![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফয়সাল শাহী, একজন ছাত্র। পড়ালিখার পাশাপাশি একটু আরেকটু ব্লগিং ও ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি। মূলত আমি প্রযুক্তি বিষয়ে বিভিন্ন ব্লগে লিখে থাকি।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশাকরি সকলে খুব খুব ভালো আছেন। আজকের এই পোস্টটি শুধুমাত্র ওয়েব ডিজাইনার / ডেভোলপারদের জন্য। যারা ওয়েব ডিজাইনকে প্রফেশনাল ভাবে নিয়েছেন তাদের বিভিন্ন সাইট কোডিং করতে হয় অনেক ধ্রুত। তবে ধ্রুত কোড টাইপ করা চাট্টিখানি কথা নয়! অনেক ক্ষেত্রে ধ্রুত টাইপ করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে ওয়েব ডিজাইনে ভুলের সুযোগ নেই, তাই সবসময় সতর্ক থাকতে হয়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই নোটপ্যাড++ এ খুব সহজেই এইচটিএমএল ও সিএসএস লিখা যায়।
=========== সহজেই কোড লিখা উপায় ===========
এই জন্য প্রথমেই আপনার কাছে Notepad++ টেক্সট এডিটরটি থাকতে হবে। এটি যদি আপনার থাকে না থেকে থাকে তবে এখানে থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন।
এবার Zen Coding টি এখান থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করা হয়ে গেলে জিপ ফাইলটি আনজিপ করে তার ভিতরের ফাইল গুলো আপনি যেই ফোল্ডারে নোটপ্যাড++ ইনস্টল করেছেন তার ভিতরের plugins নামক ফোল্ডারে ফাইল গুলো মুভ করুন।
ডিফল্টভাবে প্লাগিন ফোল্ডারটি এই লোকেশনে পাবেন - C:Program FilesNotepad++plugins
এবার নোটপ্যাড++ ওপেন করলে নিচের মত একটি নতুন ট্যাব দেখতে পাবেন। নতুন ট্যাবটি পেলেই বুঝবেন আপনার নোটপ্যাড++ এ Zen Coding ঠিক ভাবে ইনস্টল হয়েছে।
=========== যেভাবে কোড লিখবেন ===========
ধরুন আপনি একটি এইচটিএমএল ৫ ডকুমেন্ট ওপেন করতে চান তবে html:5 লিখে Ctrl+E চাপুন তাহলেই নিচের মত একটি এইচটিএমএল ৫ ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। আপনাকে আর কষ্ট করে পুরো কোডটি লিখতে হবে না।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
সীমানা ছাড়িয়ে বলেছেন: ধ্রুত কোড লিখতে চাই।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
মুক্তকণ্ঠ বলেছেন: আপনে যে খুব ধ্রুত লিখছেন, এইটা বোঝা যায়
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
মাহির ফয়সাল শাহী বলেছেন: বানানগত কোন ভুল থাকলে দুঃখিত
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১২
মদন বলেছেন: শর্টকার্ট মুখস্ততে যে সময় লাগবে সময়েতো এইচটিএমলই লেখা যাবে
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
উজবুক ইশতি বলেছেন: ধন্যবাদ