নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" যে বই পড়তে ভালবাসে , সে সবাইকে ভালবাসার ক্ষমতা রাখে \"

দরজার ওপাশে আমি

সৌজন্য এমন জিনিস সবচেয়ে মেধাবী হলেও শেখা যায় না। পারিবারিক শিক্ষা, বিনয়, পরিমিতিবোধ ও আমিত্ব নিয়ন্ত্রণের বিকল্প নেই....

দরজার ওপাশে আমি › বিস্তারিত পোস্টঃ

কিছু ব্লগার ,আমি আর আমার অপরিপক্ক্ব কথা

২৫ শে জুন, ২০১৮ রাত ৯:২৮

শুরুতে সবাইকে বর্ষা শুভেচ্ছা। আমি খুব একটা লিখতে পারি না তবে আমি খুব মনোযোগ দিয়ে সবার লেখা পড়ি । কিছু ব্লগারের নাম বলি তাদের লেখা আমার ভাল লাগে তাদের লেখার ধরন দেখে বোঝা যায় লেখার মানূষ টা কেমন । এই চাঁদগাজী সাহেব কিন্তু আমার দেখা খুব বিচক্ষন একটা লোক ,তার রাজনীতি পর্যাবেক্ষন খুব ভাল । আবার রাজীব নুর তিনি মনে হয় স্বচ্ছ পানির মত আর সনেট কবি তার নিজস্ব ভাবধারা বজায় রেখে কবিতা লিখেই যাচ্ছেন । আবার কাওসার চৌধুরী উনি কিন্তু ভাল গল্প লিখতে পারেন , আচ্ছা আপনি কি বই বের করতে পারেন না, ভাল লিখেন তো, তাকিয়ে দেখেন সামিয়া ইতি ব্লগারে দিকে এবার উনার বই কিন্তু বের করেছেন। আপনি লিখুন আমরা আছি ।আরও আছে সানবীর খান অরন্য, উনি মনে হয় প্রেমিক মানুষ উনার লেখা পরে আবার প্রেমে পড়তে ইচ্ছা করে ,শাহরিয়ার কবির উনিও সেইম । আরও কত ব্লগার আছে ... একটা বিস্তৃন পরিবার আর আমি অতিথি ।

এবার নিজের কথা বলি।

আমার বই পড়ার মারাত্নক অভ্যাস আছে ,পকেটে টাকা নাই কিন্তু বই দেখলে মাথা ঠিক থাকে না । ঈদের আগের দিন এক বন্ধু শবনম আর আগুনপাখি গিফট করছে, আমি আবার একটু নির্লজ্জ টাইপ কিছু মানুষের কাছে থেকে আমি জোর করেই বই গিফট নেই ।


আমি পড়াশুনা শেষ করেছি বছর তিনেক হইল কিন্তু চাকরী আমার দ্বারা কেনো জানি হচ্ছে না গত ৪ মাস ধরে বেকার । আসলে রাজনীতি নিয়ে আমার একটা বিরাট চিন্তা আছে । বাসায় কোনো ভাবেই রাজী না । মা তো বলেই বসেছে এত টাকা খরচ করে পড়াশুনা করালাম রাজনীতি করার জন্য? একটাই ছেলে তুই ভাল দেখে একটা চাকরি করবি বিয়ে করবি সুখে শান্তিতে থাকবি। আমি তো হেসেই খুন ! এই কি জীবন । এদিকে ছেলে নেতা হবে আর বিয়ের জন্য মেয়ে দিবে কে ? কার মেয়ে এত ফেলনা ? কি অদ্ভুত এক সংকট। কিন্তু আমিও কম ত্যাদড় না, বাসায় বলছি আমি আর ২-৩ বছর আছি , চাকরী করব বিয়ে করব দ্যান রাজনীতিতে আসছি। মা'র মন খারাপ হইলেও বাবা কিছু বলে নাই আর বলারই বা কি আছে আমি তো তার পথেই হাটছি । ছেলে বাবার মতই হবে এতে অস্বাভাবিক কিছু নাই।

দেশের রাজনীতিতে গ্রাজুয়েশন করা ছেলেদের আগ্রহ খুবই কম। যাদের সব থেকে বেশি আগ্রহ তারা এলাকার এসএসসি ফেইল করা হ্যাডম । এভাবেই দেশ যাবে সামনে ! অনেকেই দেশকে নিয়ে ভাবে শুধু ভাবার জন্যই মনে হয় । আমি কারও মুখ থেকে দেশ নিয়ে পজেটিভ খুব কম শুনি , বেশির ভাগ যা শুনি তা হলো দেশে চাকুরী নাই , চালের দাম বাড়ছে ,রাস্তা ঘাট ঠিক নাই আর কত কি ! অস্বীকার করার যো নাই।

