নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ অন্তর্মুখী মানুষ। সনদ আছে শিক্ষা নেই। লিখতে গেলে বানানের ভয়ে বেশি দূর যেতে পারি না, তবুও মনের বুদবুদ উগড়ে দিতে না পারলে অস্বস্তিতে ভোগি। অস্বস্তি তাড়াতে ভুল বানানেও বিক্ষিপ্ত কিছু কথা বলে যাই! যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় কেবল তাদের জন্যে।

মোঃ মহিবুল ইসলাম (ফারুক)

নিঃসঙ্গ স্বপ্নচারী

মোঃ মহিবুল ইসলাম (ফারুক) › বিস্তারিত পোস্টঃ

এ পঁচন ঠেকাবে কে?!?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮


::::::::
আজকাল শিক্ষা বলতেই যেন সবাই বোঝেন পরীক্ষা, ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন! আর জীবনের উন্নতি বলতেই বোঝেন কাঁড়ি কাঁড়ি টাকা ও সম্পদ অর্জন; যেভাবেই হোক বিত্ত- প্রতিপত্তির মালিক বনে যেতে পারলেই যেন জীবন স্বার্থক! অর্থাৎ বিত্ত- প্রতিপত্তির মাঝেই জীবনের স্বার্থকতা খোঁজেন! কিন্তু সে টাকা, সম্পদ, বিত্ত ও প্রতিপত্তি কোন পথে এলো তা নিয়ে কেউ মাথা ঘামান না! মাথা ঘামাবার কিঞ্চিত প্রয়োজনও কেউ অনুভব করেন না!!

রাজনীতির নামে প্রকাশ্যে চরম মিথ্যাচার, আখের গোছানোর প্রতিযোগিতা; সমাজসেবার নামে স্বেচ্ছাচার, নিজের ঢোল নিজে পিটানোর বেশুমার প্রয়াস; সমাজ সংস্কারের নামে অপতৎপরতার লুকোচুরি খেলা দেখতে দেখতে তরুণদের বোধ আজ ভীষণ ক্লান্ত।

যে তরুণ তার রাজনীতিক, চাকুরীজীবি কিংবা ব্যবসায়ী বাবা, চাচা, মামা, ভাইকে প্রতিনিয়ত যেনতেন প্রকারে উপার্জন কিংবা জ্ঞাত আয়ের সাথে সঙ্গতিহীন অর্থে বাড়ি-গাড়ি করা কিংবা বিলাসি জীবনে মত্ত হতে দেখে, উপার্জনের ফন্দি এঁটে অহরহ মিথ্যা বলতে দেখে, কাজে ফাঁকি দিতে দেখে, ঘুষ খেতে দেখে অথবা অন্যের সম্পদ জোর- জুচ্ছুরি করে গ্রাস করতে দেখে -তার নৈতিক ভিত দুর্বল ও ভঙ্গুরতো হবেই।

ফলে ভুল স্বপ্ন আর ভুল নীতিবোধ নিয়ে বেড়ে ওঠা তরুণ-প্রজন্ম অপরাধ করায় লজ্জাবোধের বদলে নির্মম গৌরববোধে আচ্ছন্ন হতেই পারে। বস্তুতঃ সে কারণেই অন্যায্য উপার্জনে বিলাসিতার স্বপ্ন কিংবা বল্গাহীন ও নিষ্টুর বিনোদনে বিভোর হতে দ্বিধা নেই তাদের! এমনকি হত্যা, ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটের বদৌলতে বিশ্বময় ছড়িয়ে দিয়ে বিকৃত মজা চাকতে বিবেকের দংশন অনুভব করে না তারা।

বস্তুতঃ তরুণদের চোখের সামনে আজ কোন নমুনা নেই; নমুনা কেবল বই- পুস্তকে! বাস্তবে চোখের সামনে বড়দের কথা আর কাজে অসঙ্গতি দেখতে দেখতে শেখার মতো, অনুসরণ করার মতো আদর্শবান অগ্রজ বা গুরুজন আজকের তরুণরা খুঁজে পায় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, বড়রা যা করেন তা বলেন না, আর যা বলেন তা করেন না। তরুণমন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে অবলোকন করে; আর অবচেতন মনে এসব থেকে পাঠ নিয়েই জীবনের স্বপ্ন বুনে! ফলে ভুল স্বপ্নে বিভোর হয় তরুনমন! এভাবেই পচন এবং স্খলন ছড়িয়ে পড়ে মনে, মগজে, দেশময়! এ পচন ঠেকাবে কে?!?

আমি আশাবাদী! শুনেছি দেয়ালে পীঠ ঠেকলে মানুষ নাকি ঘুরে দাঁড়ানোর স্বতঃস্ফুর্ত প্রণোদনা পায় ভেতর থেকেই। জানি না কখন কোন্ প্রজন্মের হাত ধরে আসবে সেই মাহেন্দ্রক্ষণ! অপেক্ষায় আছি, প্রহর গুনছি!
:::::::

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.