![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফয়সাল শাহী, একজন ছাত্র। পড়ালিখার পাশাপাশি একটু আরেকটু ব্লগিং ও ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি। মূলত আমি প্রযুক্তি বিষয়ে বিভিন্ন ব্লগে লিখে থাকি।
আজকের এই পোস্টটা লিখার কোন ইচ্ছাই ছিল না, তবে বাধ্য হয়ে লিখতে বসলাম। আজ সবে মাত্র ১০ম রমজান চলছে এরই মধ্যে মানুষের ঈদের কেনাকাটার ধুম পরে গেছে! আসলে এখনও সমাজের কিছু মানুষ বুঝতে পারেনি যে ঈদ কি জিনিষ। এই সংযমের মাসেও সারাদিন কেনাকাটায় বেস্ত!
কাহিনির শুরু যেথায়!
এই কিছু দিন আগে সময় টিভিতে ঈদ কেনাকাটার একটা অনুষ্ঠান দেখছিলাম, উপস্থাপক এক মহিলাকে জিজ্ঞেস করলেন কি কিনলেন মহিলা বলল একটা শাড়ি আর দুইটা থ্রী পিস কিনেছেন। তো দাম কত পড়লো জিজ্ঞেস করার পর মহিলা বলল শাড়ি ৩৫ হাজার টাকা আর থ্রী পিস একটা ১২ হাজার ও আরেকটা সাড়ে নয় হাজার টাকা!!
তারপর উপস্থাপক যথারীতি আর কিছু মেয়ের কাছে গিয়ে তাদের কেনাকাটা সম্পর্কে জানতে চাইলো, সবারই প্রায় একই অবস্থা। এর মধ্যে সবার শেষে একটি মেয়ের কাছে জানতে চাইলো তুমি কি কি নিয়েছ? মেয়েটি বলল এই একটা থ্রী পিস নিলাম ১৪ হাজার টাকা দিয়ে আর স্যান্ডেল নিলাম ২৫শ টাকা দিয়ে। উপস্থাপক জানতে চাইলো আর কিছু কিনেছেন কিনা, মেয়েটি বলল সবেতো রোজা শুরু মাত্র কেনাকাটা শুর করেছি ঈদের আগে আর অনেক কিছু কিনতে হবে!! আরও কিছু থ্রী পিস, লেহেঙ্গা ও কসমেটিক সামগ্রী কিনতে হবে!!
রমজান ও ঈদের শিক্ষা কি?
আজ আমরা মুসলিমরা রমজান ও ঈদের মূল শিক্ষা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। হাজার হাজার টাকার কাপড় চোপড় কেনাকাটাতে বেস্ত আছি, তবে কখনও চিন্তা করে দেখিনি যে আমার অন্য দুঃখী ভাইটি কি খেতে পেরেছে কিনা। কেউ পোলাউ কোরমা বিরিয়ানি খাবে আর কেউ না খেয়ে মরা যাবে ইসলাম একে সমর্থন করে না।
কি করতে হবে আমাদের?
আসুন এই ঈদে যততুকু কেনাকাটা না করলেই নয় তারচেয়ে বেশি কেনাকাটা না করি, নিজের কেনাকাটার টাকা দিয়ে আরেকটি গরীব বাচ্চাকে একটি জামা উপহার দেই। আর ঈদের দিন অযথা টাকা খরচ না করে নিজ হাতে গরীবদের মুখে কিছু তুলে দেই, ধন্যবাদ।
২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫০
মাহির ফয়সাল শাহী বলেছেন: এইরকম উৎসাহ পেলে পোস্ট লিখতে ইচ্ছে করে, মন্তব্বের জন্য ধন্যবাদ।
২| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৩৯
ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল লিখসেন মাহির।
শুভসকাল ||
৩| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৫০
কালোপরী বলেছেন: মানুষ এত টাকা কই পায়!!!!!!!!
৪| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১২
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট +++++++++
বাংলাদেশের মানুষ নাকি গরীব । মার্কেটগুলো দেখলে তা মনে হয় না । ঘুষ , চুরি , বাটপারি করে জোগাড় করা অন্য মানুষের টাকা টাকমাথাদের বৌ কন্যাদের ভাঙতে দোষ কোথায় !
