নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ অন্তর্মুখী মানুষ। সনদ আছে শিক্ষা নেই। লিখতে গেলে বানানের ভয়ে বেশি দূর যেতে পারি না, তবুও মনের বুদবুদ উগড়ে দিতে না পারলে অস্বস্তিতে ভোগি। অস্বস্তি তাড়াতে ভুল বানানেও বিক্ষিপ্ত কিছু কথা বলে যাই! যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় কেবল তাদের জন্যে।

মোঃ মহিবুল ইসলাম (ফারুক)

নিঃসঙ্গ স্বপ্নচারী

মোঃ মহিবুল ইসলাম (ফারুক) › বিস্তারিত পোস্টঃ

উৎপাত!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯

উৎপাত!
=====
সব ভাল জিনিস, ভাল কাজ বা সব ভাল আওয়াজই সব সময় ভাল লাগবে এমনটি মোটেও নয়! ...ভর দুপুরে অফিস-আদালতে রাজ্যের ব্যস্ততা, কোন রকমে একটা স্যান্ডুইচ বা দুটি রুটি বা বড়জোর দুমুঠো ভাত আর এক কাপ চা-কফি মুখে দিয়ে কাজে ফেরার তাড়া! এই সময়ে কোর্মা-পোলাও, ফিরনী-পায়েসের আমন্ত্রনও ভীষণ বিরক্ত লাগে! এসবতো সময় নিয়ে আয়েস করে খেতে হয়!
.
তলপেট ভারি হয়ে ওঠছে, বাথরুমে যাবেন, কিন্তু বিভিন্ন দিক হতে সুললিত কন্ঠে শ্রেষ্ঠ গ্রন্থ কোরান তেলাওয়াতের উচ্চ আওয়াজ ভেসে আসছে! ভাল লাগবে?
.
পড়ন্ত বিকেলে কর্মকর্তাদের কোন বিষয়ে ব্রিফ করছেন বা কোন ফাইলে নোট দিবেন বলে জরুরী পরামর্শ করছেন বা নিবিষ্ট মনে কিছু ভাবছেন, কোন ফোনকল এটেন্ড করে জরুরী আলাপ সারছেন -এমন সময় দক্ষিণের জানালা বন্ধ থাকা সত্ত্বেও বক্তার দেশপ্রেমের বক্তৃতার গগনবিদারী আওয়াজ, হুজুরের দরাজ কন্ঠের বয়ান, রুনা লায়লার দেশাত্ববোধক গানের মূর্ছনা, কিংবা মুক্তিযুদ্ধের নাটকের আবেগোচ্ছ্বসিত সংলাপ মুহুর্মুহ আঘাত হানছে আপনার কানে। ভাল লাগবে?
.
আমার হয়েছে ভীষণ বিপদ। আমার অফিস থেকে আলীয়া মাদ্রাসার বক্তৃতার মাঠ আর শহীদ মিনারের মুক্তমঞ্চ প্রায় সমান দূরত্বে! ঝড়-বৃষ্টির কাল শেষ হলেই যথারীতি শুরু হয়ে যাবে। মহাসমারোহে চলবে প্রায় প্রতিদিনই হয় ওয়াজ, না হয় গান কিংবা বক্তৃতা... কান জ্বালাপালা!
.
বাস্তবে অডিয়েন্স শ'খানেক হলেও মাইকের মুখ অডিয়েন্সের রেঞ্জ ছাপিয়ে বাহির-পানে তাক করা! শুধু তা-ই নয়, সভাস্থল হতে বেশ দূরের সড়কেও মাইক! … কি আর বলব: সময় নেই, পেট খারাপ -তাতে কি; যেহেতো রান্না হয়েই গছে তাই পোলাও-কোর্মা খেতেই হবে! নইলে পেট কেটে পাকস্থলিতে ঢুকিয়ে দেয়া হবে! শুনবেন না দেশপ্রেমের কথা, কোরান- হাদিসের বয়ান? তা হবে না! কানের পর্দা ছিড়ে ঢুকিয়ে দেয়া হবে!
অফিসের ঝামেলা, দোকানের ব্যস্ততা, বাথরুমের কাজ, রান্না-বান্না, খাওয়া-দাওয়া কিংবা বিশ্রাম –এসব করবেন তো কানে তুলো দিতে হবে! নচেৎ শুনতেই হবে; না হলে নিস্তার নেই! … এমনতর আজব কাণ্ড পৃথিবীর আর কোথাও আছে বলে মনে হয় না।
.
সিভিক সেন্সের এতটা দুরবস্থা বা অভাব জগতে বিরল। আয়োজকরা না হয় আইন জানে না; কিন্তু রাষ্ট্রের কি কোন দায়িত্ব নেই? চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দেশের প্রচলিত আইন কিংবা কোরান-হাদিসের কোথাও এমন 'উৎপাত'কে সায় দিয়েছে বলে কেউ দেখাতে পারবে না। তথাপি এসবতো চলছেই হরদম এ জনপদে! আসলে কোথাও যেন কেউ নেই! হয় অজ্ঞতার কাছে আত্মসমর্পণ; না-হয় সুবিধার বা ক্ষমতার সমীকরণই যেন এখানে শেষ কথা।
=======

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেছেন, শুভ কামনা রইল।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

মোঃ মহিবুল ইসলাম (ফারুক) বলেছেন: শুভ কামনা আপনার জন্যেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.