![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বোচ্চ মন্তব্যের ঘরে একটা পোস্ট ঝুলতাছে হিটলার ভাল কাম কর্সিল লেখা। সমস্যা হৈল পোস্টটা চোরাই। ২০১২ সালে লেখা চরম বাস্তববাদী (!) সৈয়দ মশিউর রহমানের পোস্ট। দাড়িকমা শুদ্ধা কপি করা হৈসে, রেফারেন্সও নাই।
আসল বাস্তববাদী (!) পোস্ট- Click This Link
চোরাই পোস্ট - Click This Link
কয়েকজনরে দেক্লাম কয়জনরে ছেঁচাও দিতাসে হিটলাররে মহামানব না মানায়। মুসলমানের উপ্রে গণহত্যা জায়েজ আছে বৈলা জাতীয় তেনা পেচানিও চলতাছে।
শুনেন ভাইসব, কোন গণহত্যাই সমর্থনযোগ্য না। সেইটা যেই ধর্মের উপ্রেই হোক।
সামু যেই হারে মেধাশূণ্য হৈয়া যাইতাছে বছরের পর বছর, কষ্ট লাগে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
মেটাফেজ বলেছেন: জিনিষটা দুঃখজনক।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৭
জেরার্ড পিকে থ্রি বলেছেন: ভাইজান, আপনারে সামুতে গোয়েন্দা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
বাই দ্য ওয়ে, ওয়েল ডান।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
মেটাফেজ বলেছেন: ধন্যবাদ।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩২
কুঁড়ের_বাদশা বলেছেন: জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা…
চোরকে জুতা পেটা করা হোক।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
মেটাফেজ বলেছেন: ঐ লোকের বক্তব্য নাই এখনও।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
কানিজ রিনা বলেছেন: ছিছিছি এত খারাপ?
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
মেটাফেজ বলেছেন: হ।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৩
সোহাগ সালেহ বলেছেন: বেচারার লেখালেখির যোগ্যতা নাই। কি আর করবে!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭
মেটাফেজ বলেছেন: রেফারেঞ্চ দিতে দোষটা কি আছিল?
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৪
সচেতনহ্যাপী বলেছেন: আজ থেকে এমন "চোরধরা"ধরা প্রতিটি পোষ্টই শোকেসে রাখবো
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭
মেটাফেজ বলেছেন: খেঁক, খেঁক।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৮
ফয়েজ উল্লাহ রবি বলেছেন:
সময়ের ব্যবধানে বদলে যায় নাম
লেখা চুরির ব্যাপারটাও তেমনই নাম বদলে নিজের নামে চলে অনেক ফেসবুকে দেখি অনেকে
নিজের নাম দিয়ে কাজী নজরুল, রবীন্দ্রনাথকেও চুরি করে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬
মেটাফেজ বলেছেন: ফেবুতে এই অধমের লেখাও চুরি হৈতে দেক্সি। নজরুল, রবি তো সেইখানে আরও বেশি মারবই।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪২
জাহিদ অনিক বলেছেন: হায় হায় ! এ তো পুকুর চুরি !!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
মেটাফেজ বলেছেন: হ।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৫
জানা বলেছেন: বিষয়টি আমাদের নজরে আছে।
আরও কিছুটা সময় দেখতে চাই।
পর্যবেক্ষণ শেষে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
ধন্যবাদ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
মেটাফেজ বলেছেন: আপনার নজরে আসছে কাজেই ব্যবস্হা নেয়া হবে এই ব্যাপারে আশাবাদী সবাই। এই চুরির ব্যাপারে একটা স্হায়ী ব্যবস্হা নেয়া দর্কার এখন জানাপু।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩১
এম এ কাশেম বলেছেন: ভাই, এই ভাবে চোরের বেইজ্জত ফাংচার করার অপরাধে আপনার নামে মানহানির মামলা টুকে দিলে আমার দোষ নাই।
২০১২ সালে লেখক পোস্ট করেছেন আর ২০১৭ সালে কেউ যখন দাঁড়ি কমা সহ নিজের নামে অন্যের লিখা পোস্ট করে
জাতির অসামান্য উপকার করে তখন হাকে লিখাচোর বলা অমার্জনীয় অপরাধ।
আল্লাহ আপনাকে হেফাজত করুক।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
মেটাফেজ বলেছেন: বেইজ্জতি কারবার।
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০০
উদাস মাঝি বলেছেন: আমার দেখা বেস্ট চুরি !!
