নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ অন্তর্মুখী মানুষ। সনদ আছে শিক্ষা নেই। লিখতে গেলে বানানের ভয়ে বেশি দূর যেতে পারি না, তবুও মনের বুদবুদ উগড়ে দিতে না পারলে অস্বস্তিতে ভোগি। অস্বস্তি তাড়াতে ভুল বানানেও বিক্ষিপ্ত কিছু কথা বলে যাই! যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় কেবল তাদের জন্যে।

মোঃ মহিবুল ইসলাম (ফারুক)

নিঃসঙ্গ স্বপ্নচারী

মোঃ মহিবুল ইসলাম (ফারুক) › বিস্তারিত পোস্টঃ

নি:শব্দে, নিভৃতে কাটুক না বাকীটা জীবন—

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

নি:শব্দে, নিভৃতে কাটুক না বাকীটা জীবন—
•••••
জীবনের খারাপ সময়গুলো একাই পার করতে হয়; কেউ পাশে আসে না, আসার ভান করে কেবল! এটাই ইহজগতের নিষ্ঠুর নিয়ম; কঠিন বাস্তবতা! নিজের অসহায়ত্ব প্রকাশ করে কাহারো সাহায্য আশা করা হলে কেউ উপদেশ ঝাড়ে, কেউবা নি:শব্দে দৃশ্যপট থেকে কেটে পরে।
.
বর্ণিত অভিজ্ঞতার concept-টি বহু পুরনো কিন্তু কারো নিজের জীবনে যখন সত্যি সত্যিই সেই রকম মুহুর্ত আসে, যখন প্রচলিত ধারণাকে নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে নতুন করে সত্যায়ন করতে হয় তখন বিস্ময়ের সীমা থাকে না, নির্বাক হয়ে যেতে হয়! তখন ইচ্ছে হয়- বাকী জীবনের জন্যে এমন কোথায়ও হারিয়ে যাই যেন কেউ কোনদিন খুঁজে না পায়!  নি:শব্দে নিভৃতে কাটুক না জীবনের বাকীটা সময়!  হয়ত অথর্ব ও অক্ষমের জীবনে এমনটাই নিয়তি!!
••••

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: সবার জীবনে এমন একটা সময় আসেই, কারো তো বেশ কয়েকবার আসে।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

মোঃ মহিবুল ইসলাম (ফারুক) বলেছেন: হ্যাঁ, জীবন পুড়িয়ে জীবনের মধ্যগগনে এসে এমনটাই জেনেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.