতে দেখা যায় না, কমেন্টও তেমন একটা করেনা নিজের পোস্টের বাইরে। এদের উদ্দেশ্য কি আসলে?
দেশে বণ্যায় শয়ে শয়ে মানুষ উদ্বাস্তু হয়, এত মানুষ মরে, ইন্ডিয়া সীমান্তে মানুষ মারে, পাইক্যারা বাংলাদেশের আভ্যন্তরীন ব্যাপারে নাক গলায়- এই নিকের মত আরও কিছু নিকের বিবেক সজাগ হওয়া বা নিক জিন্দা হৈতে দেখা যায়না। খালি রোহিঙ্গাদের বর্ডারে বিজিবি আটকাইলেই আহাজারি শুরু হয়। অন্য কোন ম্যাসাকারেও জেতা হয়না- ফিলিস্তিনিরা সমানে মরলেও না।
আসলে ঘটনাটা কি??
যারা হুদাই ত্যানা পেচাইতে ঢুকবেন তাগর উদ্দেশ্যে: দূরে যায়া মরেন, এইখানে না। রোহিঙ্গারা অনেক বছর ধৈরাই বাংলাদেশে উদ্বাস্তু হিসাবে আসতাছে। এই জিনিষের কুটনৈতিক সমাধান দরকার। আমরা কেয়ামত পর্যন্ত লংগরখানা খুইল্যা বসি নাই বাংলাদেশে যে এইখানে মাগনা খাওয়ার পর আকাম করার পারমিট দেয়া হৈব সবসময়। ১৯৭১ এর দোহাই দিলে কমু, ইতিহাসের বই আরেকবার খুইল্যা পড়তে যে যু্দ্ধের সময় আর যুদ্ধের পরে বাংগালী কি কর্সিল। আর হুদাই মুসলমান মুসলমান কৈরা চুঙ্গা গরম কৈরেন না, এইটা রোহিঙ্গা জাতির বিরুদ্ধে- আইজকা অনলাইনে আইছে যে শুধু মুসলিম না হিন্দুরাও ভাগতাছে রাখাইন থিক্যা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৫
মেটাফেজ বলেছেন: ধন্যবাদ।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৫
মানিজার বলেছেন: থাম্বস আপ ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩০
মেটাফেজ বলেছেন: এরা কারা মুটামুটি সবাই বুঝে এখন। ছেচচল্লিশ বছর তো কম সময় না।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পারফেক্ট পোস্ট