তবে একটা কথা স্বীকার করতে হবে- সাহস আছে ব্যাটার
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫২
মেটাফেজ বলেছেন: লেখাটা ঐ লোকের নিজেরও হয়ত হৈতে পারে। কিন্তু যদি না হয় তাইলে কমু এই ধরণের ব্লগার দিয়া সামুর কি লাভ হৈতাসে?
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
ঐ লোক প্রশ্ন-ফাঁস জেনারেশনের লোক
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫২
মেটাফেজ বলেছেন: খেঁক, খেঁক। তাইলে তো দেশের অর্ধেক শিক্ষিত লোকই সন্দেহের লিস্টে থাকব। আপনে আমি সহ।
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫২
গড়াই নদীর তীরে বলেছেন: মিসেস জানা আপু, আপনাদের ব্লগ নীতিটা কি আসলে? কিছু কিছু আপত্তিকর কমেন্ট ঠিকই দ্রুত মুছে ফেলা হয়। আবার টার্গেট করে একজন ব্লগারের প্রতিটা পোস্টে পায়খানা ছড়িয়ে দেয়া কমেন্ট মাসের পর মাস চলে! কোন ব্যবস্থা নেয়া হয় না।
নাকি আপনাদের নিজস্ব লোকেরাই একাজ করে বেড়ায়?
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
মেটাফেজ বলেছেন: আপনেই কি ইন্জিনিয়ার মাধব? হন বা না হন, আলাদা পোস্ট দিয়া প্রতিবাদ জানান বা মডুরে মেইলে জানান।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫৬
দূরের যাত্রী বলেছেন: গড়াই নদীর তীরে বলেছেন: মিসেস জানা আপু, আপনাদের ব্লগ নীতিটা কি আসলে? কিছু কিছু আপত্তিকর কমেন্ট ঠিকই দ্রুত মুছে ফেলা হয়। আবার টার্গেট করে একজন ব্লগারের প্রতিটা পোস্টে পায়খানা ছড়িয়ে দেয়া কমেন্ট মাসের পর মাস চলে! কোন ব্যবস্থা নেয়া হয় না।
নাকি আপনাদের নিজস্ব লোকেরাই একাজ করে বেড়ায়?
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪
মেটাফেজ বলেছেন:
লেখক বলেছেন: আপনেই কি ইন্জিনিয়ার মাধব? হন বা না হন, আলাদা পোস্ট দিয়া প্রতিবাদ জানান বা মডুরে মেইলে জানান।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরেক চুর ধরা পড়ল। ফাঁসি চাই।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪
মেটাফেজ বলেছেন: দড়ি? ইন্জেকশন? ফায়ারিং স্কুয়াড?
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা !
ওরে আবারও চুরির ঘটনা...........
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
মেটাফেজ বলেছেন: জিনিষটার সমাধান দর্কার।
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮
নীলপরি বলেছেন: পোষ্টটা পড়িনি । আপনার লিংক দেখেই দুটো পোষ্ট দেখলাম । ঠিকই বলেছেন । পুরো কপি ।
আপনার এই পোষ্টের জন্য ধন্যবাদ ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
মেটাফেজ বলেছেন: ধন্যবাদ।
১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিজের মনে কইরা চালাইয়া দিছে!
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
মেটাফেজ বলেছেন: রেফারেঞ্চ দিতে দোষটা কি আছিল?
১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শূলে চড়াইতে হইবে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
মেটাফেজ বলেছেন: চড়ায়া দেন।
২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আশা করি উনি নিজের অবস্থান ক্লিয়ার করবেন!
নয়তো দৃষ্টান্তশূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। কিবতা, গল্প এবার প্রবন্ধও!!!