একবার এক আংকেলকে বলতে শুনেছিলাম দেশের কি জগন্য অবস্থা এই দেশে কি মানুষ থাকতে পারে ? খালি দুর্নীতি ,মারামারি ,রাস্তায় পানি দেশ গোল্লায় গেল। আমি সাইডে দাড়িয়েছিলাম উনারে বললাম আসলেই ঠিক কইছেন এভাবে কি সম্ভব ! এর থেকে স্কলারশিপ পাইছি বাইরে যাওয়াই ভাল। উনি গদ গদ হয়ে বললেন ঠিক বাবা যাও ওই খানেই সেটেল হও আমার ছেলেও দুই এক মাসের মধ্য ইতালীতে যাচ্ছে পরে আমাদেরও নিবে । আমি বলেছিলাম আমি দেশের রাজনীতির উপর স্কলারশিপ নিব আংকেল দেশটা কে মেরামত করব উনিও মনে হয় আমাকে মোটামুটি অভদ্রের কাতারে ফালায়ে দিয়েছিলেন । যাই হোক, উনার সাথে আমার রেগুলার দেখা সাক্ষাত আড্ডা হয় ।

তবে একটা কথা বলি শুধু আমিই না আগামীতে দেখবেন অনেক তরুন ছেলেই রাজনীতিতে আসছে । আমার এক বড় ভাই এবার এমপি প্রার্থী মোটামুটি ভাবে হইতে পারে ।

শেষ কথা হইল আমি লিখতে পারি না কিন্তু টাইপ করতে পারি

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৩৮

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর পরিপার্টি গুছানো একটা লেখা।পড়ে ভালই লাগল। শুভকামনা থাকল।

২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৩১

দরজার ওপাশে আমি বলেছেন: খুব ভাল লাগল আপনি মন্তব্য করেছেন , তবে আপনার ইতিহাস সম্পর্কে লেখাও অনেক ভাল লাগে ধন্যবাদ পাশে থাকার জন্য।

২| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৪৪

ফয়সাল হাওড়ী বলেছেন: ভালোই তো লিখেন। আপনিও লিখুন। লেখাকে আমি মনে করি "উত্তম পাঠ "। আপনার পড়ার অভ্যাস যখন আছে , উত্তম পাঠের অভ্যাস হইতে সময় লাগবে না। লিখুন ।

২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৩২

দরজার ওপাশে আমি বলেছেন: ধন্যবাদ আপনাকে, আমাকে সাহস দেওয়ার জন্য । ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব

৩| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৫০

রাকু হাসান বলেছেন: ভাল পোস্ট .।ঠিক এমনটাই ভেবে থাকি ..উনাদের ব্যাপারে ..আপনি বলে দিলেন ...মানুষগুলো মার্ককরা । একদম,,,, তিনি বই প্রকাশ করার যোগ্যতা রাখেন ।

মজা পেলাম-- B-) আমি লিখতে পারি না কিন্ত টাইপ করতে পারি ।

২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৩৪

দরজার ওপাশে আমি বলেছেন: উনারা অভিজ্ঞ লোক ,উনাদের কাছে থেকে অনেক কিছুর শিখার আছে । প্রতিদিন উনাদের লেখা খুজে বেড়াই ।। আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য । ভালো থাকবেন

৪| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন:




রাজনৈতিক হওয়া উচিত দেশের সর্বোচ্চ মেধাবীরা।
এগিয়ে চলুন, এগিয়ে নিন। শুভ কামনা।

২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৩৫

দরজার ওপাশে আমি বলেছেন: আমি এই কথাটা বিশ্বাস করি, ধন্যবাদ সাহস দেওয়ার জন্য ।

৫| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: 'শবনম' দারুন প্রেমের উপন্যাস। আর হাসান আজিজুল হকের 'আগুন পাখি' অসাধারন একটা বই। দেশ ভাগ নিয়ে লেখা। দু'টা বইই বেশ কয়েকবার করে পড়েছি।
আমাদের দেশে চাকরির খুব অভাব। ক্ষমতাবান মামা চাচা অথবা প্রচুর টাকা থাকলে চাকরি পাওয়া সম্ভব।
রাজনীতিতে যাওয়ার দরকার নাই। রাজনীতি বড় নোংরা।

