| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দরজার ওপাশে আমি
সৌজন্য এমন জিনিস সবচেয়ে মেধাবী হলেও শেখা যায় না। পারিবারিক শিক্ষা, বিনয়, পরিমিতিবোধ ও আমিত্ব নিয়ন্ত্রণের বিকল্প নেই....
যুগে যুগে একটি দেশের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য নেতারা নতুন নতুন উন্নয়নমূলক সংস্কৃতি্র সূচনা করেছিলেন। দেশের উন্নয়ন নিশ্চিত করার জন্য গোটা জাতিকে উদ্বুদ্ধ করে থাকেন ।অনেক সময় নিজেদের ভোগ বিলাস ত্যাগ করে জনগনকে উৎসাহিত করেছিলেন।
বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের সাবেক স্পীকার সোমনাথ চ্যাটার্জীকে যখন দামী গাড়ি দেওয়ার প্রস্তাবে রাজী করাতে না পেরে কমাতে কমাতে যখন ১৩ লাখ রুপির গাড়ীর প্রস্তাব করা হয় তখনো তিনি অতিরিক্ত দামী গাড়ী বলে তা প্রত্যাখান করে জনগণকে নির্ভোগ হতে উৎসাহিত করেছিলেন ।গাড়ী ব্যবহার করাও যে সুস্থ সংস্কৃতি ও দেশপ্রেমের একটা একটি চমৎকার উদাহরন হতে পারে তা বুঝতে বাকি থাকে না।
পক্ষান্তরে কয়েকগুন ছোট অর্থনীতির দেশ বাংলাদেশে কি হচ্ছে ? শুধু দামি গাড়ী না এখন তাদের দামী ফোনও দেয়া হচ্ছে । আচ্ছা আপনারা এত সুযোগ সুবিধা যে নিচ্ছেন কখনো কি নিজেদের অতীতের কথা ভেবে দেখেছিলেন ? ভেবে দেখলে হয়ত আপনার ছেলে আজ ওডি গাড়ি নিয়ে মানুষ চাপা দিতে পারত না । একটু ছেলেটার কেয়ার নিলে আজ ২০ লক্ষ টাকাও দেয়া লাগত না । অনেক বিশাল আফসোস
কয়েকদিন আগে রাতে যে লোকটা গাড়ি চাপায় মারা গেছে, অডির একটা গাড়ির দাম দিয়ে ওই রকম কয়েক শ লোককে কেনা যাবে। ওই লোকের তো সাত পুরুষের ভাগ্য যে, সে এমন একটা গাড়ির নিচে চাপা পড়েছে! আর বড়লোকের ছেলে, গাড়ি নিয়ে বের হয়েছে সে তো জোরে চালাবেই, কোথাকার কোন ব্যাপারী কেন সামনে এসে পড়বে? তার ওপর সে আবার পেশায়ও ড্রাইভার, দরিদ্র মানুষ। এই দেশে যে এতদিন বেঁচে ছিল , সেটাই বা কম কীসের!
এইসব এমপি-মন্ত্রীর ছেলেদের সাত খুন মাফ, তাদের কোনো শাস্তি অতীতে হয়েছে কি না জানি না ! তবে আশা করি সামনে যেনো এ রকম দূর্ঘটনা না হয় । এবার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিন,মানুষ সব ভুলে যাবে কয়েকদিন পর। তারপরও যেনো ওই নিরীহ ড্রাইভারটাকে ফাঁসানো না হয় । এক ড্রাইভার রাজপথে মরেছে এমপি-পুত্রের গাড়ি চাপায়, মরেছে তার পরিবার।
থাক, মরুক। এই দেশে যে এই গরিবেরা এতদিন বেঁচে আছে, সেটাও তো কম পাওয়া না!
২৬ শে জুন, ২০১৮ রাত ১১:১০
দরজার ওপাশে আমি বলেছেন: হুম চিন্তার বিষয় ! গরীব না থাকলে কাজ হবে ভাইজান !
২|
২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:১৭
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: দূর্ভাগা ড্রাইভার ! ![]()
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫১
দরজার ওপাশে আমি বলেছেন: হুম । ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৮ রাত ১০:৪৩
ঢাকার লোক বলেছেন: আর কিছুদিন যাক, এ দেশে আর গরিব থাকবে না !