নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রোমোজোমের পারমিউটেসনে আজ এপর্যন্ত!

মেটাফেজ

জীবনের শুরু

মেটাফেজ › বিস্তারিত পোস্টঃ

সকালের তাজা চোরাই পোস্ট :((

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১২

শুধু সামুর লেখা ফেবুতে চুরি হয়না। বাইরের লেখা চুরি কৈরাও এখন সামুতে পুষ্টায় চুরেরা :((


চোরাই পুষ্ট: প্রচুর রাগ উঠলে কি করা উচিত?
বারোভাজা আসল পুষ্ট
এই লেখকের আগের লেখাগুলার কয়েকটাও ফেসবুকের বিভিন্ন পেইজ থেকে মারা।



চোরাই পুস্ট: বাজার গবেষণায় গুণগত তথ্য ব্যবহারের সুবিধা
আসল পুষ্ট: বাজার গবেষণায় গুণগত তথ্য ব্যবহারের সুবিধা

খুদাপিজ


আপডেট:
নতুন চোরাই পুষ্ট: নারীদের ২০টি বদ (!) অভ্যাস :p
আসল পুষ্ট: নারী জাতি যে ২০টি বদ(!) অভ্যাস কখনই ছাড়তে পারে না

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৯

এম আর তালুকদার বলেছেন: এই চোরেরা সু-শীল (ভাল নাপিত) তাই এদের কিছু বলে লাভ হয় না। এরা মনে করে কপি পেষ্ট করলেই লেখক হওয়া যায় |

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

মেটাফেজ বলেছেন: আরেকটা চোরাই পুষ্ট আসছে দেখেন।

২| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:

এখন কি সব চোর চোট্রার আস্তনা খালি এই সামু ব্লগে? অবশ্য সামু ব্লগে কর্তৃপক্ষ কিছু চোর চোট্রার আশ্রয়দাতা। তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও কোন চোরের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না। চোর ধরেও লাভ নেই ! চোর ধরে খালি নিজের সময় নষ্ট করা ছাড়া আর কিছু না।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

মেটাফেজ বলেছেন: নো কমেন্ট।

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

সুমন কর বলেছেন: চোরাই পোস্টে রির্পোট করে আসেন। সামু ব্যবস্থা নেবে।

আমি করে এসেছি।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

মেটাফেজ বলেছেন: আরেকটা চোরাই পুষ্ট আসছে দেখেন।

৪| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: স্বপ্নের_ফেরিওয়ালা এখনো বেচে আছে!!! B:-)

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

মেটাফেজ বলেছেন: নো কমেন্ট।

৫| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: কুম্ভীলকদের মুখোশ উন্মোচন করার জন্য ধন্যবাদ।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

মেটাফেজ বলেছেন: আরেকটা চোরাই পুষ্ট আসছে দেখেন।

৬| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৮

বখিতয়ার বলেছেন: সকলের কাছে আমার অনুরোধ, কপি পোষ্ট করে নিজের ব্যক্তিকে ছোট না করে ব্যক্তিগত জ্ঞান ভান্ডর থেকে কিছু তুলে ধরুন। দেখবেন আপনার জ্ঞান ভান্ডার আরো সমৃদ্ধ হচ্ছে।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

মেটাফেজ বলেছেন: আরেকটা চোরাই পুষ্ট আসছে দেখেন।

৭| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ওহ! ভাই করুক না চুরি,চুরদেরওতো খেয়েদেয়ে বাঁচতে হবে । ;)
তাগো আপনেরা মন ভরে একটু চুরিও করতে দিবেন না।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

মেটাফেজ বলেছেন: আরেকটা চোরাই পুষ্ট আসছে দেখেন।

৮| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৪

যাযাবর চখা বলেছেন: চুর গুলাইনরে বাইন্দা ফিডায় না ক্যারে?

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

মেটাফেজ বলেছেন: আরেকটা চোরাই পুষ্ট আসছে দেখেন।

৯| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ এই বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষন করার জন্য। কপি পেষ্টের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে থাকি।

অনেকেই আছেন, যারা গৎবাঁধা এবং মোটা দাগের অভিযোগ করতে পছন্দ করেন। এইগুলো তাদের ব্যক্তিগত হতাশা এবং দৈন্যতার ফলাফল। আমাদের ব্লগ টিম নিজেরা চেষ্টা করে কপিপেষ্ট পোস্টদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের। অনেক সময় ব্লগাররা আমাদেরকে সীমাবদ্ধতার কথা মাথায় রেখে স্বেচ্ছায় সাহায্য করে। যে কোন অভিযোগ প্রমানিত হওয়া মাত্রই আমরা এই বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করে থাকি। এই বিষয়ে অন্য কিছু যা বলা হবে তার সবই গুজব এবং মিথ্যে প্রচারনা।

যদি আমাদের অজান্তে কোন পোস্ট এখনও ব্লগে রয়ে যায়, সেটা আমাদেরকে অনুগ্রহ করে জানালেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহন করব।

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

মেটাফেজ বলেছেন: ধইণ্যা কাভা ভাই। পুষ্টে আপডেট আছে একটা, আরেকটা চুরাই পুষ্ট প্রথম পাতায় আছে।

১০| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



ব্লগটা পরিছন্ন থাকুক! কাভা ভাইকে অশেষ ধন্যবাদ। কপিবাজ ব্লগ চিরতরে থমকে যাক!

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

মেটাফেজ বলেছেন: আরেকটা চোরাই পুষ্ট আসছে দেখেন।

১১| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথম পাতার পোস্ট টা এখনো সরানো হয় নি। এসব চোররা কী মজা পায় আমি বুঝি না। নাকি সবার গালি শোনাও একটা মজার ব্যপার...

১২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১২

কালীদাস বলেছেন: ভাল দেখিয়েছেন। ব্লগ দেখি কপিপেস্টারের আখড়া হয়ে যাচ্ছে। এক লাইন নিজে লেখতে পারেনা, আসে কপিপেস্ট মারতে বা করতে। মডারেটর ব্যবস্হা নিয়েছে দেখলাম। তবে লাস্টের পোস্টটা এখনও আছে, রিপোর্ট করে এসেছি।

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: যথারীতি প্রিয়তে।। অবসর মুহূর্তে নেড়ে চেড়ে লোকগুলিকে চেনার চেষ্টা করবো :P

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৬

মলাসইলমুইনা বলেছেন: বিদ্রোহী ব্লগারদের বিক্ষোভে বাজলো চোরের চুরিরই চৌদ্দটা ! চব্বিশঘন্টা চলুক চোর চিহ্নিতের চমক চারিদিকে !!

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

মেটাফেজ বলেছেন: চুরে ভর্তি ব্লগ। কয়টারে খেদাইবেন এমনে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.