| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দরজার ওপাশে আমি
সৌজন্য এমন জিনিস সবচেয়ে মেধাবী হলেও শেখা যায় না। পারিবারিক শিক্ষা, বিনয়, পরিমিতিবোধ ও আমিত্ব নিয়ন্ত্রণের বিকল্প নেই....
আজকের ঢাকার অবস্থা এমন কেনো? যেখানে স্কুলের ছেলেমেয়েরা আজ রাজপথে আন্দোলন করছে আর পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে!অন্যদিকে কোটা আন্দোলন তো চলমান...
মিরপুরে একজন ছাত্রের মাথা ফাটিয়ে এখন হাসপাতালে। সে এই দেশ সম্পর্কে কি ধারনা পাইল? আজকে যে ছেলেমেয়ের স্কুলে ক্লাস করার কথা ছিল তারা রাজপথে বাসে আগুন দিতে বাধ্য হচ্ছে। কেনো এই অবস্থা দাড়াইলো আজ?
মাননীয় প্রধানমন্ত্রী অনেক ব্যস্ত আছেন তার এসব নিয়ে কথা বলার সময় কম। উনি স্যাটেলাইট উপগ্রহের নামকরন নিয়ে ব্যস্ত আছেন। আর নৌমন্ত্রী আপাতত দুঃখিত বলে পাশ কেটে যাচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী নিহতের বাসায় গিয়ে সমাবেদনা জানায়ে আসছে আর গুটিকয়েক আশার বানী শোনাইলেন সাংবাদিক তথা আমাদের। একটা ব্যাপার খেয়াল করলাম, ড্রাইভার হেলপার কে গ্রেফতার করা হইছে গতকাল। এই কার্য কিন্তু র্যাব করেছে, পুলিশ আন্দোলন এর চাপে ব্যস্ত ছিল।
নৌমন্ত্রীর এর আগেও যেসব কথা বলেছেন তা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। এর আগে একবার হুট করে বলে বসেছিলেন,গরু মুরগী না মারলেই হইলো। আর সেদিন বললেন,ভারতে নাকি ৩৩ জন রোড এক্সিডেন্টে মারা গেছে তাতে নাকি এত চিল্লাচাটি হয় নাই! মন্ত্রী সাহেব তথা অনেকেই কিছু হইলেই ভারতের সাথে তুলনা করেন, কেনো মালদ্বীপ, মালোয়শিয়ার সাথে তুলনা করতে এত ভয় পান কেনো?
আসলে আমার মনে হয়, এক বিরোধীদলের দূর্বল ভুমিকার কারনে আজ সব আন্দোলনই কেনো জানি কর্পূরের মত ধীরে ধীরে হাওয়া হয়ে যাচ্ছে। যদিও এসবে আন্দোলনে উহাদের ভুমিকা কম ছিল। উনাদের ব্যার্থতার ফলাফল আজকের এই অবস্থা!
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এসে এই কোমলমতি ছাত্রদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। আপনি যেরকম বিএনপির ভবিষ্যৎ নির্ধারণ করেছেন ঠিক তেমনই ভাবে এই তথা কথিত কোটাধারী মন্ত্রীদের ব্যবস্থা নিন। একদিন এরাই আপনার গলার কাটা হয়ে ঝুলবে তখন না পারবেন ঢোক গিলতে না পারবেন ফেলে দিতে।
৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৬
দরজার ওপাশে আমি বলেছেন: ভাল কথা বলেছেন..
আসলে আমাদের কিছু একটা করতে হবে। যার কাজ তাকেই করতে হবে, উনারা আসলে অভ্যস্ত হইছে এসব আন্দোলনে। আমাদের একটা আন্দোলনের ফলাফল দরকার।
২|
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
তারেক ফাহিম বলেছেন: ১ নং মন্তব্য ভালোলাগলো।
আসলে প্রকৃতির শাস্তি কিন্তু অকল্পনীয়
৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৭
দরজার ওপাশে আমি বলেছেন: হুম
৩|
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
জাতির বোঝা বলেছেন:
উজিরে জাহাজ মহাশয়ের গন্ডদেশে পাদুকাঘাত করা হোক।
উনি মানুষ নামের যোগ্যতা হারিয়েছেন।
৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৮
দরজার ওপাশে আমি বলেছেন: উনি মুক্তিযোদ্ধা ইহাই তার বড় সার্টিফিকে...