২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪৯
মাহির ফয়সাল শাহী বলেছেন: সহমত
৫| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১৪
সংবাদিকা বলেছেন: যেসব মধ্যবিত্তের - অপেক্ষা কৃত বিত্তশালীদের এই কেনাকাটা দেখে চোখ কপালে উঠে তাদের জানা উচিত যে ঐ তাদের করাইএক-দুই হাজার টাকা দামের পাঞ্জাবী কিংবা আড়াই হাজারের স্যান্ডেলের টাকায় আমাদের দেশের অনেক খেটে খাওয়া পরিবারের পুরা পরিবারের ঈদের বাজেট হয়ে যাবে- অনেকের বাজেট আরও কম। আর বেনসন সিগারেটের মেটাফর নাইবা দিলাম.........
ধনীরা টাকা কিভাবে পাইছে এটা ভিন্ন আলোচনা- কিন্তু যার সামর্থ যেমন সে তেমনি খরচ করবে--
৬| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫০
আদরসারািদন বলেছেন: ক্ষ্যামতা নাই.................নাইলে জিগাইতাম এতো টাকা পাইলো কই..?????
৭| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: কাহিনী কি এটা? কাহিনী তো আরও বড়। রমজানের প্রকৃত বাস্তবতা আসলে কি সেটা জানতে হলে পড়ুন।
হ্যাপি মাহে রমজান, ক্ষুধা ও খাদ্য বিলাস শুভ হোক
Click This Link
৮| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০২
দি সুফি বলেছেন: ওয়েল ব্রো, যার ইনকাম যেমন, সে তেমনটাই খরচ করবে এটাই স্বাভাবিক। যে বেশি বেশি দান করবে, আল্লাহ তার সম্পদের পরিমাণ বাড়িয়ে দেন। যাকাত বাদে দান করা কিন্তু বাধ্যতামূলক নয়। তাই আপনি তাদেরকে কিছুই বলতে পারবেন না।
এদের অনেকেই হয়ত দান করে এসেই লাখ টাকার শপিং করছে। আপনি বা আমি কিন্তু সেটা জানছি না!
সুতরাং এভাবে গনহারে সবাইকে দোষারোপ করা কি উচিত হবে?
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮
মাহির ফয়সাল শাহী বলেছেন: টাকা আছে বলেই এভাবে টাকার মিস ইউস করতে হবে?? টাকা গুলো কি অন্য ভালো কাজে লাগানো যেতে পারে না?
৯| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১০
মনিরা সুলতানা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: আসুন এই ঈদে যততুকু কেনাকাটা না করলেই নয় তারচেয়ে বেশি কেনাকাটা না করি, নিজের কেনাকাটার টাকা দিয়ে আরেকটি গরীব বাচ্চাকে একটি জামা উপহার দেই। আর ঈদের দিন অযথা টাকা খরচ না করে নিজ হাতে গরীবদের মুখে কিছু তুলে দেই - আহ! সবাই যদি এরকম সুন্দর চিন্তা করতে পারতো।
আপনার লেখায় ভাল লাগা
১০| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪
আরমিন বলেছেন: আমার এইবার ঈদে একটাও নতুন জামা নাই !
১১| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমমম। মধ্যবিত্তের ঈদ বাজার হচ্ছে চির আক্ষেপ আর স্বপ্নের বাজার। উচ্চবিত্তের অধিক স্বপ্ন বাস্তবায়নের কারনে হারিয়ে যায় মধ্যবিত্তের ঈদ বাজার আর ঈদ আনন্দ।
১২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২২
অচিন তারা বলেছেন: ঈদ শপিং বাবদ আম্মু দিয়েছে ১০হাজার টাকা। এর ভেতোর থেকেই বাসার হেল্পিং হ্যান্ড দুজনের জন্য কেনাকাটা করতে বলা হয়েছে। কেনাকাটার ফিরিস্তি ঃ
১) কাজের মেয়ে দুটির জন্য দুটি থ্রি পিস (১২০০+১২০০) =২৪০০ টাকা।
২) টেইলার্স মেকিং চার্জ (৩০০+৩০০)= ৬০০ টাকা।
৩) ২ জোড়া স্যান্ডেল (তারা আব্দার করেছিল হাই হিল স্যান্ডেল দিতে হবে) বাবদ (৩০০+৩০০)= ৬০০ টাকা।
৪) চুড়ি, মালা, কানের দুল, লিপস্টিক, আই লাইনার, নেইল পলিশ, টিপ, চুলের ব্যন্ড, টাকা রাখার ছোট্ট হ্যান্ড ব্যাগ, মেহেদি (২জনের জন্য আলাদা করে) =২০০০ টাকা।
৫) তাদের মায়ের জন্য শাড়ী বাবার জন্য লুঙ্গী (শাড়ী ২টি লুঙ্গী ২টি) = ১১০০ টাকা।
৬) পছন্দ হয়ে যাওয়াতে আব্বুর জন্য একটি ফতুয়া = ৮০০ টাকা।
৭) আম্মু বাসায় উপস্থিত না থাকায় কেব্ল টিভির ২ মাসের বিল = ৬০০ টাকা।
৮) মোবাইল ইন্টারনেট বাবদ রিচার্জ (৫১২কেবিপিএস/২জিবি) = ৫৫০ টাকা।
৯) যাতায়াতের জন্য সি,এন,জি ভাড়া বাবদ = ৫০০ টাকা (আনুমানিক)
অবশিষ্ট আছে ৮৫০ টাকা যা আমার ঈদ সপিং এর বাজেট।
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১০
মাহির ফয়সাল শাহী বলেছেন: খুব মহৎ কাজ করলেন
১৩| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২
দি সুফি বলেছেন: লেখক বলেছেন: টাকা আছে বলেই এভাবে টাকার মিস ইউস করতে হবে?? টাকা গুলো কি অন্য ভালো কাজে লাগানো যেতে পারে না?
