![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষকে দায়বদ্ধ থাকতে হয় নিজের (বিবেকের) কাছে, সমাজের কাছে, সর্বোপরি তার স্রষ্টার কাছে। এখনতো দেখছি, কারো কাছেই দায়বদ্ধতা নাই, একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া!! দেখুন, নীচে
......।লতিফ সিদ্দিকী: প্রশ্নই ওঠে না। একমাত্র...এখানে একটা কথা আছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার নেতা যদি আমাকে আদেশ করেন যে-আপনি এটা প্রত্যাহার করেন। তাঁর সম্মানে আমি এটা প্রত্যাহার করতে পারি। তা ছাড়া কোনো কিছুতেই আমি প্রত্যাহার করব না।
২| ০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬
আমায় ডেকো না বলেছেন: প্রসঙ্গতঃ বলতে হয়, আমাদের প্রান প্রিয় নবী হুজুরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাদিস শরিফে ইরশাদ করেন, " দুনিয়া একটি মৃত লাশ, আর এর অন্বেষন কারী হল কুকুর।"
আর কুকুর এর বৈশিষ্ট্য হলো সে শুধুমাত্র তার মনিবের প্রতিই কৃতজ্ঞ থাকে, অনুগত থাকে। সুতারাং এতে অবাক হওয়ার কি আছে লতীফ সিদ্দিকীর মতো একটি কুকুর, শুধুমাত্র তার মনিব শেখ হাসিনার প্রতি অনুগত থাকবে।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬
আমায় ডেকো না বলেছেন: প্রসঙ্গতঃ বলতে হয়, আমাদের প্রান প্রিয় নবী হুজুরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাদিস শরিফে ইরশাদ করেন, " দুনিয়া একটি মৃত লাশ, আর এর অন্বেষন কারী হল কুকুর।"
আর কুকুর এর বৈশিষ্ট্য হলো সে শুধুমাত্র তার মনিবের প্রতিই কৃতজ্ঞ থাকে, অনুগত থাকে। সুতারাং এতে অবাক হওয়ার কি আছে লতীফ সিদ্দিকীর মতো একটি কুকুর, শুধুমাত্র তার মনিব শেখ হাসিনার প্রতি অনুগত থাকবে।