| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় পাব কাশবন, কোথায় পাব শিউলীতলা!!
•••••••
পত্রিকার পাতায় বাংলা তারিখে চোখ পড়ায় নজর আটকে গেল! ভাদ্রের শেষ আজ; ৩১ ভাদ্র ১৪২৫! তার মানে প্রকৃতিতে শরতের দাপট চলছে; সামনে হেমন্তের হাতছানি!!! এই শরৎ নিয়ে মানসজগতে কতই না তোলপাড় হত একসময়! সেসব আজ কেবল স্মৃতি!!
•
নিশ্চয়ই আজ আকাশে পেঁজা তুলোর ভেলা কিংবা নদীর তীরে শুভ্র কাশের মোহনীয় দাপট চলছে! শিউলীতলায় ভেজা শিউলীর শিহরণজাগানিয়া ঘ্রাণ! —ভাবতেই মনটা কেমন যেন হয়ে গেল!
•
ইটপাথরের নগরে আছি, গতবাধা রুটিনের কঠিন শিকলে বাধা জীবন; মধ্যবিত্তসুলভ সূচালো টানাপোড়েন চারিদিক থেকে ঘিরে রেখেছে; এ এক অন্যরকম কারাগার! পালাবার বা বেরোবার কোন পথ খোলা নেই! তাই আকাশের পানে তাকানোর ফুরসত কোথায় আজ! নদীর পাড়ের মাঠের পথও ভুলে গেছি! কোথায় পাব কাশবন, কোথায় পাব শিউলীতলা! কাশফুলের শুভ্রতার হাতছানি, ভেজা শিউলীর মৌ মৌ করা ঘ্রাণতো কেবল কল্পনায়; নস্টালজিয়ায়! সত্যিই মনে হল, অনেক বছর সশরীরে শরৎ দেখি না!
•
শরতের স্বাদ না হয় অন্য জীবনেই নেব! প্রভূর দয়ায় যদি কভু এই কারাগার থেকে মুক্তি পাই!
•••••••
©somewhere in net ltd.