আপনি খুব সুন্দর করেই গুছিয়ে লিখেছেন। আরও লিখুন। চেষ্টা করে দেখুন লিখে লিখে দেশটা বদলানো যায় কিনা।

২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৪২

দরজার ওপাশে আমি বলেছেন: একটা কথা বলি, আমি কিন্তু আপনার বইয়ের তালিকা দেখেই এক এক করে বই কিনে পড়া শুরু করেছি , অনেক আগে থেকেই পরতাম কিন্তু ক্লাসিকাল বা বিখ্যাত বই গুলো আপনি ও কিছু কাছের মানুষ এবং ভার্সিটিতে স্যারের কাছে থেকেই শোনা আরকি । বাবা রাজনীতি করেন কিন্তু আমি তার সুপারিশে চাকরী করব না, বা তিনিও চান না । তিনি আমাকে একটা ফ্রেশ রাজনীতি করার জন্য অনুপ্রানিত করেন । প্রথম প্রথম একটু কষ্ট হইত উনার তারপর থেকে উনি নিজে থেকেই আমাকে গাইড করেন । উনার আবার তৃনমূল পর্যায়ের লোকজনকে ভাল চেনা আছে । যাই হোক, কি বলব রাজনীতি ব্লাডে ঘুরছে ! দোয়া করবেন আমি যেনো আমার চিন্তা, চেতনা কাজে লাগাতে পারি । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য আর আপনি আসলেই পানির মত .।।। ভাল থাকবেন । ভাবীকে সালাম দিবেন আর পিচ্ছিটাকে অবশ্যই ভালবাসা দিবেন । কোন একদিন আপনার সাথে আমার দেখা হচ্ছে রেডি থাইকেন

৬| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:



যেসব বিষয় আপনার ভালো লাগে, সেসব বিষয়ে লিখুন; সামুর পাঠকেরা পড়েন, নিজের মত জানান সব সময়।

২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৪৬

দরজার ওপাশে আমি বলেছেন: আপনার এই মূল্যবান কথা আমি মনে রাখব , সামু ব্লগাররা অনেক ভাল । ধন্যবাদ আপনাকে ,আপনার এই মন্তব্য এক ধাপ আমাকে এগিয়ে দিবে আমাকে ।

৭| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: দরজার ওপাশে আর কত থাকবেন? এবার সামনে আসুন। দেখুন, সবাই আপনার অপেক্ষায় আছে।

২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৪৯

দরজার ওপাশে আমি বলেছেন: হা হা হা ঠিক বলেছেন। একটু বাইরে ছিলাম রাতে আবার চা খাওয়ার বাতিক আছে তো তাই বাইরে ছিলাম । এসে দেখি অনেকেই মন্তব্য করেছে । এখন তার রিপ্লাই দিচ্ছি এই তোঁ

৮| ২৫ শে জুন, ২০১৮ রাত ১১:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি লিখতে পারি না কিন্তু টাইপ করতে পারি

-- ওটা পারলেই চলবে!;)

২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৫১

দরজার ওপাশে আমি বলেছেন: হুম , এখন থেকে টাইপিং স্পীড বাড়ানো লাগবে ভাবছি । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য । কিছু গানের লিরিক্স পোস্ট কইরেন অনেকদিন হইল পাচ্ছি না

৯| ২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৩২

কবীর বলেছেন: আমি লিখতে পারি না কিন্তু টাইপ করতে পারি

আপনার লেখা পড়ে খানিক হাসলাম .... :P


আপনিও লিখুন পারবেন..... ।


২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৫৪

দরজার ওপাশে আমি বলেছেন: হা হা হা আমিও হাসতেছিলাম, কি পাগলের মত যে লিখলাম ! তবে আপনার কবিতা কিন্তু আমার ভাল লাগে , আগে পরতাম না খুব একটা কিন্তু এখন রেগুলার পড়ি আর কি ! ধন্যবাদ পাশে থাকার জন্য

১০| ২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৩২

কাওসার চৌধুরী বলেছেন: ভাইজান শুভেচ্ছা নেবেন। গুনী ব্লগারদের নিয়ে লেখার মাঝে নবীন এ ব্লগারের নামটি দেখে খুশিতে রক্ত গরম হয়ে গেলো। এখনো সেভ হওয়ার দুই মাস হয়নি আমার; বলতে গেলে ব্লগে শিশু। তারপরও আপনি সহ সিনিয়র ব্লগারগণ আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, উৎসাহ দিয়েছেন তা সত্যি আমাকে মুগ্ধ করেছে। এজন্য ব্লগের সবার কাছে কৃতজ্ঞ।

