নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ-মেঘনা বিস্তৃত তিয়াশা

মেট্রো মেঘ

পরাবাস্তব চশমায় খু্ঁজে ফিরি জীবনের রঙ

মেট্রো মেঘ › বিস্তারিত পোস্টঃ

কারা খেলছে সংখ্যালঘু কার্ড ?

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

সংখ্যালঘুদের বাড়ীঘর আক্রমন করল কারা ? জানি, বাঙ্গালীর স্মৃতির আয়ু খুবই স্বল্প; তাই বলে এত স্বল্প নয়। কক্সবাজারের রামু এবং পাবনার সাঁথিয়ায় সংখ্যালঘু আক্রমনের পরপরই প্রচার করা হয়েছিল, এটা বিরোধী দলের কাজ।থলের বিড়াল পরে ঠিকই বেরিয়েছিল - প্রমান হয়েছিল, সরকার দলীয় হোমরা চোমরারাই জড়িত ছিল ঐ দুষ্কর্ম। এখনও তাই হচ্ছে।প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার উদ্যেগ নেই - আছে শুধু রাজনৈতিক ফায়দা হাসিল, অন্যের ঘাড়ে দোষ চাপানো, আর 'শঠতা ও জোচ্ছুরী'পূর্ন নির্বাচনের কলংক থেকে জনগনের দৃষ্টি ফেরানোর কৌশিশ !

আরেকটা কথা, নির্বাচনের দিন পুলিশের গুলিতে যে ২৪ জন মানুষ নিহত হল, তাদের নিয়ে কাউকে আলোচনা করতে শুনলাম না - কারন, তারা যে 'সংখ্যাগুরু' !

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৯

মিতক্ষরা বলেছেন: বিরোধী দল তো যৌথ বাহিনীর চাপে ইদুরের গর্তে ঢুকেছে। তাই এই সংখ্যালঘু আক্রমনের সাথে আওয়ামীদেরই জড়িত থাকার প্রকৃত সম্ভাবনা। আগেও সেরকমটাই দেখা গিয়েছে। কয়দিন যেতে দেন। আসল সত্য প্রকাশ পাবে।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

তাজুল_ইসলাম বলেছেন: লীগের কথামতো ওরা ভোট না দেওয়ার কারনে এমন করতে পারে। জামাত পছন্দ করিনা। কিন্তু বর্তমান ক্ষমতাশীলরা যে কোন অপরাধ করে শুধু জামাতের নাম ভাঙ্গিয়ে পার পেয়ে যাচ্ছে। সঠিক তদন্ত না করে এরুপ করলে অপরাধী আরো উৎসাহী হবে।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

মেট্রো মেঘ বলেছেন: @ মিতক্ষরা, সেই অপেক্ষায় আছি।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

মেট্রো মেঘ বলেছেন: @তাজুল_ইসলাম, প্রকৃত অপরাধীদের ধরতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হউক।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

পাঠক১৯৭১ বলেছেন: যারা দখলে বিশ্বাস করে; ৯৯% বাংগালী দখলে বিশ্বাস করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.