![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় সরকার বাহাদুর,
কিছু দিন পূর্বে আপনি এবং আপনার পরিষদ, দেশের 'হিজরা' সম্প্রদায়কে 'তৃতীয় লিঙ্গ' (Third Gender) ঘোষনা দিয়েছেন। অদ্য জানিতে পারিলাম, আপনারই আশ্রিত ১৫১ টি মনুষ্যপ্রানী জনগনের ভোট ব্যতিরেকেই এম পি বনিয়া গিয়াছেন এবং উহারা সংসদের আসনে বসিবার নিমিত্তে পশ্চাদ্দেশে তা দিতেছেন। যেহেতু উহাদের মত 'আজব প্রানী' পৃথিবীর ইতিহাসে পূর্বে কখনও দৃষ্টিগোচর হয় নাই, সেইহেতু উহাদিগকে 'চতুর্থ লিঙ্গ' ( Fourth Gender) ঘোষনা করার দাবী জানাই।একইভাবে মাধ্যমিক বাংলা ব্যকরন বইখানা সংশোধন করিয়া লিখিয়া দিন: লিঙ্গ চার প্রকার -পুং লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, হিজরা লিঙ্গ এবং 'রকিব মার্কা এম পি লিঙ্গ'
©somewhere in net ltd.