আপনি আমার গল্প পড়েন, বিষয়টি জানা ছিল না। এখন জেনে খুশি হলাম; এজন্য কৃতজ্ঞতা রইলো। আমি কিন্তু মূলত: প্রবন্ধ লেখি। পাশাপাশি ফিচার। আমার এপ্রিল আর মে মাসের সব পোস্ট ফিচার ও প্রবন্ধময়। জন মাসটি ঠিক করেছি শুধু গল্প লেখবো; এজন্য অন্য বিষয়ে লেখিনি। গল্প লেখা আমার তৃতীয় পছন্দ। আশীর্বাদ করবেন যাতে লেখাটা চালিয়ে যেতে পারি।

আর, আগামী বইমেলায় আমার এক-দইটি বই আসার কথা; আশীর্বাদ করবেন। সবশেষে, আপনি সহ পরিবারের সবার সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করছি।

১১| ২৬ শে জুন, ২০১৮ রাত ১২:০৮

দরজার ওপাশে আমি বলেছেন: ভাইজান আপনার জন্য কদম ফুলের শুভেচ্ছা । এখন কদম ফুলের সময় ঠিক আপনারও সময় । আমি আপনাকে অনুসরন করেও রেখেছি । আপনার লেখা দেখে আমার মাঝে মাঝেই মনে হইত উনাকে মন্তব্য করে বলি আপনি একটা বই বের করেন ,কিন্তু কেন জানি আটকিয়ে যাইতাম তবে আজ আর আটকায় নি । আর অবশ্যই আমি চাইব সব কিছু ঠিক থাকলে আপনি লেখা চালিয়ে যাবেন ইহা আমার ক্ষুদ্র অনুরোধ ।

আর বইমেলায় বই প্রকাশ হবে এটা আসলেই অনেক আনন্দের ব্যাপার। আমি আপনাকে আগেই শুভেচ্ছা জানাচ্ছি। এখন থেকেই আমি চিন্তায় আছি আপনার বইয়ের প্রথম খরিদ করতে পারব কি না ! আপনার পরিবার ভাল থাকুক আমি দোয়া করছি আর আপনার সুস্থতা আমাদের জন্য অনেক দরকার। ইনশাল্লাহ আমরা সবাই ভাল থাকব ।

১২| ২৬ শে জুন, ২০১৮ রাত ১২:১৪

সুমন কর বলেছেন: লিখতে থাকুন, যেহেতু টাইপটা পারেন.................হাহাহাহা

২৬ শে জুন, ২০১৮ রাত ১২:১৭

দরজার ওপাশে আমি বলেছেন: হুম, লিখা উচিৎ ভালই লাগছে ।আপনাকেও ধন্যবাদ মন্তব্যর জন্য

১৩| ২৬ শে জুন, ২০১৮ ভোর ৬:২০

সিগন্যাস বলেছেন: :) :) :) টাইপ করতে তো সবাই পারে

১৪| ২৬ শে জুন, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একটা কথা বলি, আমি কিন্তু আপনার বইয়ের তালিকা দেখেই এক এক করে বই কিনে পড়া শুরু করেছি , অনেক আগে থেকেই পরতাম কিন্তু ক্লাসিকাল বা বিখ্যাত বই গুলো আপনি ও কিছু কাছের মানুষ এবং ভার্সিটিতে স্যারের কাছে থেকেই শোনা আরকি । বাবা রাজনীতি করেন কিন্তু আমি তার সুপারিশে চাকরী করব না, বা তিনিও চান না । তিনি আমাকে একটা ফ্রেশ রাজনীতি করার জন্য অনুপ্রানিত করেন । প্রথম প্রথম একটু কষ্ট হইত উনার তারপর থেকে উনি নিজে থেকেই আমাকে গাইড করেন । উনার আবার তৃনমূল পর্যায়ের লোকজনকে ভাল চেনা আছে । যাই হোক, কি বলব রাজনীতি ব্লাডে ঘুরছে ! দোয়া করবেন আমি যেনো আমার চিন্তা, চেতনা কাজে লাগাতে পারি । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য আর আপনি আসলেই পানির মত .।।। ভাল থাকবেন । ভাবীকে সালাম দিবেন আর পিচ্ছিটাকে অবশ্যই ভালবাসা দিবেন । কোন একদিন আপনার সাথে আমার দেখা হচ্ছে রেডি থাইকেন

সুন্দর মন্তব্য করেছেন।
আপনি রাজনীতি করেন। ভালো মানুষ রাজনীতিতে আসলে দেশের উন্নতি হবে।
আমি জানি আমাদের দেখা হবেই।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৬

দরজার ওপাশে আমি বলেছেন: সম্ভাবনা আছে , দেখা যাক কি হয় । আগে থেকে বলে আর কি হবে !