যোগ্যতা কোনো কালেই ছিল না মনে হয় ওই সার্টিফিকেট দিয়েই টিকে আছে।
৪|
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
Sujon Mahmud বলেছেন: মন্ত্রীদের আবাল তাবল মন্তব্যের কারণে সরকারের পজিশন নষ্ট হচ্ছে। সময় থাকতে মুখে লাগম দেন।
৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪০
দরজার ওপাশে আমি বলেছেন: আওয়ামী লীগের শুরু থেকেই মন্ত্রী মহোদয় তাদের কথার কারনে অনেক বিতর্ক সিচুয়েশন সৃষ্টি করেছে এবং আরও করবে মনে হয়। উনাদের শিক্ষা হয় না....
৫|
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
সাইন বোর্ড বলেছেন: উপদেশ দিয়ে লাভ নেই, উনি পাকা খেলোয়াড় ।
৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪২
দরজার ওপাশে আমি বলেছেন: হ্যা, অনেক কিছুর মুখোমুখি হয়েছেন.... শুধু অভিজ্ঞতা ভাল কাজে লাগাতে এখন পর্যন্ত অক্ষম।
৬|
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্ত্রীদের শাস্তির ব্যবস্থা না করলে দেশের আরো বেশী অধঃপতন হবে...
৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৫
দরজার ওপাশে আমি বলেছেন: শাস্তির ব্যবস্থার আগে তাদের যদি জবাবদিহিতার ব্যবস্থা থাকত তাহলে ভাল কাজে দিত।
৭|
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
হাঙ্গামা বলেছেন: আমার দাবি একটাই।
নির্দয়, নির্লজ্জ আর বেহায়া মানুষদের যাতে মন্ত্রী না বানানো হয়।
৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৬
দরজার ওপাশে আমি বলেছেন: উনি আসলে কোটাধারী, লজ্জানামক শব্দ উনার ডিকশনারিতে নেই মনে হয়
৮|
৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৮
শেখ সাদী মারজান বলেছেন: 
৯|
৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৭
দরজার ওপাশে আমি বলেছেন: মর্মান্তিক... প্যাথেটিক দৃশ্য
১০|
৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৯
প্রশ্নবোধক (?) বলেছেন: যে জাতি নিজেদের ভাল বোঝেনা। তাদের উপর এ রকম গজব নামবে এটা কি সত্য নয়???
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৪০
দরজার ওপাশে আমি বলেছেন: এটা অবশ্যই আমাদের জন্য লজ্জাজনক। যাকে বিশ্বাস করে ক্ষমতা দেয়া হয়েছে সেই সিস্টেমের সাথে পাল্লা দিয়ে গাদ্দারি করেছে
এখন যদি পরিবর্তন না হয় তাহলে ভবিষ্যৎ আসলেই ভয়ংকর।
১১|
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: 
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:৩০
দরজার ওপাশে আমি বলেছেন: হুম তবে এই ছবির বিপরীর দৃশ্যও আছে
১২|
০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: পুলিশ জনগণের বন্ধু। নোংরা রাজনীতির ছাঁচে পড়ে সরকারগুলা গদি ধরে রাখতে পালাক্রমে নিজ দলীয় অযোগ্য, ফালতো লোকদের নিয়োগ দিতে দিতে দেশটাকে শেষ করে দিলো।
এরা (বর্তমান পুলিশ) ভালো-মন্দ বুঝে না, চিনে না!
মন্ত্রীদের নিয়ে আর কি বলবো?! মাঝেমধ্যে উনাদের(কয়েকজন) সাথে আমাদের হাবু মেম্বারের তুলনা করতেও বিবেকে বাধে।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:৩৩
দরজার ওপাশে আমি বলেছেন: সাধারন নাগরিকদের প্রধান শত্রু পুলিশ। আগামি ৫০ বছরেও এরা নাগরিকদের বন্ধু হতে পারবে না। আর রাজনৈতিক ব্যক্তির পরিবর্তন সম্ভব
১৩|
০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শান্তিপুর্ন আন্দোলন দেখলেও পুলিশের পুটকি জলে ক্যান?
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:৩৪
দরজার ওপাশে আমি বলেছেন: সিস্টেমে সমস্যা তাই আর কি...
১৪|
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শান্তিপুর্ন আন্দোলন দেখলেও পুলিশের পুটকি জলে ক্যান?
এই জন্যে জ্বলছে মেবি!
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খজনক বাস্তবতা!
সময়ের এক ফোড় অসময়ে দশ ফোড়!
সময় থাকতে লাগাম দেয়া উচিত সবার। নইলে প্রকৃতির নিজস্ব বিচারেই প্রকৃতি
শাস্তি দেবে। তা হয়তো হবে ভয়াবহ রকম অকল্পনীয়!