![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনের মূল সংজ্ঞা হলো, বিভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকবে এবং সিও অভিবাক্তির যুক্তি সঙ্গত পর্যালোচনার তাগিদে তারা একে অপরের সাথে সংলাপে লিপ্ত হবে।
অথচ বর্তমান কথিত মুক্তমনা আর তাদের অনুসারীদের সবচেয়ে বড় গুণ হলো তারা ভিন্ন মতাদর্শ সয্য করতে পারেনা।
তথাপি ভিন্ন মত পোষণ কারির দর্শন পাওয়ামাত্র আত্মগোপনে সচেষ্ট হয়।
অর্থাৎ ব্লক মারে।
এবার বুঁজুন তাদের মতাদর্শের ভিত্তি কতটা দুর্বল।
সামান্য কম্পনে হেলে পড়ার আশঙ্কা সর্বদা দাবিয়ে বেড়ায় তাদেরকে।
তাই তো তাদের শিষ্যের ইনফোতে জ্বলজ্বল করে, ভিন্ন মতাদর্শ প্রবেশ নিষেধ।
২| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২
আল মোমিন বলেছেন: ভাই , আপনি একেবারে আমার মনের কথা বলেছেন । অতি সম্প্রতি আমার সাথে এই ঘটনা ঘটেছে । আরজু পনি নামক ব্লগার (নাকি ব্লকার ) ফেইসবুকে উনার ব্লগ এর লিখার একটি লিন্ক শেয়ার করেন । আমি তাতে কিছু কমেন্ট করি । তিনি অই কমেন্ট গুলা না বুঝে আমাকে ব্লক করেন ।আমি প্রশ্ন করেছিলাম ফেইসবুকে তাই ফেইসবুকে উত্তর দেয়াই তো উচিত ছিলো তাই না ? তিনি তা না করে ফেইসবুকে আমাকে ব্লক রেখে ব্লগে গিয়ে নিজের পোস্ট এ আমার কমেন্ট কে বিকৃত ভাবে উপস্থাপনা করে আমার কমেন্ট কে উপহাস করেন । পরে যখন আমি তার ব্লগে গিয়ে যুকিসংগত ভাবে আমার কমেন্ট ডিফেন্ড করে উনি ই যে ভুল এটা দেখানোর চেস্টা করি , তখন তিনি ব্লগে ও আমাকে কমেন্ট করা থেকে ব্লক করেন। এরাই আবার নাকি মুক্তবুদ্ধি আর মুক্তচিন্তা এর ধারক ও বাহক । হাহ্ִ
৩| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০০
গোবর গণেশ বলেছেন: আল মোমিন ভাই পরাস্ত। এমনটা অবশ্যই হওয়া উচিত নয় বা কাম্যও নয়।
৪| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪০
লেজ কাটা শেয়াল বলেছেন: আলো মুমিন ভাই, ঠিক এই কারণেই পোস্ট টি করেছি।
ইমরান পিয়াল আসিফদের প্রোফাইলে আমি নিষিদ্ধ। তাদের চেলাবেলার নাম উল্লেখ করে শেষ করা যাবেনা এমন অনেকেই আমাকে ব্লক করেছে। অথচ আমি চ্যালেঞ্জ করা বলতে পারি তদের কোনো পোস্টে আমি অশ্লীল মন্তব্য করিনি।
আর অশ্লীলের কথা কি বলবো, তাদের পক্ষ নিয়ে অশ্লীলতার চরম শব্দটি উচ্চারণ করলেও আপনি থাকবেন নিরাপদ।
৫| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
খাটাস বলেছেন: ইমরান, পিয়াল, আসিফ কে? তাদের লিঙ্ক টা দেয়া যায়? একটু পড়ে আবার মুছে দিতে পারেন।
৬| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
লেজ কাটা শেয়াল বলেছেন: সামান্য মশকারা করলেন।
ব্যাপার না।
ব্লক খাওয়ার কারণে লিংক দিতে পারলামনা।
৭| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
নষ্ট ছেলে বলেছেন: @খাটাস,
ইমরান মানে ইমরান এইচ সরকার সম্ভবত কোন ব্লগার না।
আসিফ গ্রেফতার হওয়া পর রহস্যজনক ভাবে সামু তার আইডি ব্লক করে দিয়েছে। তবে এখানে আসিফের কিছু আমলনামা পাইবেন ।
অমি রহমান পিয়াল আওয়ামী পন্থী ব্লগার। মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে লেখালেখি করে। তার অন্য আরেকটা পরিচয় আছে। যার কারণে প্রায়ই ব্যক্তিগত আক্রমনের স্বীকার হতে হয়েছে। সামুতে এখন আর লেখালেখি করে না।
অন্য আরেকটা পরিচয় এখান থেকে জানতে পারবেন।
৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৭
খাটাস বলেছেন: ধন্যবাদ নষ্ট ছেলে। ইহারা তো মহামানব। আসিফ মহিউদ্দিন রে চেনে না, এমন কোন পাবলিক আছে নাকি?
এইচ সরকার রে ভাল লাগে না। তবে অমি পিয়াল এর ভাষা মাঝে মাঝে ভাল না হইলে ও তার বেক্তিত্ত ভাল লাগে কিছুটা। কিন্তু ধর্মান্ধ এর মত তিনি ও লিগান্ধ।
৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৭
লেজ কাটা শেয়াল বলেছেন: মোবাইল থেকে পেইজটির ২.৭এমবি লোড হয়েছে ৪৫সেকেন্ডে।
এতটুকু পড়তে সময় লেগেছে ২ঘন্টা।
আপনাদের পর্যায়ে যেতে পাড়ি দিতে হবে আর বহুদূর।
ধন্যবাদ নষ্ট ছেলে।
ধন্যবাদ রুবাইয়াত।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩
খাটাস বলেছেন: আপনার কথায় সহমত। ভিন্ন মত না মানলে ও সুন্দর আলোচনা হতে পারে। এজন্য ধ্বংস যজ্ঞ চালান, বা তিরস্কার করা- ভাল মানসিকতা ও নিতি বোধের পরিচয় দেয় না। প্লাস।