নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ অন্তর্মুখী মানুষ। সনদ আছে শিক্ষা নেই। লিখতে গেলে বানানের ভয়ে বেশি দূর যেতে পারি না, তবুও মনের বুদবুদ উগড়ে দিতে না পারলে অস্বস্তিতে ভোগি। অস্বস্তি তাড়াতে ভুল বানানেও বিক্ষিপ্ত কিছু কথা বলে যাই! যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় কেবল তাদের জন্যে।

মোঃ মহিবুল ইসলাম (ফারুক)

নিঃসঙ্গ স্বপ্নচারী

মোঃ মহিবুল ইসলাম (ফারুক) › বিস্তারিত পোস্টঃ

এসো শিউলি বিছানো পথে—

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

‘এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে’
------
বয়স ৪৯ পেরিয়েছে বলেই কিংবা দাড়িতে শুভ্রতা এসেছে বলেই কি আকাশের পানে তাকানো যাবে না!! ইট-পাথরের ব্যস্ত নগরে বসবাস! গ্রামের বিলের পাড়, নদীর ধার, নদীতীরে কাশফুল –এসব দেখার অবকাশ কোথায়!! কিন্তু আকাশকে আড়াল করার সাধ্য কার!
.
আকাশের পানে তাকালেই বুঝতে পারি আজ আকাশে শুভ্র-নীলের মেলা! বৃষ্টিভেজা আকাশ, আকাশের সঙ্গে মেঘের লুকোচুরি দেখে মনে পড়ে যায় শৈশব ও কৈশোরে বিমুগ্ধচিত্তে কত দেখেছি এমন খেলা। আকাশে ভেসে বেড়ানো ছেঁড়াছেঁড়া শাদা মেঘের লুকোচুরি আর মাটি থেকে ওপরমুখো দাঁড়িয়ে থাকা শাদা কাশবনের গোপন আঁতাত দেখলেই বুঝতে পারতাম এটা শরতের তেলেসমাতি! নিভৃতচারী শরতের প্রাণ জুড়ানো খেলা!
.
মৃদু বাতাসে নুয়ে পড়তে দেখেছি রাশি রাশি কোমল কাশফুল; আবার পরক্ষণেই সোজা হয়ে দাঁড়াতেও দেখেছি। রাশি রাশি শুভ্র কাশফুলের নুয়ে পড়া, আবার সোজা হয়ে দাঁড়ানো -এ যেন বাতাসের সাথে কাঁশফুলের এক অনিন্দ্য সুন্দর চিরন্তন খেলা। এ খেলা দেখা হয় না অনেক বছর! ব্যস্ত নগরজীবনে সে অবকাশ কোথায়!!
.
কৈশোরে দেখেছি নদীতীরে, মাঠের প্রান্তে অযত্নে ফোটে থাকা রাশি রাশি কাশফুলের দৃষ্টিনন্দন অপরূপ শোভা। কাশফুলের এ অপরূপ রূপে পুলকিত হয়নি কিংবা ভেজা শিউলির মনভোলানো সুবাসে মাতাল হয় নি এমন কঠিন হৃদয়ের মানুষ খুঁজে পাওয়া ভার। ময়ূরকণ্ঠী স্বচ্ছ নীল আকাশের সাদা মেঘের ভেলায় চড়ে আপন মনে ভেসে বেড়াতে ব্যাকুল হয়ে ওঠে শরতের বাঙালিমন। মন উদাস করা ঝির ঝিরে হাওয়া,  হঠাৎ এক পশলা বৃষ্টির ফাঁকে ঝলমলে রোদ, কোথাও শুকনো পথঘাট আবার কোথাও জলে ভিজে একাকার। -এইতো অপূর্ব শরৎ।
.
রবীন্দ্রনাথ শরতের রূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন,
.
‘আজি কি তোমার মধুর মুরতি
হেরিনু শারদ প্রভাতে!
.
ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল
তোমার কাননসভাতে!
মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী,
শরৎকালের প্রভাতে।’
.
.
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরির খেলা।
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা।
...

কাজী নজরুল ইসলাম তাঁর শারদীয় অনুভূতি প্রকাশ করে লিখেছেন,
.
‘শিউলি ফুলের মালা দোলে শারদ রাতের বুকে ঐ’
.
.
‘এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে’
_____
২৪ ভাদ্র ১৪২৫ ।। ০৮ সেপ্টেম্বর ২০১৮
...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.