নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" যে বই পড়তে ভালবাসে , সে সবাইকে ভালবাসার ক্ষমতা রাখে \"

দরজার ওপাশে আমি

সৌজন্য এমন জিনিস সবচেয়ে মেধাবী হলেও শেখা যায় না। পারিবারিক শিক্ষা, বিনয়, পরিমিতিবোধ ও আমিত্ব নিয়ন্ত্রণের বিকল্প নেই....

দরজার ওপাশে আমি › বিস্তারিত পোস্টঃ

চলমান সহিংস আন্দোলন ও তার শেষ পরিনতি

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

সর্বজন স্বীকৃতি এই ন্যায্য আন্দোলন এর ভেলিডিটি আর কত দিন? আসলে লেবু টিপে টিপে তিতা না করে খাওয়া যায় না,এটাই আমাদের আন্দোলন বা যেকোনো প্রতিবাদের শেষ পরিনিতি। আন্দোলনের শুরু করে কখন দাড়ি,কমা, ফুলস্টপ দিতে হবে এটাও মাথায় রাখা উচিৎ। গণজাগরণ মঞ্চের আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত যত নন পলিটিক্যাল আন্দোলন শুরু হয়েছিল সব গুলোই কিন্তু পরবর্তীতে খেই হারিয়ে ফেলেছিল বা ফেলছে।

সাকিবের ফেসবুক স্ট্যাটাস আমার মতে যথেষ্ঠ ভাল ছিল কিন্তু তার রাজনীতির প্রবেশের গুজবের কারনে তা বিতর্ক হয়ে গেল। বেচারা এখন ভাল করে বুজতেছে আবেগী বাঙালী চরিত্র কেমন! মাঠে অলরাউন্ডার এর ভূমিকায় থাকলেও যে মাঠের বাইরে তা থাকা সম্ভব না এটা তার বোঝা উচিৎ আর রাজনীতিতে যদি নামে তাহলে বুঝে শুনে নামাই ভাল।

গতকাল ব্যাংকের পরীক্ষা ছিল, মতিঝিল আইডিয়াল স্কুলে ছিট পরেছিল। পরীক্ষা শেষে বাসের অভাব বুজতে পারলাম, মেনেও নিলাম কিন্তু আর কতদিন? নাকি সংসদে আইন পাশ করার পর? যাই হোক, সোমাবার মন্ত্রীপরীষদের বৈঠকে এই আন্দোলনের দাবি উত্থাপন করা হবে।

আচ্ছা কিছু নেগেটিভ কথা বলি, আমার মনে হচ্ছে এইটা ছাত্রদের একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, এবং এই প্রথম কোনো আন্দোলন দ্রুর আমলে নেওয়া এবং তার বাস্তবায়নে কাজ করা হচ্ছে।তারা যদি আল্টিমেটাম দিয়ে রাস্তা যান চলাচলের উপযুক্ত করে মানববন্ধন করতে পারত! ততক্ষন পর্যন্ত কিন্তু তারা আমাদের বা পুলিশদের বা সব ধরনের ড্রাইভার, ট্রাফিক পুলিশদের ভাল শিক্ষা দিয়েছে। এটা অনেক বড় অর্জন। লাইসেন্স চেক করেছিল প্রথমদিন এটা ঠিক ছিল ২য় দিন মেনে নিলাম কিন্তু ৩য় দিন? তারা লাইসেন্সের কি বুঝে? তারা তো একজন সার্জনের সহায়তায় এই কাজ করতে পারতে! ভুয়া লাইসেন্স কি তারা বুঝতে পারবে? স্বাভাবিক তারা ধরতে পারে নাই, হাতের তলা দিয়ে অনেকে বের হয়ে গেছে। তাদের এটা এখন নেশায় পরিনতি না হইলেই ভাল হয়।আবার তাদের নিয়ে নাকি গুজবও সৃষ্টি হচ্ছে? হবেই তো এটাই স্বাভাবিক। আমি নিজেও কিছু ছাত্রদের দেখছি ওদের এটিটিউড যেকোনো খারাপ ছেলেদের থেকে কম নয়, সাইডে গিয়ে আবার সিগারেটও ফুকছে মনে হয় টেনশনে ছিল।


এই আন্দোলন থেকে কয়েকটা শিক্ষা নিলাম, এখন থেকে ফুটওভার ব্রিজ ব্যবহার করার চেষ্টা করব। আর পাবলিক বাসে উঠার সময় তাড়া হুড়া করব না। আপাতত এই দুইটা পালন করার সর্বাত্মক চেষ্টা করব।

ভালকিছু গ্রহন করুন, খারাপ দিক পরিত্যাগ করুন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

শাহারিয়ার ইমন বলেছেন: আন্দোলন তো এখন আর করা হচ্ছেনা

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০

দরজার ওপাশে আমি বলেছেন: ধানমন্ডি জিগাতলায় একটু ঝামেলা সৃষ্টি হইছে মনে হয়। ধাওয়া পালটা দাওয়া কেনো? কেমন যেনো অস্বস্তিকর অবস্থা, চিটচিটে গরম টাইপ

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি সহমত।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

দরজার ওপাশে আমি বলেছেন: ধন্যবাদ ভাইয়া... সব চ্যানেল, সামাজিক মাধ্যমে তাদের অতি বন্দনায় এখন মুখরিত। ঠিক মত শেষ হইলেই হয়। এর মধ্যে আবার আমির খশরু বিএনপি নেতার ফোনালাপ ফাস

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮

জগতারন বলেছেন:
শাজাহান খান এখন দুর্গন্ধময় ডাইপার (diapers) ছাড়া আর কিছুই না।
সে শুধুই দুর্গন্ধ আর দুর্গন্ধ।
এই হারামী কে সরানো এখন সময়ের ব্যাপার মাত্র।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

সনেট কবি বলেছেন: সহমত।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

আবু মুহাম্মদ বলেছেন: শুধুই দুর্গন্ধ আর দুর্গন্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.