| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন অহিংস, অসাম্প্রদায়িক ও নিরিহ প্রেক্টিসিং মুসলিম আমি। এক সময়ে কিছুটা সংশয়ভাবাপন্ন ছিলাম বটে কিন্তু বর্তমানে পুরুদস্তর বিশ্বাসী; ক্ষণস্থায়ী ইহকাল আর চিরস্থায়ী পরকালের ধারণার প্রতি শতভাগ আস্থাশীল। কোন রাজনীতির ধার ধারি না। অন্যের মত-পথ বা পছন্দ-অপছন্দের প্রতি দ্বিমত থাকলেও অশালিন কটাক্ষ ও বিদ্রূপের পক্ষপাতি নই। কূটতর্ক এড়িয়ে চলি। আমার ভোট আমি দেবার গ্যারন্টি পেলে ভোটকেন্দ্রে যেতে আপত্তি নেই তবে ভোট দেবার গ্যারান্টির জন্য জীবন দেবার ঝুঁকি নেবার মত বিপ্লবী মন এখন আর নেই। ৯০ সালে সে ঝুঁকি একবার নিয়েছি বলেই আর নিতে চাই না। যে লাভ পেয়েছি তাতেই সন্তোষ্ট!! নিদেনপক্ষে সকলেই যার যার পছন্দের মানুষকে যেন তার নেতা বানাতে পারে সে সুযোগ অবারিত থাকুক- সেটা চাই কিন্তু এসব নিয়ে রক্তারক্তি ভীষণ ভয় পাই। যে কোন চরমপন্থা আমার চরম অপছন্দ। যে কোন মূল্যে শান্তি চাই।
হ্যাঁ, মধ্যবয়সে উপনীত ভীষণ অন্তর্মুখী মানুষ আমি। যে পথে হাঁটতে গেলে বেশি পরিচিত মানুষের দেখা মিলে সে পথ এড়িয়ে চলতে স্বাচ্ছন্দ বোধ করি। অনেকগুলো সনদ থাকলেও শিক্ষার দৌড় খুব সামান্য। লিখতে গেলে বানান ভুলের ভয়ে বেশি দূর যেতে পারি না। বাক্যের গঠন নিয়েও সন্দেহ কাটে না। ভাবের যথোচিত প্রকাশ ও স্বাচ্ছন্দ নিয়েও সদা দ্বিধান্বিত। তারপরও মনের ভেতরের বুদবুদগুলো উগড়ে দিতে না পারলে অস্বস্তিতে ভোগি। সেই অস্বস্থি তাড়াতে ভুল বানানে, ভুল বাক্যে এবং ভুল প্রকাশভঙ্গীতে বিক্ষিপ্ত কিছু কথা বলে যাই! যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় কেবল তাদেরই জন্যে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
মোঃ মহিবুল ইসলাম (ফারুক) বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি একজন ভালো মানুষ

সামাজিক সেবা করতে প্রস্তুত
এটুকু হলেই চলবে ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,