১৫| ২৬ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হা হা হা ঠিক বলেছেন। একটু বাইরে ছিলাম রাতে আবার চা খাওয়ার বাতিক আছে তো তাই বাইরে ছিলাম । এসে দেখি অনেকেই মন্তব্য করেছে । এখন তার রিপ্লাই দিচ্ছি এই তোঁ

আমি বাসায় থাকলেই বেশ কয়েকবার আমাকে চা খাওয়ার জন্য বাইতে যেতে হয়।
অবশ্য সুরভি বলে ঘরেই থাকো, আমি চা বানিয়ে দিচ্ছি।
কিন্তু কেন জানি বাইরের চা ই বেশি ভালো লাগে।

১৬| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৪১

কানিজ রিনা বলেছেন: খুব সুন্দর লিখেছেন, দেশে চাকুরীর বাজার
বড়ই করুন শিক্ষিত ছেলেরা কোনও এমপি
নেতার দরজায় দাড়ায় নেতা আশ্বাস দেয়
বিশেষ করে যখন যে ক্ষমতায় থাকে। নেতার
দরজায় ঘুরতে ঘুরতে এক সময় নেতার দলে
যোগ দেয়। চাকুরীর আসায় আসায় একসময়
হতাস হয়ে পড়ে ততোদিনে হয় নেশায় আকৃষ্ট
অথবা নেতার আদেশে অস্ত্র হাতে চুপিচুপি
দলের সন্ত্রাস চাঁদাবাজী ধ্বংসের দাবানলে
পতিত জীবনে পা দিয়ে ফেলে, এই হোল
আমাদের বেকার শিক্ষিত ছেলেদের অবস্থা।
বেশ সুন্দর করে লিখেছেন অনুপ্রেরনা থাকল।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৫

দরজার ওপাশে আমি বলেছেন: ধন্যবাদ ম্যাম, তবে আমি চাকুরী করা লাগলেও সৃষ্টিকর্তা যেনো আমাকে সাহস দেয় আমি কারও হেল্প নিয়ে কিছু করতে চাই না ,নিজ প্রচেষ্টায় যতটুকু সম্ভব ততটুকুতেই আমি খুশি । আর হ্যা নেতাদের এই কর্মকান্ড অনেক আগের প্রায় তবে কিছু নেতা আছে তারাও এর পরিবর্তন চায় ! আমাদের দেশে চাদাবাজি আগের তুলনায় অন্নেক বেড়ে গেছে , আর আমরা কেনো জানি তাতে অভ্যস্ত হয়ে পড়ে যাচ্ছি। হ য ব র ল অবস্থা

১৭| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:২৩

সামিয়া বলেছেন: আমি ব্লগে আসার দু'বছর আগে থেকেই বই বের করছি, :) anyways nice to meet you...

২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৫৭

দরজার ওপাশে আমি বলেছেন: আমি একটু ব্যাকডেটেড মনে হচ্ছে কিন্তু যাই বলেন না কেনো আপনার কবিতা গুলো জোস ! ভাগ্য ভাল, আপনি ব্লগে আসছেন নইলে কিন্তু আপনার সাথে পরিচিত হওয়া যাইত না । এনি ওয়ে, আমি আপনার বই পড়ে জানাব, ঘুম থেকে ঊঠে আজ আপনার লেখাই প্রথম পড়েছিলাম অবশ্য সেটা ফেবুতে

১৮| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:০২

সামিয়া বলেছেন: আমি তো তেমন কবিতা লিখিনা, এফ বি তে আমার লিস্টে আছেন নাকি?

২৮ শে জুন, ২০১৮ রাত ২:২৬

দরজার ওপাশে আমি বলেছেন: আপনারে সি ফার্স্ট করে রাখছি আর আপাতত ফোলোয়ার এই নিয়েই চলছে :)

১৯| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:০৫

সমূদ্র সফেন বলেছেন: লিডার আপনি এগিয়ে চলুন ।

আমার আছি আপনার পিছে


৩০ শে জুন, ২০১৮ রাত ১০:৪৩

দরজার ওপাশে আমি বলেছেন: ধন্যবাদ ভাইজান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.