নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দর হোক আগামির পৃথিবী। নির্ভেজাল মনোনশীল মন ও মনন নিয় গড়ে উঠুক আগামী প্রজন্ম। আমরা হব সেই সুন্দরের রূপকার। সে স্বপ্ন নিয়ে আমাদের পথচলা।

স্বপ্নের ঘুড়ি

সত্যবাদিতা

স্বপ্নের ঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

অপরাধী সমাজ নাকি ব্যক্তি? রিসা হত্যাকান্ড অতপর ------

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২

অপরাধী সমাজ নাকি ব্যক্তি? রিসা হত্যাকান্ড অতপর ------
-----------------------------------
নাম তার রিসা। মাত্র অষ্টম শ্রেণীতে পড়ে। মেয়েটির অকালে মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কিন্তু প্রকৃত দোষী কে ? সমাজ নাকি ব্যক্তি ? একজন ওবায়দুল খানের সাজা হয়ে গেলে কি ঘটনা শেষ ?

ওবায়দুল খান ভালবাসতে চেয়েছিল রিসাকে। হোক সে টেইলার্সে চাকরি করে। আর রিসা সেটা মেনে নেয়নি। ফলাফল : ওবায়দুল কতৃক ছুরিকাঘাত। এ হত্যার দায় কে নেবে ?
নাটক সিনেমাতে অহরহ প্রেমিকাকে তুলে নিয়ে যায় নায়ক। বস্তির ছেলে কোটিপতির মেয়ের কঠিন প্রেম। অবশেষে প্রেমের জয়। হয়তো সেখান থেকে থিমটি পেয়েছিল ওবায়দুল ? সিনেমাতে অহরহ যে শিক্ষা দেয়, বাস্তবে সেটা করতে চাওয়াটা কি অপরাধ ?

ঘটনার পিছনেও ঘটনা থাকে। ওবায়দুলের শাস্তি হলে কি অপরাধ কমে যাবে ? অসম্ভব ! হাজারো ওবায়দুল তৈরী করছে আমাদের সাংস্কৃতি। হাজারো রিসা হত্যার জন্য মূলত দায়ী আমাদের নাটক, ভারতীয় সিরিয়াল আর মুভিগুলি ।
আমরা চাইনা আর কোন সোনার টুকরা রিসা হত্যা হোক। চাইনা কোন ওবায়দুল তৈরী হোক। সমাস্যা কোথায় খুজে বের করা দারকার আমাদের সবার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৫

বিজন রয় বলেছেন: দুঃখজনক।

ব্যক্তির চেয়ে সমাজ বড়।

ব্লগে স্বাগতম।
শুভকামনা, শুভব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.