সব চুরি হতে থাকলে এবং ব্যবস্থা না নিলে মৌলিক লেখকরাইতো হতাশ হয়ে পড়বেন আরো বেশী।
সৈয়দ মশিউর রহমান কি আপনারই নিক? না স্রেফ কপি-পেষ্ট! আশা করি শীঘ্রই ক্লিয়ার করবেন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
মেটাফেজ বলেছেন: ঐ লোকের সব পোস্টই কোন না কোন জায়গা থিক্যা কপি মারা। আগে মাঝে মাঝে সংগৃহীত লেখত।
২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
এখন ধ্যানে মশগুল আছি, বাবা। চোরকে থাপ্পড়ানোর সময় এই বাবাকে স্বরণ করিয়েন বাবা। আজকাল অনেক জনপ্রিয় ব্লগার দেখি চোর। সামু ব্লগকে চোর-জোচ্চরে আড্ডা খানা হতে দেওয়া যাবে না।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
মেটাফেজ বলেছেন: জনপ্রিয়তার সংজ্ঞা নতুন কৈরা শিক্তাম চাই না
২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেই পোষ্টে ইতিহাস তথ্য দেখে শেয়ার করেছিলাম প্রথমাংশ পড়েই, কিন্তু দ্বিতীয় বার পড়ে প্রিয় থেকে আউট করলেও লাইক কমেন্ট ডিলিট করা সাধ্যের বাহিরে, মনে ভীষণ আফসোস হচ্ছিল, লজ্জিতও।
তবে একটা শিক্ষা হয়েছে আমার, কোন ব্লগ পুরোপুরিভাবে না পড়ে শুধু প্রিয় নাম দেখেই কোন মন্তব্য করার আগে ভেবে দেখবো নিশ্চয়।
আপনাকে ধন্যবাদ
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১
মেটাফেজ বলেছেন: প্রথমাংশ বলতে কি বুঝাইছেন আপনেই জানেন; কিন্তু শেয়ার করার মত কি আদৌ কিছু আছিল ঐ পোস্টে? একটা গণহত্যারে সমর্থন কৈরা শিরোনাম, আপনে এইটাই বা পছন্দ কর্লেন কেম্নে? যাকগা, শুধরাইতাসেন দেইখ্যা ভাল লাগল।
২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫
বর্ষন হোমস বলেছেন:
অত্যন্ত ভাল কাজ।তা ভাই আপনি বুঝলেন কেমনে যে এটা চুরি করছে।২০১২ সালে আসল জনের পোষ্ট পড়ছিলেন?আর পড়লেও এত মনে থাকে কেমনে?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৪
মেটাফেজ বলেছেন: আগে ঐ মহাবাস্তববাদীর পোস্ট পড়ি নাই। পড়লেও মনে থাকার কথা না। চোরাই পোস্ট বুঝছি কেমনে সেইটার সত্যিকার উত্তর আপনেরে দিলে আপনে তেলেবেগুনেঘিএ একসাথে জ্বৈলা উঠবেন; তাই দিলাম না।
২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫
বর্ষন হোমস বলেছেন:
অত্যন্ত ভাল কাজ।তা ভাই আপনি বুঝলেন কেমনে যে এটা চুরি করছে।২০১২ সালে আসল জনের পোষ্ট পড়ছিলেন?আর পড়লেও এত মনে থাকে কেমনে?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৬
মেটাফেজ বলেছেন: ১৩ মাসের ব্লগিংএ পোস্ট কর্সেন ১৩টা, তার মধ্যে ৬টা আরেকজনের অনুকরণে মরা ব্লগের সফটওয়ার চালানি সংকলন। ব্লগরে নিজের স্বকীয়তা কিছুমিছু দেখান, অনেকদিন তো গেল গা।
২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬
আখেনাটেন বলেছেন: চারিদিকে চুরির উৎসব, ব্লগই বা বাদ থাকে ক্যামনে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৭
মেটাফেজ বলেছেন: হ।
২৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল্লাগে না আর
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৭
মেটাফেজ বলেছেন: হ।
২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১
কাছের-মানুষ বলেছেন: ব্লগে কপি অপশনটা উঠিয়ে দেয়া দরকার তাহলে অন্তত চুরি কিছুটা কমবে। ব্যাপারটা পর্যবেক্ষণ করে জাবতজীবন ব্যান করা হোক লেখা চোরকে।
ধন্যবাদ আপনাকে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৭
মেটাফেজ বলেছেন: মনে তো হয় ভাল বু্দ্ধি।
২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৪
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: জনপ্রিয়তার সংজ্ঞা যা ছিল তা চুরি হয়ে গেছে আবারও অনুবাদের কাজ চলছে। সময় করে জানিয়ে দেওয়া হবে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৪
মেটাফেজ বলেছেন: আইচ্ছা
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮
মানিজার বলেছেন: চুর ছেচ্চর বাইড়া গেছে ।