মনে করেন কারো মাসিক আয় ১০ লাখ টাকা। সে সেখান থেকে ৩ লাখ টাকা বিভিন্ন খাতে দান করে দেয়। বাকি টাকা খরচ করে। এখন ঈদের সময় সে তার পরিবার-পরিজনের জন্য দামি পোষাক কিনল, তখন টিভি দূর্ভাগ্যক্রমে (!!!) তার সাক্ষাৎকার নিল, এরপর কিছু লোক তাকে নিয়ে বিরুপ মন্তব্য করল! এখন বলেন তো ব্যাপারটা কেমন হয়ে গেল??
ঐ লোকটা সৎভাবে ১০ লাখ টাকা আয় করতেছে, ৩ লাখ টাকা দানও করতেছে, অথচ তার খরচ নিয়া আমরা উলটা-পালটা বললাম!
ঐ লোকের যোগ্যতা আছে ১০ লাখ টাকা কামাই করার, সে তার ইচ্ছামত খরচ করবে। সেইখানে আপনি-আমি বলার কে??
১৪| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫
কে আমি ২০১২ বলেছেন: ভালো লিখেছেন। আয়ের চেয়ে ব্যয় বেশি। এই বাড়তি টাকার উৎস কোথায়???
১৫| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬
রাজীব বলেছেন: একটু অন্যভাবে দেখি।
ধরুন যে ৩৫ হাজর টাকায় শাড়ি কিনলো সেই দোকানদার তার কাছ থেকে ১০ হাজার টাকা লাভ করলো। সে কিন্তু নিম্ন মধ্যবিত্ত। সেই ১০ হাজার টাকায় কিন্তু তার পরিবার সহ তার উপর নির্ভরশীল অনেক আত্মিয় স্বজন খেয়ে বাচবে।
১৬| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৬
সর্বনাশা বলেছেন:
কালোপরী বলেছেন: মানুষ এত টাকা কই পায়!!!!!!!!
১৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মধ্যবিত্তের জন্যেই যত আক্ষেপ আর নিম্নবিত্তদের সেই আক্ষেপ করারও অধিকার নেই।
১৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৮
শাকিল ১৭০৫ বলেছেন: আসুন এই ঈদে যততুকু কেনাকাটা না করলেই নয় তারচেয়ে বেশি কেনাকাটা না করি, নিজের কেনাকাটার টাকা দিয়ে আরেকটি গরীব বাচ্চাকে একটি জামা উপহার দেই। আর ঈদের দিন অযথা টাকা খরচ না করে নিজ হাতে গরীবদের মুখে কিছু তুলে দেই
ভালো বলেছেন
১৯| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সংযমের চমৎকার উদাহরণ
২০| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬
সোহানী বলেছেন: কালোপরী বলেছেন: মানুষ এত টাকা কই পায়!!!!!!!! .............
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:০৮
খেয়া ঘাট বলেছেন: আসুন এই ঈদে যততুকু কেনাকাটা না করলেই নয় তারচেয়ে বেশি কেনাকাটা না করি, নিজের কেনাকাটার টাকা দিয়ে আরেকটি গরীব বাচ্চাকে একটি জামা উপহার দেই। আর ঈদের দিন অযথা টাকা খরচ না করে নিজ হাতে গরীবদের মুখে কিছু তুলে দেই - আহ! সবাই যদি এরকম সুন্দর চিন্তা করতে পারতো।
+++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।