| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“Beauty is truth, truth beauty that is all Ye know on earth, and all ye need to know.” সৌন্দর্যকেই যিনি শেষ কথা মনে করতেন, মাত্র ২৫ বছর বয়সে প্রয়াত ইংরেজি সাহিত্যের সেই জনপ্রিয় কবি জন কিটস্ এর কবিতার একটা বহুল-পরিচিত লাইন এটি। ... কবির অনুভব হয়ত যথার্থ কিন্তু মাঝেমধ্যে আমার কাছে বেশ খটকা লাগে! হয়ত এর অর্থই আমি ভাল করে বুঝি না, না হয় ভুল করে বুঝি! হয়তবা নষ্টসময়ের যাপিত জীবনে আমার সঠিক ‘বোধ’ আমি হারিয়ে ফেলেছি। 'সত্য' অনেককিছু থেকেই সৌন্দর্যের স্বাদ আহরণে ইদানীং ভীষণভাবে ব্যর্থ হই আবার অনেক ‘সুন্দর’-এর মধ্যেও ‘সত্য’ খুঁজে পাই না!
.
সুন্দরবনের সৌন্দর্যে আগুন দিয়ে গ্রান্ড সুলতান আর দ্য প্যালেসের মত পরিকল্পিত রিসোর্টে গমন করে স্বস্তিতে গদগদ হই! ফেইক-সুন্দরেই তৃপ্তির ঢেকুর আসে, আভিজাত্যের আভরণে ডুবে ‘ভাব’ নিয়ে মজা পাই! গাছের গোলাপ আর ভাল লাগে না; স্মুথ ও পরিপাটি কৃত্রিম তন্তুর অসত্য-গোলাপের সৌন্দর্যেই মুগ্ধ হই, টেবিলে রাখি! ব্রান্ডের পারফিউম আর এয়ার ফ্রেশনারের ঘ্রাণে মাতাল হই! তাই শাপলাফোটা পুকুরের অপরূপ রূপ কিংবা হাস্নাহেনার পাগলকরা ঘ্রাণ আর খুঁজি না!
_______
©somewhere in net ltd.