নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ অন্তর্মুখী মানুষ। সনদ আছে শিক্ষা নেই। লিখতে গেলে বানানের ভয়ে বেশি দূর যেতে পারি না, তবুও মনের বুদবুদ উগড়ে দিতে না পারলে অস্বস্তিতে ভোগি। অস্বস্তি তাড়াতে ভুল বানানেও বিক্ষিপ্ত কিছু কথা বলে যাই! যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় কেবল তাদের জন্যে।

মোঃ মহিবুল ইসলাম (ফারুক)

নিঃসঙ্গ স্বপ্নচারী

মোঃ মহিবুল ইসলাম (ফারুক) › বিস্তারিত পোস্টঃ

শোভনলাল!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫


শোভনলাল!
:::::::::::::
সত্যিই যখন অমিত রায়কে লেখা লাবণ্যের সেই শেষ চিঠিতে শোভনলালের সাথে লাবণ্যের বিয়ের সংবাদ এল তখন আমার কি যে খুশি লেগেছিল তা ভাষায় প্রকাশ করার মত নয়; আবেগের আতিশয্যে চোখের কোন ঝাপসা হয়ে ওঠেছিল সেদিন! (হা হা হা) —এটা ছিল জীবনে প্রথমবার রবি ঠাকুরের "শেষের কবিতা" পড়ার অভিজ্ঞতা! [সম্ভবত ১৯৮৮ বা ১৯৮৯ সালের কথা, ভার্সিটিতে ভর্তি হয়েছি কিন্তু ১ম বর্ষ পরীক্ষার তখনো খবর নেই, আড্ডা ছাড়া শ্রেণিকক্ষে যাবার তেমন তাগিদও নেই!] …হ্যাঁ, এর পরেও বেশ কয়েকবার অনবদ্য এই উপন্যাসখানি পড়েছি কিন্তু কখনোই অমিত রায়ের প্রতি তেমন সহানুভূতি অনুভব করিনি! [জানি না আমার এ অনুভূতি কতটা প্রত্যাশিত বা সঙ্গত? যারা সাহিত্য বুঝেন আমি তাদের দলে নই; তাই সংকোচে আমার এই অনুভূতির কথা কারো সাথেই শেয়ার করিনি এতদিন]!

উপন্যাসের ঘটনা পরম্পরায় যখনই শোভনলালের প্রসঙ্গটি প্রথম এসেছে প্রায় তখন থেকেই ওর প্রতি এক ধরণের তীব্র সহানুভূতিবোধ দ্বারা আচ্ছন্ন হয়েছি৷ অমিত রায়ের দুর্দন্ড প্রভাবশালী চরিত্রের উজ্জলতা ও ব্যাপ্তি সমগ্র কাহিনীতেই কিন্তু আমার মনের টান বরাবরই ছিল শোভনলালের প্রতি৷ কাহিনী যতই অগ্রসর হচ্ছিল ততই শোভনলালের প্রতি সহানুভূতি তীব্রভাবে বাড়ছিল; কখনো মনে হতো 'শোভনলালের প্রসঙ্গ আসছে না কেনো?'

আজ অনেকদিন পর (ঘটনাচক্রে) ছুটিরদিনের অবসরে "কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও…" লাইনগুলি শুনে প্রথমেই শোভনলালের কথা মনে এল! [যদিও অমিত রায়ের মুখ থেকে বের হওয়া "সম্ভবপরের জন্য সবসময় প্রস্তুত থাকাই সভ্যতা; বর্বরতা পৃথিবীতে সকল বিষয়ে অপ্রস্তুত" কথাটি আমার জীবনে সব চেয়ে ভাললাগা কথাগুলোর অন্যতম৷]… হ্যাঁ, শেষের কবিতার কথা মনে এলে আমার প্রথমেই মনে আসে শোভনলালের কথা!!
:::::::::::

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.